সমাজে বিবেক ও চক্ষুলজ্জা ফিরিয়ে আনা আশু প্রয়োজন

in আমার বাংলা ব্লগ2 months ago

নমস্কার বন্ধুরা,

বিগত সপ্তাহে আলোচনা করেছিলাম, লজ্জা এবং সমাজে তার গুরুত্ব নিয়ে। সেই ধারাকে বজায় রেখে আলোচনা আরো এগিয়ে নিয়ে চলি, যেখানে বর্তমান সমাজে বিবেক, চক্ষুলজ্জা ও নৈতিকতার ক্রমাবনতি এক গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানুষ দিন দিন উত্তরোত্তর স্বার্থপর, অসৎ এবং দায়িত্বহীন হয়ে উঠছে। যার ফলে আমাদের সমাজে দুর্নীতি, সহিংসতা, মিথ্যাচার ও অনৈতিক কর্মকাণ্ড ক্রমশ বাড়ছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই সমাজে আবার বিবেক বুদ্ধি ও সামাজিক চক্ষুলজ্জা ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি।

আমার ব্যক্তিগত ভাবে মনে হয়, বিবেক ও চক্ষুলজ্জা হলো মানুষের নৈতিক গুণাবলির দুটি স্তম্ভ। চক্ষুলজ্জা যেমন মানুষের ভেতরে এক ধরনের সামাজিক সচেতনতা সৃষ্টি করে, যা অপকর্ম থেকে বিরত রাখে। তেমনি বিবেক মানুষকে ভালো-মন্দের পার্থক্য শেখায় এবং সঠিক পথে চলতে উদ্বুদ্ধ করে। যখন এই দুটি গুণ কমে যায় তখন সমাজে বিশৃঙ্খলা বাড়ে এবং মানুষের পারস্পরিক আস্থা ধীরে ধীরে ভেঙে পড়ে। এই দুই গুণাবলী ফিরিয়ে আনা খুবই জরুরি।

1000125955.jpg

Credit: Pixabay

বিবেক ও চক্ষুলজ্জা ফিরিয়ে আনতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং গণমাধ্যমের সমন্বিত ভূমিকা আশু প্রয়োজন। পরিবারে শিশুকে ছোট থেকেই নৈতিক শিক্ষা দেওয়া দরকার। মা-বাবা যদি নিজের আচরণে সততা ও দায়িত্ববোধ দেখান, তাহলে সন্তান খুব সহজে সেটা গ্রহণ করবে। সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যক্রমে নৈতিক ও মানবিক মূল্যবোধ অন্তর্ভুক্ত করলে সচেতন মনেও সব স্থায়ী ভাবে গেঁথে যায়। দুয়ের সাথে দরকার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইতিবাচক বার্তা ছড়ানো। আমরা সমাজের জায়গা গুলো থেকে এপর্যন্ত করতে পারি।

পরিশেষে, ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে আমাদের সচেতন হতে হবে, তবেই একমাত্র সমাজে বিবেক, চক্ষুলজ্জা ও নৈতিকতার আলো জ্বলবে। যা, একটি সুন্দর, মানবিক ও সুশৃঙ্খল সমাজের ভিত্তি হিসেবে গড়ে উঠবে।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.