সকাল সকাল ঘাটশিলায়
নমস্কার বন্ধুরা,
টাটানগরে রবিবার সারাটাদিন কাজ করতে কেটে গেল। অনেকের মনে হবে রবিবারে কি কাজ করলাম? যদিও সেটা বেশি খোলসা করলাম না, তবে সারাদিন থানাতে বসে এবং কথা বলেই কেটে গেল, এটুকুই বলতে পারি। সন্ধ্যাবেলার দিকে সমস্যার সমাধান হলো সেই সাথে দীর্ঘ দেড় দিনের দৌড় ঝাপের অন্ত ঘটে গেল। সন্ধ্যের দিকে টাটানগরের হোটেলে উঠে পড়লাম, রেলের হোটেলে রাত যাপন। সন্ধ্যার দিকে ঘরে ঢুকে মনে হচ্ছিল ঘাটশিলার এত কাছাকাছি এসেছি সেখানে একবার ঘুরে গেলে ভালোই হয়। ট্রেনের টিকিট খুঁজতে শুরু করে দিলাম। পেয়েও গেলাম, মঙ্গলবার টিকিট দেখে কেটে নিলাম। সেই সাথে ঘাটশিলায় রাত্রি-ঝাপনের হোটেলের ব্যবস্থা করে ফেললাম। পরদিন খুব সকাল সকাল যাওয়ার জন্য উঠে পড়তে হবে এবং আগের দিন রাতে একটুও ঘুম হয়নি সেজন্য একটু তাড়াতাড়ি শুয়ে পড়লাম। কিন্তু দুর্ভাগ্যবশত বারবার ঘুম ভাঙতে থাকলো রাত ধরে।
খুব সকালে এলার্ম দিয়ে রেখেছিলাম। পাঁচটার সময় ঘুম থেকে উঠে স্নান সেরে ঘর ছেড়ে দিয়ে রওনা হলাম স্টেশনে টিকিট কাউন্টারের দিকে। সেখানে ভিড় দেখে তো অজ্ঞান হওয়ার অবস্থা। উপায় নেই, IRCTC খুলে দাঁড়ালাম, সৌভাগ্যবশত ছটা পাঁচ মিনিটে ট্রেন থাকলেও ট্রেন ছাড়বার পনেরো কুড়ি মিনিট আগেও টিকিট কাটার সুযোগ পেলাম। সিট পেয়ে যাবো এবং টিকিটের লাইনে দাঁড়াতেও হবে না, সেই সুবিধার জন্য ২৫ টাকা বেশি খরচা করাই যায়। টিকিট পেয়ে আমার নির্ধারিত কামরার সিটে গিয়ে বসলাম। যাত্রা মাত্র ৫০ মিনিটের দূরত্ব ৫০ কিমি কিছু কম। যথাসময়েই ট্রেন ছাড়লোও আবহাওয়া কিছুটা শীতল হওয়ায় ট্রেন চলার সাথে সাথেই খুব আরাম পেলাম। রাতে যে ঘুম হয়নি সেটা চোখ বার বারবার জানান দিচ্ছিল, তবুও চোখ বন্ধ করিনি। একটা স্টপেজ পরেই আমাকে নামতে হবে।
ট্রেন শুরুতে কিছুটা ধীরে চললেও মূল স্টেশনের একটু বেরিয়ে যেতেই অনেক জোর গতিতে চলতে শুরু করল। তাড়াতাড়ি ঝাড়খণ্ডের পার্বত্য মালভূমি পার করতে থাকলাম। জনবসতি কি জায়গাগুলো একের পর এক পার করে চললাম। প্রাকৃতিক সৌন্দর্য এখনো অনেকটাই অটুট যেহেতু জনবসতি খুবই কম। ট্রেন কোনরকম বিলম্ব না করেই যথা সময়ে ঘাটশিলা স্টেশনে ঢুকে পড়ল। স্টেশন ফাঁকা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করে তারপর হোটেলের দিকে অগ্রসর হলাম। তবে গা এলানোর সুযোগ নেই, একদিনের মধ্যে পুরো ঘাটশিলা ঘুরে দেখতে হবে।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS






