লজ্জা এবং সমাজে তার গুরুত্ব

in আমার বাংলা ব্লগ2 months ago

নমস্কার বন্ধুরা,

লজ্জা হলো মানুষের মধ্যে থাকা একপ্রকার সূক্ষ্ম আত্মসচেতনতা, যা প্রতিনিয়ত আমাদের ভুল কাজ করা থেকে বিরত রাখে। লজ্জা, আমাদের মনুষ্যত্বের এক সৌন্দর্য, যা সমাজে বসবাসরত প্রত্যেককে শালীনতা ও নৈতিকতার পথে পরিচালিত করে। আমরা যখন কোন অনুচিত বা বিবেকবিরুদ্ধ কাজ করি, তখন আমাদের ভেতরের অপরাধবোধ কাজ করে, সেটার বহিঃপ্রকাশ হিসেবে আমরা লজ্জা পাই। তাই সাধারণ মানুষের চোখে লজ্জা নিজের বিবেকের প্রতিফলন। যেটা আমাদের সামাজিক জীব রূপে এগিয়ে নিয়ে চলে।

আমার মনে হয়, প্রত্যেকের মধ্যে সামাজিক লজ্জা এবং চক্ষু লজ্জা থাকা জরুরি কারণ এটি বহুলরূপে নৈতিক মানদণ্ড রক্ষা করে। যদি মানুষ লজ্জা না পায়, তবে সে মিথ্যা বলতে পারে, অন্যায় করতে পারে, এমনকি সমাজবিরোধী কিংবা বিবেক বিরোধী কাজ করতেও দ্বিধা করে না। সেখানে লজ্জা আমাদের ভেতরে এক ধরণের আত্মনিয়ন্ত্রণের গুণ বজায় রাখে। যাহা পরিবার, সমাজ ও দেশ-দশের শান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন ধরুন, একজন মানুষ যদি রাস্তার মাঝে আবর্জনা ফেলতে লজ্জা পায়, তবে সে সেটা করবে না। তাহলে নৈতিকতার সাথে বিবেকের জয় হলো। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লজ্জা এভাবে আচরণকে শুদ্ধ রাখে, অন্তত কিছু মানুষের ক্ষেত্রে সেটা প্রযোজ্য।

1000125955.jpg

Credit: Pixabay

বর্তমানে লজ্জা বিষয়টি মানুষের চরিত্র থেকে বহুযোজন দূরে সরে চলছে। আজকাল অনেকেই সম্পূর্ণরূপে লজ্জাহীন হয়ে পড়ছে। পথ চলতে গিয়ে এমন বহু মানুষ আমাদের চোখে পড়ে। আমার মনে হয় এর পেছনে বড় একটা কারণ লোভ। মানুষ যখন কেবল নিজের লাভ ও স্বার্থের কথা ভাবে, তখন ন্যায়-অন্যায় বা সম্মান-অসম্মানের চিন্তা করে না। টাকার লোভ, কিংবা ক্ষমতার লোভ, ধীরে ধীরে লজ্জার আবরণকে হারাতে বাধ্য করে। অনেকে লোভের বশবর্তী হয়ে নূন্যতম বিবেচনা বুদ্ধিটুকু হারিয়ে ফেলে। সামাজিক যোগাযোগ মাধ্যম আসবার পরে লজ্জাহীন হওয়াটা আরো বৃদ্ধি পেয়েছে। অল্প চোখ ঘোরালে দেখা যায়, ‘ভিউ’ ও ‘লাইক’-এর জন্য অনেকে এমন সব কাজ করছে, যা সত্যিই লজ্জার। এসবের কারণ সমাজের অবচেতন হয়ে যাওয়া, যা সব স্তরের মানুষকে উশৃঙ্খল করে তুলছে। পিতা মাতা থাকা সত্ত্বেও আমরা অভিভাবক হীন হয়ে পড়েছি।


অতএব, সমাজে সুস্থতা ও শৃঙ্খলা বজায় রাখতে হলে লজ্জা ফিরিয়ে আনা অপরিহার্য। বিশেষ করে চক্ষু লজ্জা। প্রয়োজনে সামাজিক বয়কট করা উচিত। তখনই কিছু মানুষের হুশ ফিরবে, যদিও অনেকের ক্ষেত্রে সেটাও কাজ করবে না। আত্মসম্মান ও বিবেক দূরে সরিয়ে দিয়ে দিনদিন পারদর্শী হয়ে ওঠা সমাজকে জাগ্রত করতে হলে লজ্জাকে ফিরিয়ে আনতেই হবে।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.