শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ: চতুর্থ বর্ষপূর্তি

in আমার বাংলা ব্লগ2 months ago

নমস্কার বন্ধুরা,

1000035611.png

Credit: হাফিজউল্লাহ দা

আজ আমার বাংলা ব্লগের চতুর্থ বর্ষপূর্তি। গুটি গুটি পায়ে শুরু হয়ে ব্লকচেনে বাঙালির ভাষা ও সম্মানের পরিপূরক হয়ে ওঠা আমার বাংলা ব্লগের চার বছরের পথচলা পূর্ণ হলো। মাঝের এই পথচলার সবচাইতে গুরুত্বপূর্ণ দিক হল, আমার বাংলা ব্লগ কেবল শব্দ কিংবা ভাষা প্রকাশের মাধ্যম নয়, অগণিত মানুষের জীবন যাপন, আনন্দের উৎস এবং অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার শক্তি। সেই অগণিত মানুষের মধ্যে একজন আমি। আমার বাংলা ব্লগ যেভাবে আমার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে, তা বলার সত্যি ভাষা নেই। আর এই রূপান্তরের পেছনে যাঁর অবদান সবচেয়ে বেশি, তিনি হলেন আমাদের প্রিয় RME দাদা। দাদার নেতৃত্ব, দূরদৃষ্টি ও আন্তরিকতা ছাড়া আমার বাংলা ব্লগ এবং আমরা এতদূর আসতে পারতাম না।

চার বছর আগে, এক অদ্ভুত সন্ধ্যায়, Steemit এর শক্ত পথে ঘুরতে ঘুরতে পেয়েছিলাম আমার বাংলা ব্লগকে। সেইদিন ভাবিনি, আমার বাংলা ব্লগ একদিন আমার জীবনের অপর নাম হয়ে উঠবে। লেখার মাঝে নিজেকে খুঁজে পাওয়ার মধ্যে যে আনন্দ লুকিয়ে আছে, সেটা আমি প্রথম পেয়েছি আমার বাংলা ব্লগের শব্দে, বাক্যে, স্তবকে। কিন্তু এই চার বছরের যাত্রা শুধুমাত্র আমার একার নয়, আমাদের সমবেত পদযাত্রা, যার নেতৃত্বে RME দাদা এবং Blacks।

RME দাদাকে আমি প্রতি সময়ে অভিভাবক হিসেবে পেয়েছি। তাঁর নেতৃত্বে আমার বাংলা ব্লগ একটা পুরো পরিবারে পরিণত হয়েছে। বাঙালিরা বাংলায় লিখতে সাহস পেয়েছে। আমার মত বহু মানুষ আছেন যারা দাদার লেখায় এবং আমার বাংলা ব্লগের হাত ধরে নতুন আলো খুঁজে পেয়েছ, জীবনের অনেক দুঃখ কষ্ট ও হতাশা কাটিয়ে জীবনের দিকে ফিরে তাকিয়েছে। আমি ব্যাক্তিগত ভাবে আমার বাংলা ব্লগ এবং দাদার কাছে কৃতজ্ঞ। আমি এক সময় দিশাহীন ছিলাম, আমার বাংলা ব্লগের ভালোবাসা ও চিন্তার ছোঁয়া আমাকে নতুন করে গড়ে তুলেছে। আমার বাংলা ব্লগকে পেয়ে সাহস পাই, আমার না-বলা কথা গুলোকে লিখতে। জানতে পারি নিজেকে, ভাবতে শিখি নানান কৃষ্টি।

আমার বাংলা ব্লগ শুধু লিখতে শেখায়নি, আমাকে ভাবতে, শুনতে, আর সবচেয়ে বড় কথা, অনুভব করতে শিখিয়েছে। আজ, চতুর্থ বর্ষপূর্তিতে ফিরে তাকালে বুঝতে পারি, আমার বাংলা ব্লগ শুধু কমিউনিটি নয়, আমার পুনর্জন্ম। RME দাদার হাত ধরে এই জন্মের পথচলা এখনো চলছে। যা আরো দীর্ঘ হোক, আরো গভীর হোক।

শুভ জন্মদিন, আমার বাংলা ব্লগ।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

RME দাদাকে আমি প্রতি সময়ে অভিভাবক হিসেবে পেয়েছি।

বড় দাদার মতো এমন একজন অভিভাবক পেয়ে সত্যিই আমরা খুব ভাগ্যবান। যাইহোক আমার বাংলা ব্লগ কমিউনিটি এভাবেই যুগ যুগ ধরে এগিয়ে যাবে,সেই কামনা করছি। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 last month 

দেখতে দেখতে চারটা বছর অতিবাহিত হয়ে গেল আমাদের কমিউনিটির। সত্যি ব‍্যাপারটা দারুণ। দাদার সঠিক নেতৃত্বেই এমনটা সম্ভব হয়েছে বলতে হয়। আমার বাংলা ব্লগকে শুভকামনা। আশাকরি এভাবেই এগিয়ে যাবে।