সাসপেন্স অফ ডিসবিলিফ, আমাদের মনের খোরাক
নমস্কার বন্ধুরা,
সেদিন বসে বসে একটা বিষয় শুনছিলাম তখন হতাহত মনে হলো, এই যে আমরা সিনেমার কিছু আজগুবি আশ্চর্য জিনিস সহজে মেনে নিই সেটা আদপে কি? ব্যাস! সঠিক টার্ম খুঁজতেই অনেকটা সময় কেটে গেলো। অনেক খুঁজে বিষয়টি সম্পর্কে জানতে পারি, সাসপেন্স অফ ডিসবিলিফ। মানুষের মনে কল্পনা করার এক অসাধারণ ক্ষমতা রয়েছে। আমরা বাস্তবের কঠিন নিয়ম মানি, তবুও গল্প, সিনেমা বা নাটক দেখার সময় এমন অনেক কিছু বিশ্বাস করি যা সত্যি নয়। কিংবা বাস্তবে সেটা কখনোই সত্য হতে পারে না। এই বিশেষ মানসিক অবস্থাকে বলে “সাসপেন্স অফ ডিসবিলিফ”। আমাদের মন বিশেষ বিশেষ সময়ে আমাদেরকে এমনভাবে তৈরি করে যেটা কোন অবিশ্বাস্য জিনিস দেখলেও আমরা বিষয় ক্ষেত্রে সেটাকে মেনে নিই।
আমরা তখন নিজেরা মনে মনে ঠিক করি, কিছুক্ষণের জন্য নিজের অবিশ্বাস বা সন্দেহ বন্ধ করে রাখবো। যেন গল্পের জগতে পুরোপুরি ঢুকে যেতে পারি। আমরা জানি মানুষ আকাশে উড়তে পারে না, তবুও সুপারম্যান কিংবা শক্তিমানকে দেখে মন নেচে ওঠে। আমরা জানি জাদুর কাঠি দিয়ে সব ঠিক করা সম্ভব নয়, তবুও হ্যারি পটার দেখে খুব আনন্দ পাই। আর আমাদের এই ধারণা খুব প্রয়োজনীয়। যদি আমরা সবসময় বাস্তবের কড়া নিয়ম ধরে বসে থাকি, তাহলে কোনো গল্প বা সিনেমা আমাদের ভালো লাগবে না। কল্পকাহিনি, রূপকথা, বিজ্ঞান কল্পকাহিনি, এমনকি সাধারণ প্রেমের গল্পেও অনেক অসম্ভব বা অত্যুক্তি থাকে। আমরা তা মেনে নিই যাতে গল্পটি উপভোগ করা যায়।
হীরক রাজার দেশে, হ্যারি পটারের জগতে জাদু আছে। প্রোফেসর শঙ্কু দারুন সব আবিষ্কার করেন কিংবা কাকাবাবু খোঁড়া পা নিয়েই দাপিয়ে বেড়ান। আমরা জানি সেসব বাস্তবে হয়না। কিন্তু তাদের জগতের নিজস্ব নিয়ম মেনে নিয়ে আমরা গল্প বা সিনেমাটা উপভোগ করি। আবার কোনো ভূতের সিনেমা দেখে ভয় পাই, যদিও মনে মনে জানি ভূত নেই (হয়তো)। খিক খিক। আসলে লেখক, পরিচালক বা গল্পকাররা সহজেই আমাদের মনের সেই অবস্থায় পৌঁছে দিতে চান, যখন মনের অবিশ্বাস করার দিকটা থেকে থাকে। এজন্য গল্প বিশ্বাসযোগ্য হয়ে ওঠে, চরিত্রগুলো এবং তাদের জগতের নিয়মগুলোকে বাস্তব মনে হয়। তবে কখনো কখনো গল্পের যুক্তি বা নিয়ম ভেঙে যায়। তখন আমাদের বিশ্বাস ভেঙে যায়, গল্প আর ভালো লাগে না। তাই লেখক কিংবা পরিচালক তখনই সফল যখন “সাসপেন্স অফ ডিসবিলিফ” বজায় রাখতে পারবে।
“সাসপেন্স অফ ডিসবিলিফ” আসলে আমাদের কল্পনার স্বাধীনতা। আমাদের শিশু সুলভ মনের আনন্দ। যখন আমরা কিছুক্ষণের জন্য বাস্তবের সীমা ভুলে যাই। ঠিক এভাবেই গল্প আমাদের আনন্দ, শিক্ষা আর ভাবনার খোরাক দেয়।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS

Upvoted! Thank you for supporting witness @jswit.
@kingporos, নমস্কার! Your insightful exploration of "Suspension of Disbelief" is truly captivating. It's fascinating how we willingly embrace the unreal when immersed in stories, from Bollywood fantasies to Hollywood blockbusters. You've articulated this concept beautifully, reminding us of the childlike wonder that allows us to enjoy narratives, even when they defy reality.
The way you've connected this idea to Bengali favorites like "হীরক রাজার দেশে" and iconic characters like Professor Shonku really resonates. This post is a fantastic reminder of the power of storytelling and our inherent ability to believe in magic, even if just for a little while. Readers, what are some of the most memorable instances where you willingly suspended your disbelief? Let's discuss!