সব কাজই ব্যস্ততা নয়, সেটা বুঝে নিতে হবে নিজেকে
নমস্কার বন্ধুরা,
আমার জীবনে আমি একটা বিষয় গভীরভাবে উপলব্ধি করতে শিখেছি সেটা হলো, সব কাজ ব্যস্ততা নয়। আমাদের অনেকের মনে হতে পারে, দিনের বেশিরভাগ সময় কিছু একটা কাজ করলে আমরা “ব্যস্ত”। কিন্তু অসলেই কি সেটা? ব্যস্ততা তখনই অর্থবহ, যখন তা গঠন মূলক হয়, কোনো নির্দিষ্ট লক্ষ্য পথে নিয়ে যায়। সারাদিন ধরে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে, ভিডিও দেখে বা অকারণে ঝগড়া-বিতর্কে জড়িয়ে পড়ে যে ব্যস্ততা তৈরি হয়, তা আসলে মানসিক শূন্যতা বাড়ায়। একটা সময় ছিল যখন আমি নিজে বহুবার এই ফাঁদে পড়েছি। দিনের পর দিন কেটে গেছে, মনে হয়েছে আমি “কাজে আছি”, কিন্তু পরে বুঝেছি, সময়টা নিঃশব্দে হারিয়ে গেছে, কিছুই শিখিনি, কিছুই গড়িনি।
আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকার পর আমার উপলব্ধি হয় এবং তারপর থেকে চেষ্টা করি সচেতন ভাবে সময় ব্যয় করতে। আমি যেকোনো নতুন কাজ পেলে তাতে এগিয়ে যাই, ভাবনা থেকে কাজটা থেকে আমি কিছু শিখতে পারছি। ভবিষ্যতের জন্য আমার নতুন কাজের অভিজ্ঞতা থাকবে। তথাকথিত সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলেছি। ধীরে ধীরে নিজেকে সেইভাবে গড়ে তোলার চেষ্টা করছি।
আমার মতে, ব্যস্ত থাকা মানে শুধু সময় কাটানো নয় বরং সময়কে সঠিকভাবে কাজে লাগানো। নিজেকে সমৃদ্ধ করার কাজ করতে থাকা। যেমন, বই পড়া, নতুন কোনো স্কিল শেখা, বা নতুন কোনো বিষয় নিয়ে শেখার চেষ্টা। যদিও সেসব না হয় তাহলে পরিবার-বন্ধুর সঙ্গে ভালো সময় কাটানো যেতে পারে যেটা আমাদের সম্পর্ক দৃঢ় করতে সাহায্য করবে। মূল কথা হলো, কোয়ালিটি সময় ব্যতীত করা। সেটা কাজের মাধ্যমে হতে পারে কিংবা ভালো সময় কাটিয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ব্যস্ত থাকাটা নিজেকে ভেতর থেকে সমৃদ্ধ করার ভালো সুযোগ। সময় অত্যন্ত মূল্যবান, আর আমরা সেটা কিভাবে ব্যবহার করছি, সেটা আমারই নির্ধারণ করবো। তাই আমি চাই, ব্যস্ততা যেন হয় গঠনমূলক, আত্মোন্নয়নমুখী এবং ভবিষ্যতগামী।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS

Upvoted! Thank you for supporting witness @jswit.