কাঁঠাল।

in #steemlast year


20240713_081933.jpg



কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। বর্তমান বর্ষার মৌসুম আর এই মৌসুমে বাজারে প্রচুর পরিমাণে কাঁঠাল পাওয়া যায়। গ্রামের প্রতিটা বাড়িতেই প্রচুর পরিমাণে কাঁঠালের গাছ থাকে। কাঁঠালের গাছগুলোতে এই সময়ে প্রচুর পরিমাণে কাঁঠাল দেখা যায়। যেগুলো গ্রাম থেকে শহর পর্যন্ত পৌঁছে যায়। কাঁঠাল শুধু ফল হিসেবে নয় সবজি হিসেবেও ব্যবহৃত হয় আবার কাঁঠালের যে বিচি থাকে সেটাও তরকারি হিসেবে ব্যবহৃত হয়।



আমাদের বেশ কয়েকটি আম বাগান রয়েছে আর সেই আমবাগানের পাশেই কিছু কাঁঠালের গাছ রোপণ করা হয়েছিল যেগুলোতে এখন প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে যদিও কাঁঠালের সিজন এখন তুলনামূলক প্রায় শেষের দিকে তবে গাছে এখনো মোটামুটি কিছু কাঁঠাল রয়েছে। আজকে সকালে অনেকগুলো কাঁঠাল কাঁটা হয়েছে সেই সময় এই ছবিটা তোলা কারো যদি কাঁঠাল খেতেন মনে চায় তাহলে চলে আসবেন বন্ধুরা।



ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।

ধন্যবাদ।



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.