বর্ষাকালের অনুভূতি গ্রীষ্মে...

in আমার বাংলা ব্লগ3 months ago

নমস্কার বন্ধুরা,

গ্রীষ্মের শুরুতে যদি বর্ষার অনুমতি পাওয়া যায় তখন কেমন লাগে? অনেকেরই সে বিষয়টা ভালো লাগে আমিও তাদের মধ্যেই একজন। কলকাতা শহর ভ্যাপসা গরম এবং গরম আবহাওয়ার জন্য পরিচিত। যদিও বর্ষাকাল এলে এই শহরের চেহারাই যেন বদলে যায়। আকাশে ঘনকালো মেঘ, হালকা থেকে প্রবল বর্ষণ আর শীতল বাতাস, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। বিগত এক সপ্তাহ কলকাতা চরম মাত্রায় উত্তপ্ত থাকার পরে হঠাৎ করে শনিবার কালবৈশাখী হয়ে কলকাতায় নিম্নচাপ নেমে এলো। সেই থেকেই গত রাত থেকে বৃষ্টি শুরু হল। যখন কলকাতায় সারাদিন ধরে বৃষ্টি হয় তখন আমার মত ঘরে বসে থাকা মানুষের কাছে শহর যেন এক বিষণ্ণ অথচ রোমান্টিক চেহারা নেয়।

1000125218.jpg

আজ অক্ষয় তৃতীয়ার ভোরবেলা থেকেই বৃষ্টি আরম্ভ হয়েছে। সকালবেলা থেকেই আকাশ ছিল মেঘে ঢাকা। সারাদিন সূর্যের দেখা একবারের জন্য হলেও মেলেনি। কখন টিপটিপ বৃষ্টি, কখন সেটা বেড়ে প্রবল বৃষ্টির রূপ নেয়। আর সেই জন্যই ঘর থেকে বেরোতে পারলাম না, তবে সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠে জানালার ধারে বসে গরম চা দারুন একটা সময় কাটিয়েছি। সবচাইতে যে বিষয়টা আমার ভালো লেগেছে সেটা ছিল সারাদিনের তাপমাত্রা একদম স্বাভাবিকের থেকে এখন। মাঝে বৃষ্টি দেখার তাগিদে ঘর থেকে নেমে গিয়ে, পুকুরের মেঘের কালো ছায়া দেখে এসেছিলাম।

1000125217.jpg

কলকাতার সবসময়ই একটু বাজে রকম গরমের মধ্যে দিয়ে কাটায়। তবে এ বছরটা যেন একদমই আলাদা। গ্রীষ্মের শুরু থেকেই কালবৈশাখীর আমেজ শহর ঘিরে রেখেছে। গরম পড়ছে ঠিকই তবে মাঝে মধ্যে বৃষ্টির দমকা কলকাতা শহরকে আবার ঠান্ডা করে দিচ্ছে। আবহাওয়া সুন্দর থাকলে যেকোনো জিনিস কি ভালো লাগে। সকাল বেলা বৃষ্টির ধারাতে চারিদিক ভিকে থাকলেও, দুপুর থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমে যায়। তবে বৃষ্টির কারণে যে শীতলতা নেমে এসেছিল সেটা কিন্তু রয়ে গিয়েছিল। আগামী কদিন বৃষ্টি দেখাচ্ছে। হয়তো এবারের বর্ষা মৌসুম একটু আগেই শুরু হবে।

1000125216.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

গ্রীষ্মে এইরকম বর্ষার দেখা পেলে খারাপ হয় না কিন্তু। বর্ষা আমার বরাবরই বেশ ভালো লাগে। অন্তত গরম থেকে তো রক্ষা পাওয়া যায়। আমাদের দিকে এখনও ঐভাবে বৃষ্টির দেখা পাইনি। আশাকরি খুব দ্রুতই পাব। আপনার লেখা টা ভালো ছিল এবং ছবিগুলো একটা প্রশান্তি দিয়ে যাচ্ছে।