ডোমিনোজের ভেজ পিজ্জা বাহার!

in আমার বাংলা ব্লগ2 hours ago

নমস্কার বন্ধুরা,

বহুদিন অর্ডার করে খাওয়া হয়না। মূলত চিন্তাটা বাইরের খাবারের অস্বাস্থ্যকর হওয়ার জন্যই কিন্তু মাঝেমধ্যে বাইরের খাবার খেতে মন কিছুটা হলেও তো চায়। সেদিন বাড়ি ফিরছি, রাস্তায় জ্যামের কারনে বাস খানা দাঁড়িয়ে আছে। সেই সময়ে জানালার পাশেই দেখি ডমিনোজের একটা ডেলিভারি বয় মোটরবাইক নিয়ে। হয়তো কোথাও পিজ্জা নিয়ে সে যাচ্ছে। মনটা তখন থেকেই উশখুশ করা শুরু করলো। মনে ভাবছিলাম চিজের গন্ধ কতই না সুমধুর। বাকি যতটা পথ এসেছি ততটাই এই বিষয়টা নিয়েই ভাবনা চিন্তা করছিলাম। 😁 আসলে অনেকদিন ধরে বাইরে খাওয়া হয় না। আর হয়তো সেই কারণেই বিষয়টা আরো বেশি মাথায় কাজ করছিল।

1000061142.jpg

বাড়ি ফিরে কোন মতো হাত মুখ ধুয়ে সেদিনের রাত্তিরের খাবারটা পুরোপুরি বাদ দিয়ে দিলাম। তারপর জমাটো ইনস্টল করে সোজা ডমিনোজ খুলে বসেছি। পছন্দের তালিকা তো শেষ হওয়ার নয় তবে যেহেতু সেদিন একটু নিরামিষ খাওয়ার ইচ্ছে করছিল তাই পছন্দসই তিনটে নিরামিষ পিৎজা অর্ডার করে দিলাম। পনির ক্যাপসিকাম দিয়ে এক বিদেশি সসের পিৎজা, মারগারিটা পিজ্জা আর তাদের ক্লাসিক পিৎজা। অর্ডার করে শুধু অপেক্ষার পালা। মাত্র ৪৫ মিনিটের মধ্যে খাবার এসে হাজির। প্যাকেটগুলো হাতে নিজেই গন্ধে মন একদম মাতোয়ার হয়ে উঠলো।

1000061144.jpg

1000061143.jpg

বাক্স গুলো হাতে নিয়ে ঘরে কোন প্রকারে ঢুকে তিনটে বাক্স পেতে পটাপট কয়েকটা ছবি তুলে নিলাম। তারপর একটা বাক্স খুললাম। প্রথমে ডমিনোজ এর ক্লাসিক পিজ্জা খুললাম, যেটাকে বলা যায় একদম সরল পিজ্জা। আহা হালকা চিজের পর্দা আর টমেটোর সসে স্বাদে মুখ নেচে উঠলো। নিমেষের মধ্যে পিজ্জা শেষ করে আমি হাত এগিয়ে দিলাম পনির এবং ক্যাপসিকাম সহ পিজ্জার দিকে। তার উপরে লঙ্কার গুরু আর কিছু ইটালিয়ান হার্ড ছড়িয়ে মুখে বললাম এর ফ্লেভারটা তুলনামূলকভাবে অনেকটাই রিচ ছিল। সাথে ক্যাপসিকাম টা আলাদা ধরনের একটা স্বাদ মুখে পাচ্ছিলাম।

1000061145.jpg

1000061146.jpg

সবশেষে খুললাম মার্গারিটা পিজ্জা। মার্গারিটা চিজের সাথে টমেটো সসের একটা সুন্দর নরম প্রলেপ। খেতে মন্দ ছিল না তবে ক্লাসিক পিজ্জা টাই যেন অনেক বেশি ভালো। সব মিলিয়ে দারুন একটা অভিজ্ঞতা।

1000061433.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

@kingporos, নমস্কার! As soon as I saw this post trending, I knew I had to drop in! Your craving for pizza and the detailed descriptions of each variety have my mouth watering. The photos are fantastic—they really capture the cheesy goodness! I especially appreciate your breakdown of the classic, paneer-capsicum, and Margherita pizzas. It's relatable how a simple craving can lead to such a delightful experience.

Which pizza was your absolute favorite and why? I'm curious to know if our tastes align. Keep up the fantastic posts; I'm already looking forward to your next culinary adventure!