গরম-বর্ষা অতিক্রম করে বিয়ের নেমতন্ন
নমস্কার বন্ধুরা,
বাড়িতে যখন এইবার গিয়েছিলাম তখন মূলত অনেক কটা কাজের মধ্যে একটা কাজ ছিল এক নিমন্তন্ন বাড়িতে সশরীরে উপস্থিত হওয়া। এক পিসতুতো দাদার মেয়ের বিয়ে। এপ্রিল মাসে যখন বাড়ি যাই, সেই সময়ে দাদা নিজে এসে নিমন্ত্রণ করে গেছিল। এমন পরিস্থিতিতে না গেলেই নয়। বিয়ের যেই অনুষ্ঠান বাড়িতে হবে সেটা ছিল আমার বাড়ি থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরত্বে। আগে থেকেই ভেবে রেখেছিলাম সন্ধ্যা হওয়ার পরেই বেরোবো। তাছাড়া আর সেই সময়ে আত্মপরিমাণে ব্যবসা অরণ ছিল যে একটু রাগ না হলে যাওয়াটাই অত্যন্ত চাপের হয়ে যেত। রাত আটটা বাজতেই বেরিয়ে পড়লাম আমরা সদল বলে। ফাঁকা রাস্তা পেয়ে হুশ হুশ করে গাড়ি মাত্র কুড়ি মিনিটেই যাত্রা পূর্ণ করে ফেললো।
বিয়ের দিনই অনুষ্ঠান এবং খাওয়া দাওয়া। সেদিন আমাদের আমার বাংলা ব্লগের চতুর্থ বর্ষপূর্তি দ্বিতীয় দিনের অনুষ্ঠান চলছে কানে হেডফোন লাগিয়ে বিয়ের মধ্যে সবার সাথে কথা বলছিলাম সবাই কানে হেডফোন দেখে একটু ইতস্তত করছিল তবে কর্ম পরম ধর্ম। এটার মধ্যেই আমি এদিক ওদিকে ঘুরছিলাম বিশাল বড় এক হল ঘরের মধ্যে যেখানে বিয়ে খাওয়া দাওয়া সমস্ত কিছু ব্যবস্থা এক জায়গাতেই ছিল। অনেকদিন পরে কোন বিয়ে বাড়িতে গিয়ে বহু আত্মীয়ের সাথে দেখা হল সেইটা একটা বড় পাওনা।
খাদ্য রসিক মানুষ সোজা ছুটে গেলাম। স্টার্টারে শুধুমাত্র চিকেন ললিপপ খেয়ে নিজের পেটকে শান্ত করলাম। কারণ তখন রাত অনেক হয়ে গিয়েছিল। স্টাটার খেয়ে বেশ কিছুটা সময় হাঁটাচলা করলাম, একটা কবিতা আবৃত্তি করলাম। সেইটা শেষ করেই খাবার পাতে বসে পড়লাম, বাড়ি ফিরতো হবে। সেখানেও লাইন দিয়েও জায়গাটা পেতে হল তবে এক পরিচিত থাকার দরুন বসে পড়তে পারলাম। মাটির পাত্রে খাবার পরিবেশন। বেবি নান এবং চানা মসলা দিয়েই শুরু হল। তারপর সাদা ভাত মুগের ডাল আর আলু ভাজা নিয়ে নিলাম।
দ্বিতীয় পর্বের সমাপ্ত হতেই কাতলা কালিয়া চলে এল। কাতলার কালিয়ায় জম্পেশ করে ভাত খেলাম। তারপর এল খাসির মাংস ভাতের থালায় নিয়ে নিলাম ছ পিস মাংস। আহা খাসির মাংসের দারুন সেই স্বাদ উপভোগ করতে আরো ছয় পিস দিলাম তবে সেটা দুইবারে। শেষ পাতে চাটনি পাপড় রসগোল্লা সন্দেশ সবই ছিল। তবে খাবার তালে সেগুলো ছবি তুলতে একটুও মনে নেই।
ফিরতি পথে নিয়ে নিলাম আইসক্রিম তবে এটা একটু ভিন্ন রকমের। আপনারা কি এটাকে কি বলে বলতে পারবেন।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS

Upvoted! Thank you for supporting witness @jswit.
@kingporos, নমস্কার! What a delightful glimpse into a Bengali wedding feast! The vibrant photos truly bring the celebration to life. From the bustling atmosphere to the mouthwatering array of dishes – chicken lollipop, katla kalia, and mutton – it all looks incredibly delicious. Your dedication to both family and your বাংলা ব্লগ activities is admirable. It's great to see how you balance personal commitments with your passion for the community. What's that unique ice cream you had? Do share the name; it looks intriguing! Thanks for sharing your experience. শুভকামনা!