Contest: Make Colorful Steem Logo || Art Competition

আসসালামুআলাইকুম

কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমি @haideremtiaz বাংলাদেশ থেকে আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আজকের প্রতিযোগিতার বিষয় স্টিম লগো তৈরি করা।আমি একটি স্টিম লগো তৈরি করার চেষ্টা করেছি।আশা করি আপনাদের ভালো লাগবে।

স্টিম লগোর বর্তমান রং সবুজ।তো আজকে আমি আমার প্রিয় একটি রং হলুদ দিয়ে লগো বানিয়েছি।
IMG_20210724_221417.jpg

IMG_20210724_221331.jpg
লগো বানানোর জন্য প্রথমে আপনাকে বৃত্তের মতো করে দুইপাশে অর্ধবৃত্ত আঁকতে হবে।আকার পর দুইপাশের রেখাগুলো মিলিয়ে দিতে হবে।তারপর ভিতরে হলুদ রং করলাম।ভিতরে ছোট করে স্টিমিট নামটা লিখতে হবে।হয়ে গেলো আমার লগো।
হলুদ রংটা আমার প্রিয় তাই এই রং দিয়েই আঁকলাম।

জানিনা কেমন হয়েছে!তবে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 4 years ago 

Beautiful art