এলোমেলো আলোকচিত্র 📷
নমস্কার বন্ধুরা,
নতুন আরো এক ফটোগ্রাফির পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রতি সপ্তাহে চেষ্টা করছি আমার গ্যালারিতে থাকা কিছু সুন্দর ছবি আপনাদের সবার সামনে পরিবেশন করার। ছবিগুলো যখন খুঁজতে খুঁজতে পাই তখন নানান স্মৃতির কথা মনে পড়ে। আসলে প্রতিটা ছবির পেছনে লুকিয়ে আছে কোন না কোন ঘটনা। সেইগুলোই যখন একটা পোস্ট আকারে তৈরি করি তখন স্মৃতিগুলোর রোমন্থন করার পাশাপাশি ছবিগুলোকে দেখি আর নিজেই ফটোগ্রাফি গুলোর বাহবা দিই। হাঃ হাঃ। বিগত সপ্তাহের মতোই আজকের যে কটা ছবি আপনারা দেখবেন সবগুলোই বছরের বিভিন্ন সময় তোলা।
কলকাতা ময়দানে গেলে দুটো জিনিস নজরে আসে। কয়েক বছর আগ পর্যন্ত যেটা মূলত ছিল একটাই। ময়দান থেকে আসলে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে পাওয়া যায় সেটা শীতের আবহে খুব সুন্দর লাগে। এই ছবিতে যা দেখছেন আপনারা দেখছেন বাস্তবে আরো বেশি সুন্দর। বিগত শীতে ময়দানে গিয়েছিলাম তখন এই ছবিটা আমার তোলা। ছবিটা আমার খুবই পছন্দের এবং একই সাথে খুবই অপছন্দের। পছন্দের বিষয়টা আপনারা জানলেন আর অপছন্দ হল ময়দান ভর্তি নোংরা। আমরা যারা ঘুরতে যাই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতেও সেখানেও নোংরা করতে ভুলি না।
একটা সময় ছিল যখন ট্রেনে খুব যাতায়াত করতে হতো। কলকাতার আশেপাশে কোথাও কাজে যেতে হলে ট্রেন ছিল আমার সঙ্গী। যদিও এখন সেটা মেট্রো তে পরিবর্তিত হয়েছে। যখন ট্রেনে যাতায়াত করতাম সেই সময়ে আমার ট্রেনের সবচাইতে পছন্দের জিনিসটা ছিল বাদাম। তখন ৫ টাকার কিনে খেতাম এখন সেটা ১০ টাকা হয়ে গিয়েছে পরিমাণে সামান্য বেড়েছে বটে, তবে সেটা না বাড়ারই সমান। এই বাদামের সাথে জড়িয়ে রয়েছে বহু যাত্রা।
একডালিয়া এভারগ্রিনের পুজো মন্ডপের সবচাইতে আকর্ষণীয় দিক হলো ঝাড়বাতি। পুজোর মন্ডপ সেই ঝাড়বাতির আলোতেই ঝলমলিয়ে ওঠে সেই সাথে মন্ডপের অধিষ্ঠিতা মা দুর্গা আরো বেশি উজ্জ্বল হয়ে ওঠেন। একডালিয়া মূলত এই ঝাড়বাতি দেখার জন্যই অনেকে ছুটে আসেন।
শীতে ফুলের চারিদিকে সম্ভার হয়ে ওঠে। সারা শীত জুড়ে এত ফুলের সম্ভার হলেও মাঝেমধ্যে একটু রুগ্ন হয়ে যাওয়া ফুল গুলো দেখলে মায়া হয়। যেমন আমার তোলা ছবিটা । গোলাপ প্রত্যেকটা মানুষের পছন্দের অবশ্যই লাল গোলাপ হওয়া চাই। গোলাপি রঙের গোলাপ আপনাদের কেমন লাগে জানি না তবে আমার তো ভালই লাগে। রুগ্ন হওয়ার কারণে একটু মায়া লাগছিল বটে।
যুগের পরিবর্তন হওয়ার সাথে আমাদের চিরাচরিত কৃষিতেও বেশ কিছু আধুনিক যন্ত্রপাতির সংযোজন ঘটেছে। যার মাপ দৈত্যাকার। নিমেষের মধ্যে তারা কয়েক জন মানুষের, কয়েক দিনের কাজ সেরে ফেলে। সেটা যেমন কৃষকদের সুবিধার জায়গা তৈরি করেছে, তেমনি কৃষিকাজের সাথে যারা রোজগার পেতো তাদের অর্থ উপার্জনের একটা জায়গা হারিয়ে গেছে। সেই দৈত্যের সামনাসামনি দাঁড়িয়ে নিজেকে খুবই ছোট মনে হয়।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS

Upvoted! Thank you for supporting witness @jswit.