আবহাওয়া পরির্বতন মুহুর্তে
নমস্কার বন্ধুরা,
বাড়িতে যেদিন এসে পৌঁছালাম সেদিন এতটাই পরম খুব ভোরের দিকেও ঘামতে হয়েছে। কলকাতায় যে ধরনের আবহাওয়া দেখি তার তুলনায় উত্তরবঙ্গের আবহাওয়া অল্প শীতল হলেও ভ্যাপসা গরম ভাবটা যেন অতিরিক্তই ছিল। গ্রীষ্মের প্রাথমিক সময়টা পেরিয়ে যাওয়ার পরে যখনই বর্ষাকাল শুরু হয়ে যায় তখনই এমন দিন হয়। যখন রোদের তাপ মাঝারি ধরনের হলেও আদ্রতা এতটাই বেশি হয় যে জীবন কাহিনী করে দেয়। বাড়িতে দুদিন প্রচন্ড ভ্যাপসা গরম বেশি ছিল, যার কারনে ঘরের মধ্যে ফ্যানের তলাতে বসেও ঘেমেছি। রাত্রিবেলায় বিছানা এমনকি বালিশটা পর্যন্ত ভিজে গিয়েছিল।
বাড়িতে আসবার তিনদিন পর থেকে আবহাওয়ায় পরিবর্তন হয়ে গেল। রবিবার দিন দুপুরবেলা যখন প্রচন্ড গরমে ঘামছি সেই হঠাৎ করে আকাশটা কালো হয়ে গেল এবং তার কিছুক্ষণের মধ্যেই টিপ টিপ করে বৃষ্টি শুরু। যেটা কয়েক মুহূর্তের মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টির আবহ নেমে পড়ল। আর মিনিট ১৫ এর মধ্যেই ঝাপসা গরম ব্যাপারটা সম্পূর্ণ উধাও হয়ে গেল।
গ্রামীণ বর্ষার মধ্যে এক ভিন্ন ধরনের স্বাদ আছে, যেটা কলকাতার বর্ষার থেকে একদম ভিন্ন। কলকাতায় বৃষ্টি হলে কিছুটা আবহাওয়া ঠান্ডা হয়ে যায় কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে গভীরতম বৃষ্টিপাত উবে গিয়ে ধীরে ধীরে ফের গরম পড়ে। গ্রামে এই জিনিসটাই ভিন্ন হয়, যখন বৃষ্টিপাত হয় তারপর আগামী দু তিন দিন আবহাওয়াটা বেশ সুন্দর হয়ে যায়। আর এমন ঝমঝমে বৃষ্টি বুঝতেই পারছিলাম যে আগামী ক'দিন শুধু বৃষ্টি থাকবে। এমন আবহাওয়া সত্যিই কি জেগে থাকা যায়? আমার আবার বৃষ্টির আওয়াজ কানে আসলে একটু ঘুম ঘুম পায়। হাঃ হাঃ। তার উপরে এত সুন্দর আবহাওয়ার মধ্যে জেগে থাকতে পারলাম না।
শহরে এই বিষয়টাই পাওয়া যায় না। গ্রামের বর্ষার মধ্যে যে স্নিগ্ধতা রয়েছে, মাটির সোঁদা গন্ধ আছে সেটা শহরের খুব একটা আসেনা।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS

@punicwax here!
@kingporos, your post beautifully captures the essence of a rural monsoon experience in Bangladesh. The contrast you paint between the initial oppressive heat and the subsequent relief brought by the rain is so vivid! I can almost feel the humidity and then the cool, refreshing change. Your descriptions of the " ভিন্ন ধরনের স্বাদ " (different kind of taste) of the rural monsoon versus the city's fleeting coolness truly resonate.
The way you describe the sleepiness induced by the rain's rhythm is wonderfully relatable. And those photos perfectly complement your words, bringing the scene to life.
Thanks for sharing this slice of life with us on the Steemit blockchain. What's your favorite thing to do during such rainy days? I'm sure others would love to share their experiences too! Keep up the great work!
Upvoted! Thank you for supporting witness @jswit.