সময় পেতেই চিকেন রোলে ঝাঁপ!

in আমার বাংলা ব্লগ11 days ago

নমস্কার বন্ধুরা,

কাজের চাপ যেন শেষ হওয়ার নয়। এই মাসের ১৫ তারিখ পর্যন্ত চাপের পরিমাণটা একই রকম থাকবে। মাঝেমধ্যে অল্প কিছুটা সময় ফাঁকা পাই বটে তবে সেটা আমার বাংলা ব্লগে কাটাতেই বেশি ভালো লাগে। সাধারণত সারা দিনই কোন না কোন কাজকর্মে ব্যস্ত থাকি। সারাদিন আমার বাংলা ব্লগের সাথেও আমি যুক্ত থাকার চেষ্টা করি। নোটিফিকেশনের দিকে সব সময় নজর থাকে। সেসব ভিন্ন কথা। আজকের দিনটা সারাদিন ব্যস্ততার মধ্যে কাটালাম। সাধারণত বিকেলে মাঝেমধ্যে চা খাওয়ার জন্য বেরিয়ে পড়ি আজকে সেসব করবারও সময় ছিল না। চাপে চিরে চাপটা হয়ে যাব। মূলত কদিন ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে, সেজন্যই চাপের পরিমাণটা আরেকটু বেড়ে গেছে। সম্পূর্ণ কাজ সামলে বেরোতে বেরোতে রাত্রি ন'টার কাছাকাছি হয়ে গিয়েছিল।

1000072919.jpg

রাত হয়ে গিয়েছে স্বভাবতই খিদেও পেয়ে গিয়েছিল। আমাকে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন ধরতে হয় সেই পথেই হাঁটছি মাঝে পড়ে পিপ ইন। বেশ কিছুদিন আগে তাদের রোল খেয়েছিলাম, মূলত উৎসুকতার বশে। তবে আজকে গিয়েছিলাম ইচ্ছে থেকে। খিদে পেয়েছে সেটাই মেটাতে একমাত্র পারে, রোল। বহুদিন রোল আমি রোল খাই না। বাইরে খাওয়া একদমই কমিয়ে দিয়েছি। আসলে ইদানিং বেশ কয়েকবার একটু চিন্তার কারনে পিজ্জা খেয়েছি, তবে আজকের লোভ ছিল রোলের উপরে। তাই পথ বদলে পিপ ইনে পৌঁছলাম। আগের দিন এগ রোলে ক্ষান্ত ছিলাম আজকে চিকেন রোল খাওয়ার ইচ্ছে হলো। এই দোকানে অনেক ধরনের স্ট্রিট ফুড পাওয়া গেলেও রোল বিক্রি ঝড়ের মত হয়।

1000072921.jpg

অল্প কিছুক্ষণের অপেক্ষা তারপরে পেয়ে গেলাম। আগের দিনে একটা ভুল শুধরে শুরুতেই বলেছিলাম অল্প তেলে ভাজতে। গরম গরম রোল হাতে নিয়ে কামড় বসিয়ে দিলাম। শুরুতেই একটা চিকেনের টুকরো মুখে পড়ল। নরম তবে মসলাদার। রুলের মাঝের শসা এবং পেয়াজ এক ভিন্ন ধরনের স্বাদ জুড়ছিল। দামটাও সাধ্যের মধ্যে স্বাদও বেশ ভালো।

1000072920.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png