পুজো পরিক্রমা ২০২৪: শোভাবাজার বেনিয়াটোলা সর্বজনীন
নমস্কার বন্ধুরা,
শোভাবাজার থেকে অহিরীটোলার দিকে ধীরে ধীরে এগোতে থাকলাম। পথে পড়লো উত্তর কলকাতার ঐতিহ্যবাহী দুর্গা পুজোর মধ্যে একটি, শোভাবাজার বেনিয়াটোলা সর্বজনীন দুর্গোৎসব। যা এ বছর পদার্পণ করল ৭৯ বছরে। ২০২৪ সালে এই পুজোর মূল ভাবনা ছিল বাংলার লোকসংস্কৃতির অমূল্য অংশ যাত্রাপালা ও অপেরা। এক সময় বাংলার গ্রামীণ জনজীবনে যাত্রাপালা কেবল বিনোদনের উৎসই নয়, ছিল সামাজিক বার্তা ও জনসচেতনতার বাহকও। যদিও বর্তমান সময়ে সেসব অতীত হয়ে গিয়েছে। পুরোনো দিনের স্মৃতিগুলোর রোমন্থন করতেই এ বছরে শোভাবাজার বেনিয়াটোলা সর্বজনীনের ভাবনা।
যখন বেনিয়াটোলাতে পৌঁছলাম তখন রাত বেশ গড়িয়েছে মানুষজনের ভিড়ে সেই সময়ে রীতিমতো রাস্তাঘাট জনসমুদ্রে পরিণত। ভিড়ের মধ্যে থেকেই পৌছালাম শোভাবাজার বেনিয়াটোলা সর্বজনীনে। গুটি গুটি পায়ে মন্ডপে ঢুকে পড়লাম। মণ্ডপ সজ্জা থেকে আলোকসজ্জা সর্বত্রই ছিলো যাত্রা, নাট্যচরিত্র, গ্রামীণ শিল্পীদের আবহ। যা ফুটিয়ে তোলা হয়েছিল, যাত্রা অপেরা তে ব্যবহৃত বিভিন্ন ধরনের আসবাবপত্র থেকে শুরু করে জামাকাপড় এবং বিভিন্ন ধরনের সাজ। পুজো উদ্যোক্তারা পল্লিগ্রামে রাতভর যাত্রা দেখার যে রীতি ছিল সেটাকেই যেন তাদের মন্ডপের প্রতিটা অংশে তুলে ধরার প্রচেষ্টা করেছে। ৭৯ বছরের পদার্পণ করে বেনিয়াটোলা সর্বজনীন দুর্গোৎসব নতুন প্রজন্মের কাছে যাত্রাপালার স্মৃতিকে তুলে ধরেছে। আলোকসজ্জা ছিল মন্ডপের সাথে সামঞ্জস্য রেখেই নাটকে যেমন সেখানে মূল মঞ্চে আলোর দেওয়া হয় তেমনি মন্ডপের সঠিক অংশেই আলো দিয়ে সুন্দর আবহ তৈরি করেছিল।
বেনিয়াটোলা মা দুর্গা সারা বছরই অধিষ্ঠিতা। মায়ের প্রতিমা অষ্টধাতুর।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS

Upvoted! Thank you for supporting witness @jswit.