"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭৪৭ [ তারিখ : ৩০.০৮.২০২৫ ]

গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ৭৪৬ তম রাউন্ড শেষে আজ ৩০ আগস্ট ২০২৫, ৭৪৭ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@maria47



অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম: মারিয়া মুক্তি। জাতীয়তা: বাংলাদেশি। তার স্টিমিট আইডি: @maria47. তিনি রান্না করতে ভালোবাসেন। নতুন নতুন রেসিপি তৈরি করতে তার ভীষণ ভালো লাগে। এই জন্য চেষ্টা করেন নতুন নতুন স্বাদের রেসিপি শেয়ার করতে। তিনি ভালো আর্ট করতে পারেন,আর্ট এর মাধ্যমে নিজের সৃজনশীলতা তুলে ধরেন। এছাড়াও তিনি ঘুরতে যেতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করেন। স্টিমিট ক্যারিয়ার শুরু করেন ২০২৩ সালের নভেম্বর মাসে।



এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:

ছবিটি নেওয়া হয়েছে-@maria47-র পোস্ট থেকে

রেসিপি-লোভনীয় আইর মাছের রেসিপি|| ( 29.08.2025 )


আইড় মাছ খেতে অনেক সুস্বাদু একটা মাছ। এই মাছ খেতে সবথেকে ভাল হয় সামুদ্রিক তা। যদিও এই মাছ নদী বা খাল বিলের হলেও স্বাদের হয়ে থাকে। আমাদের এদিকে বেশি সামুদ্রিক পাওয়া যায় বা চাষের তা। আইড় মাছ একধরণের বলতে গেলে যেগুলো ছোটো আকারের হয়ে থাকে, এইগুলো খেতে অনেক মজার হয়। আর বড়ো অর্থাৎ যেগুলো ১ কিলোর উপরে হয়ে থাকে, এইগুলো আবার নরমাল ভাবে রান্না করলে ভালো লাগে না, বিশেষ করে আমার কাছে একটু মশলা দিয়ে না রান্না করলে ভালো লাগে না।

কারণ এর মাংস গুলো একটু শক্ত মতো হয় আর মশলা দিয়ে রান্না করার একটাই কারণ হলো মাংসের মতো স্বাদ লেগে থাকে। আইড় মাছের আরো একটা প্রজাতি আছে অর্থাৎ বাঘা আইড় মাছের নাম তো শুনেছেন বা দেখেছেন। এই মাছ অনেক বড়ো হয়ে থাকে আর খেতে খারাপ লাগে না। এই মাছটা অনেক সময় নদীতে পাওয়া যায়। তবে এইগুলো সামুদ্রিক, সমুদ্রেই তাদের বিচরণ বেশি। এই মাছ ঝোল এর থেকে ভুনা আর সর্ষে দিয়ে দারুণ লাগে। তবে এই মাছের শুটকি নাকি অনেক ভালো লাগে শুনেছি, যদিও খাইনি। যাইহোক, রেসিপিটা ভালো ছিল।


ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 23 days ago 

আইর মাছ খেতে আমার খুবই ভালো লাগে।এই মাছের রেসিপিটি তৈরি করতে পেরে এবং আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। সর্বোপরি আমার রেসিপিটি যে আপনাদের ভালো লেগেছে এতে আমি সার্থক। খুবই আনন্দিত আমি নিজের পোস্টটিকে ফিচার্ড পোস্ট হিসেবে দেখতে পেরে। অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি কে মনোনীত করার জন্য।

 23 days ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। এই মাছ খেতে অনেক ভালো লাগে। রান্নার প্রসেস গুলো দেখে মনে হচ্ছে খেতেও দারুন হয়েছিল।

আপনার রেসিপি এবং মাছ সম্পর্কে গভীর বর্ণনা সত্যিই প্রশংসনীয়! আইড় মাছের বিভিন্ন প্রজাতি এবং রান্নার পদ্ধতির সাথে তার স্বাদের সম্পর্ক নিয়ে আপনার পর্যবেক্ষণ খুবই চমৎকার। এটি পড়ে একটি প্রশ্ন মনে আসে: "রান্না কি কেবল একটি পুষ্টির প্রয়োজনীয়তা, নাকি এটি স্থানীয় সংস্কৃতি এবং ব্যক্তির সৃজনশীলতার অভিব্যক্তি?" আপনার মতে, রান্নার সময় আমরা কি শুধু স্বাদ নিয়ন্ত্রণ করি, নাকি অজান্তেই আমাদের的传统和文化কে জীবন্ত রাখি?

此外, আপনি মাছের আকার এবং মশলার ব্যবহারের মধ্যে সম্পর্ক উল্লেখ করেছেন — "ছোট মাছ vs বড় মাছ" এর রান্নার পার্থক্য কি শুধু স্বাদের জন্য, নাকি এটি পরিবেশ ও প্রাপ্যতার সাথে সম্পর্কিত?例如, সামুদ্রিক আইড় vs নদীর আইড় — তাদের প্রাপ্যতা এবং রান্নার পদ্ধতি কি 지역ীয় পরিবেশ ও সম্পদের প্রতিফলন?

最后, আপনি শুটকির কথা উল্লেখ করেছেন但尝试 করেননি। "প্রাচীন খাদ্য সংরক্ষণ পদ্ধতি (如শুটকি) কি আধুনিক যুগে relevante?" এটি কি শুধু স্বাদের জন্য, নাকি টেকসই খাদ্য ব্যবস্থার的一部分?

আশা করি আপনার উত্তর和其他读者的 মতামত শুনতে পাবো! ধন্যবাদ।