"পিজ্জা হাট"-এর ক্লাসিক চিকেন পেপারনি এবং ক্লাসিক হার্ব চিকেন ও ক্যাপসিকাম
নমস্কার বন্ধুরা,
দু তিন দিন ডোমিনোজদের পিৎজা খেলাম বেশ ভালই লাগলো। দাম অনুযায়ী যে পরিমাণ এবং কোয়ালিটির পিজ্জা গুলো পেয়েছিলাম সেগুলো সত্যিই দারুণ। সত্যি কথা বলতে বাইরে বিশেষ খাওয়া হয় না তো বিগত কয়েকদিন ধরে একটু মানুষের চাপের জন্য একটু বাইরের খাবার খেয়ে ফেলছি। ইদানিং যেমন সেদিন রাত্তিরে, যখন আমাদের সবার হ্যাংআউট সমাপ্তি হলো তখন ঘুম আসছিল না। রাত্রি যখন দেড়টা বাজে সেই সময়ে চাপ গ্রস্ত হয়ে আমি খাবারের সন্ধান করতে থাকলাম। জমেটো খুলে সেই পিৎজা খুঁজতে থাকলাম। সেদিন কি কারনের জন্য ডমিনোজ বাড়ি পর্যন্ত তাদের ডেলিভারি বন্ধ রেখেছিল। আমি ডমিনোজ এর মতো আরো এক আমেরিকান পিজ্জা চেইন পিজ্জা হাট থেকে অর্ডার করলাম।
পিজ্জা হাটের পিজার দাম, ডমিনোজে থেকে কিছুটা বেশি। তাতে তো সমস্যা নেই। পিৎজা হাটের দুটো সবচেয়ে বেশি বিক্রি হওয়া পিজ্জা অর্ডার করলাম। ক্লাসিক হার্ব চিকেন এবং ক্যাপসিকাম ও ক্লাসিক চিকেন পেপারনি। যেখানে থাকি সেখান থেকে পিৎজা হাতটা অনেকটাই দূরে। এদিকে রাত হয়ে গেছিল, অর্ডার করে পরে ডেলিভারির সময়সীমা প্রায় ঘন্টাখানেকের দেখতে পাচ্ছিলাম। এবং হলো তাই প্রায় ৫৫ মিনিট লাগলো পিৎজা তৈরি হয়ে আমার কাছে পৌঁছতে। ঘুড়িতে তখন প্রায় তিনটে বেজে গিয়েছে। রাত হয়েছে বলে সম্পূর্ণ গেট না খুলেই ফ্ল্যাটের ব্যালকনি থেকে দড়ি ছুড়ে পিজ্জা গুলো নিয়ে নিলাম।
পিজ্জা বক্স গুলো, ছোট্ট ব্যাগের মধ্যে দিয়েছে। ডোমিনজের মতোই এদের পিজ্জা বাক্স। একে একে দুটো বাক্স খুললাম, প্রথমে ক্লাসিক চিকেন পেপারনি তারপর ক্লাসিক হার্ব চিকেন ও ক্যাপসিকাম। ডমিনোজের পিৎজা থেকে একটা বিষয়ে বিশাল ফারাক এদের পিজ্জা রুটিটা অনেকটাই মোটা লাগলো। আসল খেলাটা দেখলাম যখন পিজ্জা ছিঁড়ে খাওয়া শুরু করলাম। পিজ্জা রুটি নয় এ আসলে একটা দোকানের গোলরুটি তার উপরে কিছুটা চিজ ছড়িয়ে দিয়ে কয়েকটা চিকেন পেপারনি দিয়ে দিয়েছে।
ক্লাসিক হার্ব চিকেন ও ক্যাপসিকাম, পেপারনি পিজ্জার থেকে একটু ভালো। রুটিটা আসলে পিৎজার নয়, চিজের মধ্যেও কিছু মিশ্রিত ছিল যার কারণে খুব একটা স্বাদ ভালো লাগলো না। দাম অনুযায়ী, ডমিনজের কোয়ালিটি এবং কোয়ান্টিটিতে অনেকটাই ভালো। তবে প্রত্যেকটা জায়গাতেই খেয়ে দেখার অভিজ্ঞতা জোগাড় করে নিলাম।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
