সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো। || by @kazi-raihan
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।
আজ - ২০শে আষাঢ় | ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষা-কাল |
আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
আজকের পোষ্টের টাইটেল দেখে সবাই বুঝতে পারছেন আসলে কি নিয়ে কথা বলতে চাইছি। তাহলে আর কথা না বাড়িয়ে সোজা মূল প্রসঙ্গে চলে যাই। এখন সোশ্যাল মিডিয়ার যুগ মানুষ বেশিরভাগ সময় কাজ না থাকলেই সোশ্যাল মিডিয়ায় সময় কাটায়। ভুল তথ্য হোক বা সঠিক তথ্য হোক বা যেকোনো তথ্য সোশ্যাল মিডিয়ায় খুব সহজে ছড়িয়ে পড়ে। তবে আমাদের নিজ অবস্থান থেকে সবার উচিত সামাজিক মাধ্যমগুলোতে কোন ধরনের ভুয়া তথ্য বা মিথ্যা প্রচার না করা। সাম্প্রতিক কিছুদিন দূরে বা আগের তুলনায় এখন ভুয়া তথ্য গুলো তুলনামূলক বেশি ছড়ায়। এ ধরনের কাজ থেকে নিজেদেরকে বিরত রাখা উচিত। ভুল তথ্য ছড়ানোর মাধ্যমে দেশের মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে দেশকে বা একটি সমাজকে অস্থিরতার মধ্যে ফেলে দেওয়া মোটেও একটা ভালো কাজ নয়। তাই আমাদের সবার উচিত নিজ অবস্থান থেকে এই জঘন্য কাজ থেকে সাবধান থাকা।
যখন একটি চক্র ভুল তথ্য ছড়ায় তখন সাধারণ মানুষের মধ্যে একটা উত্তেজনা কাজ করে যদি সেটা কোন রাজনৈতিক দল বা কোন জাতিকে নিয়ে ভুল তথ্য ছড়ানো হয় সেক্ষেত্রে সাধারণ মানুষ সেই জাতি বা সেই দলের প্রতি একটা বিদ্রুপ মত প্রকাশ করে। শুধু তাই নয় এটা আরো ভয়াবহ হতে পারে। একজন সাধারণ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ কখনোই চায়না একটা জাতি বা একটা সমাজের মানুষ না নিজেদের মধ্যে উত্তেজনা ছড়াক বা নিজেদের মধ্যে লড়াই করুক। প্রতিটা মানুষ নিজ অবস্থান থেকে শান্তিতে থাকতে চায় তবে হ্যাঁ এখানে মানুষ বলতে যারা সুস্থ মস্তিষ্কের মানুষ আর অন্যথায় যারা সমাজকে উত্তেজনা মূলক রাখতে চায় তারা আসলে নিজেদের স্বার্থ হাসিলের ধান্দায় থাকে। আর যারা নিজের স্বার্থ হাসিলের জন্য অন্যদেরকে বিপদগ্রস্থ পরিস্থিতি সম্মুখীন করে তারা মানুষরূপে পশুর সমান।
একজন মানুষের জনপ্রিয় হতে অনেক বেশি সময় লাগে কিন্তু সেই মানুষটাকেই যদি আপনি নিচে নামাতে চান সেক্ষেত্রে তার কয়েকটি অপরাধ মূলক কাজের বৈশিষ্ট্য লক্ষ্য করলেই তার প্রতি ঘৃণা চলে আসবে। স্বাভাবিকভাবেই আপনি যদি একটা টিভি চ্যানেলের কথা চিন্তা করেন সেই টিভি চ্যানেলটি দীর্ঘদিন যাবত ভালো কাজ করেছে ভালো সংবাদ প্রকাশ করেছে কিন্তু হঠাৎ করেই সেই টিভি চ্যানেল যদি ভুয়া নিউজ জনগণের মাঝে বা দেশের মানুষের মাঝে ছড়িয়ে দেয় সেক্ষেত্রে ধীরে ধীরে সেই টিভি চ্যানেলের জনপ্রিয়তা কমতে শুরু করবে কারণ একটা ছোট্ট ভুয়া নিউজ ছড়ালেও সেই টিভি চ্যানেলের রেপুটেশনের উপরে বড় ধাক্কা আনবে। আসলে টিভি চ্যানেলের এই বিষয়টা আমি শুধু উদাহরণস্বরুপ আপনাদের মাঝে তুলে ধরলাম। মূলত এমন উদাহরণ দিলাম যেন কেউ কখনো কাউকে ভুল তথ্য দিয়ে নিজের মূল্যায়ন অন্যের কাছে ছোট না করে।
এখন যেহেতু প্রযুক্তির যুগ সেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব সহজেই ভুল তথ্য মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় মূলত এটাকে অনেকেই প্রযুক্তিগত সমস্যা বলে থাকে আমার মনে হয় যারা এই বিষয়টাকে প্রযুক্তিগত সমস্যা হিসেবে দেখে তারা পুরোপুরি ভুল। মূলত যারা ভুল তথ্য ছাড়া তাদের ব্যক্তিগত সমস্যা বা নৈতিক সমস্যা হতে পারে এমনকি সামাজিক সমস্যাও হতে পারে। প্রযুক্তির কারণে কিন্তু আপনারা যে কেউ খুব সহজেই সঠিক তথ্য ঘরে বসে বিস্তারিত জানতে পারছেন এখন একটি মহল যদি ভুল তথ্য সরিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে সেক্ষেত্রে তার দায়ভার প্রযুক্তির উপর চাপিয়ে দেওয়া পুরোটাই বোকামি ছাড়া অন্য কিছু নয়। আসলে আমি কি বোঝাতে চাইছি সেটা হয়তোবা আর খুলে বলতে হবে না।
যাইহোক আসুন আমরা সবাই সচেতন হই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া নিউজটা কতটুকু সত্য সেটা প্রথমে যাচাই করার চেষ্টা করি তারপরে অন্যদেরকে সেই সংবাদটা শেয়ার করার চেষ্টা করি। আপনি একটা ভুল সংবাদ শেয়ার করলেন যার ফলে একজন মানুষ হুট করেই আরেকটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলল যেটা তার জীবনের বড় একটা বাধা নিয়ে আসতে পারে। তাই আমার মতে আমাদের সবার উচিত নিজেদের নিজ অবস্থান থেকে যেকোনো নিউজ প্রচার করা বা যে কোন নিউজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার আগে প্রথমে পুরো বিষয়টা নিয়ে চিন্তা করা উচিত, যাচাই করা উচিত। কেননা আমার মনে হয় বাংলাদেশের একজন স্বাভাবিক নাগরিক হিসেবে দেশের পরিবেশ দেশের মানুষের মঙ্গল কামনা করা দেশের একজন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব।
এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।
সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan
আমার পরিচয়
আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।


VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily tasks.
Link 🔗
https://x.com/KaziRai39057271/status/1940948851793580130?t=utBcUIvjbAU9e5uIkECeHg&s=19
https://x.com/KaziRai39057271/status/1940949108480791031?t=ZCwmUBnH2deKWPPmSHZIrQ&s=19
https://x.com/KaziRai39057271/status/1940949465051156714?t=mJt80hFX6OfyJobzENvl2A&s=19
https://x.com/KaziRai39057271/status/1940949676192350570?t=EIZGjdpgDUUrozyklVDevQ&s=19
https://x.com/KaziRai39057271/status/1940950255002079740?t=rMOM_lj2mD_XooO5chssng&s=19
https://x.com/KaziRai39057271/status/1940950439060820469?t=J3mme50yhl78jHVtExVR3Q&s=19