বৃষ্টি রাতের শান্তি!

in আমার বাংলা ব্লগ2 months ago

নমস্কার বন্ধুরা,

সারাদিনের ভ্যাপসা গরমে হাঁসফাঁস করা কলকাতা শহরের বুকে রাতে হঠাৎ করে নেমে এলো তৃপ্তিদায়ক বৃষ্টি। দিনভর রোদের তেজ এতটাই ছিল যে রাস্তার পিচ গলে যাওয়া মতো অবস্থা, সেই সাথে ভ্যাপসা চিটচিটে গরম! যখন ঘাম আর ক্লান্তিতে নাভিশ্বাস ওঠা শুরু করছে তখন মানুষজনের জন্য এক মুহূর্তে স্বস্তির নিঃশ্বাস। কয়েক মিনিটের মধ্যেই আবহাওয়া তফাৎ গড়ে তুললো। জোড়ে জোড়ে মেঘের গর্জন, দুর্দান্ত বাজ আর ঝমঝমিয়ে বৃষ্টি। যদিও আধ ঘন্টার মধ্যেই ফের আকাশ পরিস্কার তবে তার মাঝে শহরের চেনা গলি গুলো ভিজে উঠল জলের ছোঁয়ায়। সারাদিনের গরমে ক্লান্ত হওয়ার পড়ে অবশেষে পেলাম একটু শান্তি। আজকের বৃষ্টি ছিল দেখবার মতো! ঝাপটা দিয়ে ঘর পর্যন্ত ভিজিয়ে দিচ্ছিলো।

1000034305.jpg

সারাদিন ছুটোছুটি, দুপুরে খেতে বেরিয়ে রোদে ঘেমে একেবারে ক্লান্ত হয়ে পড়েছিলাম। কিলোমিটার দুয়েক হেঁটে সমস্ত শক্তি হারিয়ে গেছিল। তার উপর শহরের কোলাহল, যানজট আর ধুলোবালি সবমিলিয়ে যখন ঘরে ঢুকলাম তখন শরীর আর মন দুটোই হাল ছেড়ে দিতে চাইছিল। যখন ঘরে ঢুকেছি মাত্র, সেই সময়ে হঠাৎ বিদুৎতের চমকে চারপাশটা দিনের মতো হয়ে গেলো, তৎক্ষণাৎ ভয় পেয়ে গেলেও মনে বৃষ্টির আসছে সেটা ভেবেই খুশি লাগছিল। মুহূর্তে আকাশ কালো হয়ে এল। টুপটাপ করে নামল বৃষ্টি, তারপর ঝমঝমিয়ে। আহা।

1000034306.jpg

ঘরে যখন ফিরছিলাম তখন মধ্য কলকাতায় গায়ে দুই এক বৃষ্টির ফোঁটা গায়ে পড়ল, তখন ভাবিনি এমন বৃষ্টি হবে। বৃষ্টি আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ। প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য যেমন বৃষ্টি প্রয়োজন তেমনি ব্যস্ত সভ্যতার জীবনেও কিছুটা শীতলতা ফিরিয়ে আনতে বৃষ্টি দরকার। বৃষ্টি নিমিষে সারাদিনের ধুলো, গরম, হাঁপিয়ে ওঠা জীবন, সব ধুয়ে-মুছে দিয়ে জীবনকে নতুন করে দেয়। সবচাইতে খুশি হয় আমাদের মাটি! আর যারা কলকাতার মতন কোন বড় শহরে থাকেন তাদের কাছে বৃষ্টি কখনো ভালো হয় কখনো আবার কখনো সেটা কষ্টের।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

@kingporos, নমস্কার! What a beautifully written piece capturing the essence of that refreshing Kolkata rain! You've perfectly articulated the feeling of relief and rejuvenation after a scorching day. The imagery is so vivid; I could almost feel the rain washing away the dust and heat. Your personal experience of finding solace in the downpour truly resonates.

The way you've connected the rain to both nature's balance and the rhythm of city life is insightful. Thank you for sharing this evocative slice of Kolkata life with us.

Fellow Steemians, have you experienced a similar respite from the weather recently? Share your thoughts and experiences with @kingporos in the comments! And don't forget to show your appreciation with an upvote!