চায়ের কাপে, টায়ের ঝড় 🤪
নমস্কার বন্ধুরা,
পুজোর আগে যেন খরচা কিছুতেই থামাতে পারছিনা। মাঝেমধ্যেই এদিক-ওদিকে গেলে খাওয়ার পেছনে মূলত খরচা করছে। সাধারণত যে কোন জায়গায় আমি গেলে একটা জিনিস নিশ্চিতভাবেই খাই। আসলে খাই কথাটা ঠিক হবে না, পান করাটাই সঠিক শব্দ। কিন্তু আমি যেহেতু বাঙালি সেজন্য চা আমরা খাই। চায়ের পেছনে আমার ভালোবাসা মূলত বাইরে বেরোলেই। সম্প্রতি যেমন যেখানে মাঝেমধ্যে সপ্তাহে কাজে যাই তার পাশেই একটা শর্মা চায়ের দোকান রয়েছে। তবে যেখানে আমি অন্য রাস্তা ধরে যেতাম শর্মার একবার চা খাওয়ার পর থেকে আমি সেই রাস্তাটাই ধরি। সেখানে চায়ের এত ভ্যারাইটিজ রয়েছে শেষমেষ গিয়ে দুধ চা মধ্যম মাপের কাপে পান করি। সেদিন যাওয়ার মোটেও ইচ্ছে ছিল না। কিন্তু আমি একটু সন্ধ্যে হওয়ার আগে বেরিয়ে পড়েছিলাম আমার সাথে আরও একজন বেরিয়ে পড়ে। সেই ঠেলতে ঠেলতে নিয়ে গেছে। সেজন্য আমাকে একটি পয়সাও খরচ করতে হয়নি।
আজ যখন শর্মা টি এর সামনে পৌঁছায় তখন ঘেমে নিয়ে ভিজে গিয়েছি। হঠাৎ করে আবহাওয়া অল্প কিছুটা গরম হয়ে গেছে তাতেই হাঁসফাঁস করছি। কোনদিন শর্মার বাইরে বসলেও আজকে ভেতরেই বসলাম এসিতে আয়েশ করে চা খাবো। চায়ের সাথে টা না খেলে কি হয়? তাই টা খুঁজতে খুঁজতে, মাখন রুটি খাওয়ার স্থির হলো। মাখন লাগানো পাউরুটি চায়ের আগেই চলে এলো। মুখটা উসখুস করতে করতে কয়েক পিস মাখন রুটি খেয়ে নিয়ে মনে পড়ল উহু ছবিটাতে তোলা হয়নি। তাই চারটে রুটির স্লাইস পেলেও সেসময়ে দুটো রুটিরই ছবি তুলতে পেরেছি। হাঃ হাঃ।
মাখন মাখানো রুটি খেতে খেতে চলে এলো চা। ততক্ষণে রুটি অর্ধেক শেষ। এদিকে শুধু শুধু চা খেলে কেমন লাগে। তাই আরো একটা পাউরুটি নেওয়ার সিদ্ধান্ত নিলাম তবে এইবার মাখন নয় দুধের সর লাগানো পাউরুটি। হাতের সামনেই গরমাগরম বানিয়ে দিল। দেখতেও যেমন সুন্দর খেতেও ঠিক ততখানি খাসা ছিল। চায়ের সাথে মাখন রুটিটা যেমন ভালো লেগেছে তেমনি এই সর লাগানোর পাউ রুটিটাও দারুন লাগলো। সাথে চায়ের কথা নাই বা বললাম। হালকা ছোট এলাচের স্বাদ পুরো মুখ জুড়ে। আহা!
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS

পেটে ক্ষুধা টলোমলো করলে তখন তো পিকচার তোলার আর মনে থাকে না দাদা এটাই স্বাভাবিক। তবে চা এর সাথে মাখন মাখানো রুটির সমন্বয় টা দারুন হয়েছে। পিকচার দুটি দেখেই মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। শর্মা টি স্টলে চা খাওয়ার অনুভূতি জানতে পেরে ভালো লাগলো