সময় ও জীবনের মূল্য
আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আমার নাম ইফতেখার রিয়ান এবং আমার স্টিমিট ইউজার নেইম হলো @iam.riyan। আমি প্রায়ই লেখালেখি করি। এটা আমার অভ্যাস এবং একই সাথে আমার কাছে অনেক আনন্দের বিষয়। সম্প্রতি আমি Steem Space কমিউনিটিতে যুক্ত হয়েছি। তাই ভাবলাম, বাংলা ভাষায় নিয়মিতভাবে কিছু লেখালেখি শুরু করবো। সেই চিন্তা থেকেই আমার এই ধারাবাহিক লেখার সিরিজ “আমার কিছু কথা” এর শুরু।
আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন।

সময় ও জীবনের মূল্য⌚
আমাদের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিসগুলোর মধ্যে একটি হলো সময়। আমরা অনেক সময় টাকার মূল্য বুঝি, কিন্তু সময়ের প্রকৃত মূল্য বুঝি না। অথচ টাকা হারালে আবার পাওয়া যায়, কিন্তু একবার সময় চলে গেলে সেটি আর কোনোভাবেই ফিরে আসে না।
আমরা জীবনে নানা কাজ করি, নানা স্বপ্ন দেখি, সাফল্যের পেছনে ছুটি। কিন্তু সেসব কিছুই সম্ভব নয় যদি সময়কে সঠিকভাবে ব্যবহার করতে না পারি। অনেক সময় আমরা অকারণে সময় নষ্ট করি—ফোনে, আড্ডায় কিংবা অর্থহীন কাজে। তখন মনে হয় কিছুই হয়নি, কিন্তু ধীরে ধীরে সেই অপচয় করা সময় আমাদের জীবনের অগ্রগতিকে থামিয়ে দেয়।
সময় আসলে জীবনের একেকটা অধ্যায়। ছোটবেলা থেকে আজকের এই অবস্থায় আসা পর্যন্ত যতটুকু আমরা অর্জন করেছি, সবই সময়ের সঠিক ব্যবহার বা অপব্যবহারের ফল। যারা সময়কে কাজে লাগাতে জানে, তারাই জীবনে সফল হয়। আর যারা সময়কে হেলায় হারিয়ে ফেলে, তারা পরে আফসোস ছাড়া আর কিছুই পায় না।
তাই আমাদের সবসময় মনে রাখা উচিত, সময়ের প্রতিটি মুহূর্ত অমূল্য। পড়াশোনা হোক, কাজ হোক, বা ব্যক্তিগত উন্নতি—সবকিছুর জন্য সময়কে সঠিকভাবে কাজে লাগানো দরকার। যদি আমরা প্রতিদিন কিছুটা হলেও সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে একদিন তা আমাদের জীবনকে বদলে দেবে।
শেষে বলতে চাই,
সময় হলো জীবনের প্রকৃত সম্পদ। এই সম্পদকে যেভাবে ব্যবহার করবো, আমাদের ভবিষ্যৎও ঠিক সেভাবেই গড়ে উঠবে। তাই আজ থেকেই আমাদের উচিত সময়ের মূল্য বোঝা এবং সেটিকে যথাযথভাবে কাজে লাগানো।