আকাশ ভেঙেছে...

in আমার বাংলা ব্লগlast month

নমস্কার বন্ধুরা,

এবছরে বৃষ্টি যেন থামবার নয় প্রতিনিয়ত হয়ে চলেছে। মজার ছলে গতকালকে একজনের সাথে যখন কথা বলছিলাম তখন একটা বিষয়ে তাকে বলি, জুন মাসের যে তারিখে আমি কলকাতায় ঢুকেছি, সে তারিখ থেকে আজ পর্যন্ত প্রত্যেকদিনই বৃষ্টি হয়েছে মাঝে হয়তো একদিন কিংবা দুদিন বৃষ্টি অল্প পরিমাণে হয়েছে কিন্তু কোনদিন বাদ গেছে বলে আমার মনে পড়ছে না। গতকাল থেকে তো রীতিমতো ঝরি লাগিয়েছে। টিপ টিপ টিপ টিপ করে অনবরত বৃষ্টি হয়ে চলেছে যেন খাম্বার কোন ইচ্ছে বরণ দেবতার এ বছরের নেই। গতকাল বেরিয়েছিলাম, যদিও ইচ্ছে খুব একটা ছিল না। কিন্তু কাজ তো আর থেমে থাকবে না। কলকাতার রাস্তায় বর্ষার সময়ে আমার বেরোতে একটি কেমনই লাগে তবে সেই জন্য একটি মোটা পাদুকা জোড়া কিনে নিয়েছি।

1000045796.jpg

1000045802.jpg

সকালবেলা থেকেই হালকা বৃষ্টিপাত ছিল কখনো ঝিরঝিরি কখনো আবার টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। তার মধ্যে থেকেই বেরিয়ে পড়লাম। আমি যে পাড়া টায় থাকি সেখানে বৃষ্টির জল মোটেই দাঁড়ায় না তবে পাড়া থেকে বেরোলেই রাস্তাতেই হালকা-পাতলা জল দেখতে পাওয়া যায়। কোনক্রমে বাসে অটোতে মেট্রোতে চেপে কাজের জায়গায় পৌঁছে গিয়েছিলাম তারপর সেখানে দুপুরের খাবার খেতে গিয়েই দারুন অভিজ্ঞতা হল। বৃষ্টির মাঝে আটকে পড়লাম।

1000045800.jpg

যেখানে কাজ করি সেখান থেকে অল্প কিছুটা দূরে এক জায়গায় খেতে যাই। যখন খেতে বেরোই, তখন বৃষ্টি কিছু সময়ের জন্য থেমেছে। কিন্তু অল্প দূরে গিয়েছি সেই সময় আবার ঝমঝমিয়ে শুরু হল। সে কি বৃষ্টি একটা ছাউনির তলায় দাঁড়িয়ে ও শেষমেষ হাটে ছাতা নিয়ে দাঁড়াতে হলো। বৃষ্টি হিসেবে এই খানিকক্ষণ দেখতে দেখতে প্যান্ট জামার বেশ কিছুটা অংশ ভিজে গেল। ঠান্ডা লাগছিল সেই জন্য হাতে গরম চা তুলে নিলাম। খাবারদাবার আরেকটু পরেই না হয় হবে। আগামী এক সপ্তাহ ধরে এমনই দেখাচ্ছে। জানিনা পরিস্থিতি কবে ভালো হবে তবে বর্ষা আমার খুবই ভালো লাগে।

1000045801.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Wow, @kingporos, your post really captures the monsoon mood in Kolkata! I can practically feel the rain through your words and photos. It's amazing how you've managed to find the beauty and humor in what sounds like a pretty persistent downpour. I especially love the picture of the tea – it looks like the perfect antidote to a rainy day chill. I can relate with the troubles of moving in the rain of Calcutta :D.

Thanks for sharing your experience and the stunning photography. Keep up the great work.