আজকের কবিতার নাম:- আমাকে আমার মতো থাকতে দাও।
আমার পোষ্টে সবাইকে স্বাগতম।
আসসালামু আলাইকুম আমি রোদ্দুর। এই প্ল্যাটফর্মে এসেছি নতুন কিছু শেখা ও জানার পাশাপাশি সবার সাথে মিলে কাজ করতে। কবিতা লিখতে ভালোবাসি, ভাবনাগুলো শব্দে গেঁথে প্রকাশ করতে ভালো লাগে তাই আপনাদের মাঝে এলাম আশা করি আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় সামনে এগিয়ে যেতে পারব।
সবাই চলুন একসাথে গড়ে তুলি সুন্দর এক কমিউনিটি, যেখানে থাকবে বন্ধুত্ব, আর ভালোবাসা।আসলে আমার কবিতা লিখতে অনেক ভালো লাগে। তাই কবিতা লিখে নিজের ডাইরির পাতা ভরপুর করে রেখেছিলাম। আর সে জন্য ভাবলাম আপনাদের মাঝে এক এক করে শেয়ার করি।তো কথা না বাড়িয়ে শুরু করছি আমার কবিতা পোষ্ট।
আজকের কবিতার নাম:-
আমাকে আমার মতো থাকতে দাও।
লিখেছি আমি নিজেই।@roddur
চুপ করে থাকি বলে ভেবো না দুর্বল,
ভেতরে জ্বলছে আগুন, নিভে গেছে কেবল।
নিয়মের শিকলে বাঁধো না আমায়,
আমি উড়তে চাই মুক্ত আকাশপথে, নিঃসংকোচায়।
সবাই চায় আমায় নিজের মতো গড়া,
আমি তো মানুষ,নয় কোনো পুতুলের মড়া?
হাসি আমার, কান্নাও আমার,
তবুও কেন বিচার করো বারবার?
জীবনের মানে আমি নিজেই খুঁজি,
নিজস্ব পথে হাটি, তবু ভাবো আমি ভুঁইফোঁড় পুঁজি!
ভুল করলে শিখবো, পড়ে গিয়েও উঠবো,
তোমার ছায়া ছাড়া নিজেই আলো খুঁজবো।
ভাঙবে যদি, ভাঙুক স্বপ্ন, তবু আমার হোক,
অন্যের পথ ধরে চললে, মন তো শুধুই শোক।
তাই বলি তোমায়, করজোড়ে চাও,
আমাকে আমার মতোই থাকতে দাও।
নিয়তির খাঁচায় নয়, আমি স্বাধীন পাখি,
নিজেকে খুঁজে পাওয়া, এটাই আমার শ্রেষ্ঠ রাখি।
কবিতা নিয়ে কিছু কথা:-
কবিতায় মনের কথা গুলো সহজেই প্রকাশ করা যায়। যা বলায় কষ্ট হয়, তা লেখা যায় ছন্দে ছন্দে। তাই আমি কবিতা লিখি, নিজের ভালো লাগা, দুঃখ, অভিমান কিংবা স্বপ্নগুলো তুলে ধরি শব্দের খেলায়। এই প্ল্যাটফর্মে কবিতা শেয়ার করে আনন্দ পাই, কারণ এখানে অনেকেই পড়ে, অনুভব করে, ভালোবাসে। কবিতা আমার মনের দরজা খুলে দেয়, তাই লিখি এবং সবার সাথে ভাগ করে নিই আমার মনের কথাগুলো।
সবশেষে নিজেকে নিয়ে কিছু কথা :-
আমি রোদ্দুর, পঞ্চগড় থেকে। নিজের ভালো লাগা, মন্দ লাগা, অনুভূতি আর জীবনের ছোট ছোট গল্পগুলো আপনাদের সাথে ভাগ করে নেওয়ার ইচ্ছা থেকেই এই প্ল্যাটফর্মে এসেছি। এখানে এসে সত্যি খুব ভালো লাগছে, সবাই এত আন্তরিক এবং সহানুভূতিশীল। আশা করি আপনাদের সাথেই কাটবে এক সুন্দর যাত্রা, শিখব অনেক কিছু, আর নিজেকেও আরও ভালোভাবে গড়ে তুলব। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট চাই সবসময়। ধন্যবাদ।
🏞️🏝️🏞️🏝️🏞️🏝️🏞️🏝️🏞️🏝️🏞️🏝️🏞️🏝️🏞️🏝️🏞️🏝️
Lot of thanks those steemains who suport me and my post.
@Upvote me (If you like)
@Follow me (As your wish)
@Resteem (If you have time)
@Comment (If it will possible)