বাংলার ঐতিহ্যবাহী খাবার- ভাত এবং নানা পদের ভর্তা। ১০% বেনিফিসিয়ারি @shy-fox

in Steem For Tradition3 years ago (edited)
আসসালামু আলাইকুম

20200224_153327.jpg

নানা পদের ভর্তা

আপনারা সবাই আশা করি ভালো আছেন। আমরা সবাই জানি বাঙালির প্রিয় খাবার ভাত ও মাছ। কিন্তু এছাড়াও বাঙালির আরো একটি প্রিয় খাবার হলো ভর্তা। সব রকমের ভর্তা। প্রতিটি বাঙালি হরেক রকমের ভর্তা করতে পারে। মাছ ভর্তা, ডিম ভর্তা, ডাল ভর্তা, আলু ভর্তা, কলা ভর্তা শুরু করে আরও নানা রকমের ভর্তা। আমি আপনাদের এই ভর্তা নিয়ে কিছু তথ্য দিব। আর সাথে কিছু ছবিও শেয়ার করবো যেগুলো আমি নিজে তুলেছি।

ভর্তার থালা


20200224_154503.jpg

বাংলাদেশের মানুষ প্রায় সব ধরনের সবজি কে ভর্তা বানিয়ে খেয়ে থাকে। তবে এসব ভর্তার ক্ষেত্রে প্রাধান্য পায় আলু, বেগুন, টমেটো, পেঁপে, কলা, মটরশুঁটি, কাকরোল ইত্যাদি সবজি। আমার উপরের ভর্তার থালার ছবিটিতে যে সকল ভর্তা দেখতে পাচ্ছেন সেগুলো হলো মটরশুঁটি ভর্তা, আলু ভর্তা, শুটকি ভর্তা, টমেটো ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, কালোজিরা ভর্তা, ডাল ভর্তা।

  • আলু ভর্তার সাথে আমরা সবাই পরিচিত তাই আলু ভর্তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই।
  • টিয়া রঙের যে ভর্তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে সেটি হল মটরশুঁটি ভর্তার ছবি। মটরশুটি সিদ্ধ করে তারপর শিল-পাটায় বা ব্লেন্ডারে ব্লেন্ড করে এ ভর্তা বানানো হয়। ভর্তা মরিচ, লবণ, পিঁয়াজ ছাড়া আর কিছু প্রয়োজন হয় না। শীতকালে এই ভর্তাটি বেশ জনপ্রিয় একটি ভর্তা।
  • কালো রঙের যে ভর্তি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হল কালোজিরা ভর্তা। যেহেতু কালোজিরা ভর্তা তাই এই ভর্তার বর্ণ কালো রঙের হয়।কালোজিরা ভর্তা জন্য খুব বেশি প্রস্তুতির প্রয়োজন হয় না। শিলপাটা কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তা বানানো হয় সাথে দেওয়া হয় মরিচ, পিঁয়াজ কুচি, ও লবণ।

20200224_154503.jpg

  • সবুজ বর্ণের যে ভর্তাটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হল ধনেপাতা ভর্তা। এই ভর্তা টি সাধারণত পিঠার সাথে খাওয়া হয়। আমি খুব বেশি এ ভর্তাটি খাইনি তবে তার স্বাদ অনেক ভালো। ধনেপাতা ভালো করে ধুয়ে বেটে এটি বানানো হয়। এ ভর্তির তুলনামূলক ঝাল করে বানানো হয়।

  • আপনারা ছোটছোট দানাদার যে ভর্তা টি দেখতে পাচ্ছেম সেটি হল ডালের বড়ি ভর্তা। শুকনো ডালের বড়ি প্রথমে ভেজে তারপর হাত দিয়ে ভেঙে ভেঙে এ ভর্তা বানানো হয়। বাংলাদেশের সব জেলাতেই ভর্তি খাওয়া হয় না তবে বিশেষ কিছু জায়গায় ভর্তি বেশ জনপ্রিয়।

  • এছাড়াও ডাল ভর্তা ও কালোজিরা ভর্তার মাঝখানে যে ভর্তা টি দেখতে পারছেন সেটি হচ্ছে শুটকি ভর্তা। বেশি করে পিঁয়াজ ও মরিচ এই শুটকি ভর্তা করা হয়ে থাকে।


ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য

ধন্যবাদান্তে,
@pea07

Sort:  
 3 years ago 

ভর্তাগুলো দেখে খেতে ইচ্ছে করতেছে।খুব সুন্দরভাবে আপনার পোস্টটি আপনি উপস্থাপন করেছেন। ভর্তা ছাড়া যেন ভাত খাওয়ার মজাই নেই ।আপু আমার ব্যক্তিগতভাবে টমেটোর ভর্তা খুব ভালো লাগে।ধন্যবাদ আপনাকে পোস্টটি করার জন্য।

 3 years ago 
CategoryYes ✅ / No ❌
Club StatusClub100 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

 3 years ago 

ওয়াও! আপু অনেক রকমের ভর্দা দেখে আমার তো লোভ লেগে গেলো। সুন্দর ছবি তুলেছেন। সবকিছু সাজিয়ে গুছিয়ে লিখেছেন তারজন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার হলো ভর্তা। আপনার ভর্তা দেখে জিভে জল আসল। বাঙালি বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন। মাছ ভর্তা, ডিম ভর্তা, ডাল ভর্তা, আলু ভর্তা, শুরু করে আরও নানা রকমের ভর্তা। তবে কলার ভর্তা কখনও খাইনি এবার সময় পেলে মাকে দিয়ে কলার ভর্তা খাব। আপনি বেশ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু।

 3 years ago 

কাচা কলা ভর্তা বেশ পুষ্টিকর খাবার। একবার ট্রাই করে দেখবেন।আশা করি আপনার ভালো লাগবে।

 3 years ago 

অনেক সুন্দর ভাবে তথ্যগুলো সাজিয়ে গুছিয়ে লিখেছেন। আমার অনেক কিছু অজানা ছিল যা আপনার পোস্টটি থেকে জানতে পারলাম।আপনার পোস্ট পড়ে আমি অনেক কিছু জানতে পারলাম।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলে এই রকম পোস্ট দেখে লোভ লোগে গেল ও .সত্তি এত সুন্দর করে পেলেট সাজিয়ে যদি কেউ মুখের সাম্মনে দিতো ,তাহলে কতোই না ভাল হইতো ,,যাই হউক আপু অনেক ভাল পোস্ট করছেন ,,অনেক ধন্যবাদ