অ্যাড্রিনালিন রাশ!

in আমার বাংলা ব্লগ3 months ago

নমস্কার বন্ধুরা,

কলকাতা ফিরে আসাটা একরকম অ্যাড্রিনালিন গ্রন্থির অতিরিক্ত কর্মের জন্যই সফল হলো। বুধবার রাতের টিকিট কেটে রেখেছিলাম। যদিও প্রাথমিকভাবে মঙ্গলবারে ইচ্ছে ছিল ফিরে আসবার কিন্তু সেদিন টিকিট না পাওয়ায় বুধবার রাতের টিকিটটা কাটি। যথারীতি বুধবার সন্ধ্যে লাগতেই প্রস্তুতি নিতে শুরু করলাম স্টেশন যাওয়ার জন্য। বাড়ি থেকে স্টেশন প্রায় ঘন্টাখানেকের দূরত্ব রাতের দিকে গাড়ি নেই, তাই একটু সময় হাতে রেখেই বেরিয়ে যেতে হয়েছিল। ছটা বেজে চল্লিশ মিনিটে বাড়ি থেকে বেরিয়েছিলাম ছটা পঞ্চাশ মিনিটের বাস ধরবো মাথায় রেখে। রাস্তায় ১০ মিনিট অপেক্ষাটা ধীরে ধীরে ১৫ মিনিট এবং ২০ মিনিট হয়ে গেল। ঘড়িতে তখন সাতটা বেজে গিয়েছে, বুঝলাম বাসের অপেক্ষা করাটা আর ঠিক হবে না। কাছের বাজারে পৌঁছলাম সেখান থেকে কোন ব্যবস্থা হয় কিনা সেই আশায়।

1000027728.jpg

সেখানে গিয়েও কোন কাজ হলো না। শুধু দাঁড়িয়েই থাকলাম। সময় যেন কিছুতেই যাচ্ছিল না এদিকে ট্রেনের ছাড়ার সময় এগিয়ে আসছিল। স্বভাবতই একটা চাপা চিন্তা মনের চারিদিকে ঘোরাফেরা করছিল। আসলে মেঘ ঘিরে বৃষ্টি হওয়ার জন্যই একটু গাড়ি ঘোরার সমস্যা হয়েছিল সেটা বুঝতে পারছিলাম। ধীরে ধীরে সময় এগিয়ে চলল যেখান থেকে ট্রেন ওঠার টিকিট ছিল সেদিকে যাওয়া বাতিল করে বিপরীত দিকের পথটা বাছলাম। কারণ সেদিকে ট্রেন মিনিট তিরিশে দেরি করে পৌঁছায় অর্থাৎ আমি হাতে আরো ৩০ মিনিট বেশি পাবো। বাজার ভর্তি মানুষজনের মধ্যেও নিজের হাত ঘড়ির কাটার আওয়াজটা যেন কানে আসছিল। এ যেন এক অদ্ভুত চিন্তা। ধীরে ধীরে ঘড়িতে পৌনে আটটা বাজলো অপরদিক থেকে শেষ বাসটা এলো। পরিকল্পনা কাছের এক মফস্বল শহর পর্যন্ত পৌঁছে যাওয়া, সেখান থেকে কিছু একটা ব্যবস্থা করে ফেলব।

1000027727.jpg

পাশের মফস্বল শহরটি পৌঁছতে মিনিট কুড়ি সময় লাগলো ঘড়িতে তখন আটটা পাঁচ। সেখানে পৌঁছে দাঁড়িয়ে পড়লাম একটা টোটোতে। রাতে স্টেশনের দিকে যাওয়ার মতন গাড়ি নেই। স্বভাবতই টোটোই ভরসা। টোটোতে বসে অপেক্ষা করতে থাকলাম যদি আরো কোনো যাত্রী আসে কিন্তু কিছুতেই যাত্রী সংখ্যা বাড়লো না। এদিকে টোটোর চালক বারবার বলল টোটোটা রিজার্ভ করে স্টেশন পর্যন্ত পৌঁছতে। মিনিট ১৫ অপেক্ষা করে যখন কোন উপায় পেলাম না তখন বাধ্য হয়ে রওনা হয়ে দিলাম। পথ প্রায় ১২ কিলোমিটার. ধীরে ধীরে অন্ধকারের মধ্যে ছুটতে থাকলাম। চিন্তা কমানোর জন্য চালকের সাথে নানান গল্প করতে থাকলাম, তার বাড়ি, তার পড়াশোনা, তার কর্ম সব নিয়ে নানান গল্প চলল। পথে একটিও যাত্রী পাওয়া গেল না।

1000027726.jpg

ভাগ্যিস সেই সময়টাই বেরিয়েছিলাম। ট্রেন আসবার মিনিট ১৫ আগে স্টেশন পৌছালাম। দীর্ঘশ্বাস ফেলতে পারলাম। স্টেশন পৌঁছে জানতে পারলাম ট্রেন মিনিট ১৫ লেট করে আসছে। চিন্তা মাথা থেকে একদম উড়ে গেল। গান শুনতে শুনতে ট্রেনের অপেক্ষা করতে থাকলাম। ১৫ মিনিট লেটে ট্রেন এলো, তবে আমার কোনো অভিযোগ নেই। সময়টা একরাশ চিন্তা নিয়ে কাটছিল, ট্রেনে উঠে সবটুকুই নিমেষের মধ্যে উবে গেল।

1000027725.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.