৩০ স্টিম পাওয়ার আপ
নমস্কার,
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমি ভালো আছি। আপনাদের সামনে বছরের ৮০ তম পাওয়ার আপ পোস্ট নিয়ে হাজির হলাম।
স্টিমিট যাত্রার পর থেকে পাওয়ার আপ করে চলেছি। যা নিয়মিত ভাবে শুরু করি দিই ২০২২ সালের টার্গেট ডিসেম্বর-২ অংশগ্রহণ করার মাধ্যমে। শুরুতে লক্ষ্য রাখি, ১০,০০০ SP। প্রতিনিয়ত পাওয়ার আপ করে ২০২২ সালের এপ্রিল মাসে ১০,০০০ SP র লক্ষ্য ছুঁই। লক্ষ্যে পৌঁছে সামনের দিকে এগোতে থাকি। যার ফল স্বরূপ ২০২২ সালে আমি ট্রিপল ডলফিন হতে সক্ষম হই। ২০২৩ সালে টার্গেট ডিসেম্বর-৩ চালু হলে প্রথম লক্ষ্য রাখি ২৫০০০ SP র। যা পূর্ন করার পরে নতুন ৩০,০০০ SP র লক্ষ্যমাত্রা নিয়েছিলাম, যা ২০২৩ সালে পূর্ন করে ফেলি। ২০২৪ সালে ৪৫,০০০ SP-র লক্ষ্য মাত্রা স্থির করে টার্গেট ডিসেম্বর-৪ এগোতে থাকি এবং সেই লক্ষ্যে পৌঁছেও যাই। সবকিছু সম্ভব পর হয়েছে ফ্যান্টম দার আশীর্বাদ ও আমার বাংলা ব্লগের ভালোবাসায়।
বছর শুরু হওয়ার পর নতুন লক্ষ্যমাত্রা রেখে এগোতে শুরু করেছিলাম। ইচ্ছে ছিল ২০২৫ শেষ হওয়ার আগে ৬০,০০০ SP পূর্ন করা। যা বছরের সপ্তম মাসে পূর্ণ করে ফেললাম। তারপর লক্ষ্য ছিলো, ৬৫,০০০ SP, যা আজ পূর্ণ হলো। সবই সম্ভব হয়েছে ফ্যান্টম দার আশীর্বাদ এবং আমার বাংলা ব্লগের ভালোবাসা। এই বছরে নির্দিষ্ট কোনো লক্ষ্য রাখছি না, বছরের শেষ পর্যন্ত যতদূর এগিয়ে যাওয়া যায়।
পাওয়ার আপ করার পূর্বে আমার অ্যাকাউন্টে স্টিম পাওয়ার ছিলো ৬৫,২৭৪ SP। পাওয়ার আপ করার পর আমার স্টিম পাওয়ারের পরিমাণ ৬৫,৩০৪ SP।
আমার আজকের পাওয়ার আপ করার মুহূর্ত!
- আজকের পাওয়ার আপের পূর্বে আমার SP ছিলো ৬৫,২৭৪।
- ৩০ স্টিম পাওয়ার আপ করার মুহূর্তে।
- পাওয়ার আপের পর আমার SP হলো ৬৫,৩০৪।
আজকের মতো বিদায় চাইলাম। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো থাকুন। সুস্থ থাকুন। ধন্যবাদ।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS







৩০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে খুবই ভালো লেগেছে দাদা। আমাদের প্রত্যেকের উচিত এভাবে এগিয়ে যাওয়া। আপনার জন্য অনেক শুভকামনা এবং দোয়া রইলো।
আপনি ৩০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ৬৫,৩০৪+ এসপি তে পৌঁছে গেলেন দাদা। খুব ভালো লাগে আপনি নিয়মিত পাওয়ার আপ করেন বলে। আশা করি পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রেখে, এভাবেই অনেক দূর এগিয়ে যাবেন। আপনার জন্য শুভকামনা রইলো দাদা।