ব্যর্থতার রবিবার // ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ4 years ago



নমস্কার,

ব্যর্থতা! রোববার দিনটা হয়তো সেভাবেই লেখা ছিলো। ভাবি নি এরম ঘটনা হতে পারে তবে পুরো টুর্নামেন্টে একটি ম্যাচেও জিততে না পারার আদপেই ব্যর্থতা। সপ্তাহ তিনেক আগেও যখন টুর্নামেন্টের কথা জানা গিয়েছিলো আমরা বেশ পজিটিভ ছিলাম। খেলার জন্যই প্রস্তুতি নিয়েছিলাম। মানসিকভাবে প্রস্তুতিটা ঠিক ভাবে নেওয়া না হলেও আসলে তখন আমরা কেউই ভাবিনি আমাদের সাথে এরমটা ঘটতে পারে। নদীর মাছকে যদি তুলে নিয়ে গিয়ে সমুদ্রে ছেড়ে দেওয়া হয় তাহলে নদীর মাছ যেমন খেই হারিয়ে ফেলে আমাদের অবস্থা আজকে সেরমটাই ছিলো। ঐ নদীর মাছের মতোই। কোনোদিক থেকেই আমরা ভিন্ন না।

আমরা সপ্তাহে একদিন মজার জন্য ক্রিকেট খেলি, মাঝেমধ্যে তাও খেলা হয় না। সেখানে আমাদের মতো অপেশাদার দলের সাথে পেশাগতভাবে খেলা দলের খেলা হলে যা হওয়ার ছিলো তাই হলো। চারটে ম্যাচেই হারালাম।

আমরা যেখানে খেলি সেখানেই একটা টুর্নামেন্টের আয়োজন হয়েছিল। প্রথমে ১৬ টিমের কথা থাকলেও শেষে পাঁচ টিমের খেলা হয়। আমরা বেশ কয়েকদিন ধরেই চিন্তা-ভাবনা করছিলাম যে কিভাবে খেলাধুলা করা যায়, তো যাই হোক। আসলে যা হয় আরকি। পড়ার বই থেকে পড়ে গিয়ে পরীক্ষায় সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসলে যা হয়, স্বাভাবিক ভাবেই আমাদের সাথেও সেই রকম হলো।

চারখানা প্রফেশনাল টিমের সামনে আমরা ভালোলাগার জন্য খেলা দল। প্রথম ম্যাচ থেকেই আমার আমাদের খেলার গভীরতা বুঝতে পেরেছিলাম। দাঁড়িয়ে ছুঁড়ে খেলা আর দূর থেকে এসে ঘুরিয়ে বল করার মধ্যে পার্থক্য কতটা রয়েছে, প্রথম ম্যাচের লজ্জাজনক হার সেটা চোখে আঙুল তুলে দেখিয়ে দিলো। দ্বিতীয় ম্যাচে তো আমাদের রীতিমতো ধস নামলো। ১৪৬ রানের লক্ষ্য হাতে নিয়ে মাত্র 45 রানে অলআউট। দ্বিতীয় ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচের আগে আমাদের দীর্ঘ বিরতি, তবে পরপর দুটো ম্যাচ হেরেও আমাদের মধ্যে কোনো প্রকার দুঃখই ছিল না কারনটা আমি জানি না তবে আমরা বেশ খোশমেজাজে ছিলাম।

তৃতীয় ম্যাচে কিছুটা হলেও আমাদের চেষ্টা ছিলো, তবে চতুর্থ ম্যাচে তার ছিটে ফোটাও ছিলো না। যেখানে তৃতীয় ম্যাচ প্রায় জিতেই যাওয়া হয়েছিল চতুর্থ ম্যাচ পুরোপুরি ধরাশয়ী। ভালো খেলতে না পারলেও আমি বেশ কিছুই ছবি তুলেছি।

খেলায় হার-জিত থাকবেই স্বাভাবিক তবে এতটাই হেলায় হারবো সেটা কল্পনাতেও ছিলো না। দূর্ভাগ্যজনক হলেও আজকের ফলাফলমেনে নিতে হবে এগিয়ে যেতে হবে আগামী দিনের আশায়...

Sort:  
 4 years ago 

১৪৬ রানের লক্ষ্য হাতে নিয়ে মাত্র 45 রানে অলআউট।

এইটা পড়ার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না!!
তবে বলবো অবশ্যই ভবিষ্যৎ এ জিত আসবে যদি আপনারা লক্ষ্য ঠিক রাখেন এবং সে অনুযায়ী কাজ করে যান। খেলায় তো অবশ্যই হার জিত থাকবে যদিও হারের পরিমাণটা একটু বেশিই ছিল। তবে সমস্যা নেই সামনে অবশ্যই ভালো খেলবেন।

 4 years ago 

আমরাও তো প্রস্তুত ছিলাম না। অপমানের শেষ নেই। একদিন খেলে কি পেশাদারদের খেলা যায়। 😆

 4 years ago 

এটা কোনো বিষয় না ভাই।ব্যার্থতা থেকে সফলতা আসবে একদিন ইনশাল্লাহ।

ট্রুনামেন্ট এ হারলে একটু কষ্ট হবেই আমার ও লেগেছিল ফাইনালে একব্র হেরেছিলাম ব্যাডমিন্টন খেলে। 😓😓

 4 years ago 

আর টুর্নামেন্ট খেলা হবে না 😆। ফাইনালে হারের আলাদাই দুঃখ হয়, বলে বোঝা যায় না।

 4 years ago 

জি দাদা😞

 4 years ago 

১৪৬ রানের লক্ষ্য হাতে নিয়ে মাত্র 45 রানে অলআউট।

হার এবং জিত দুই মিলেই খেলা।তবে এটি আমার কাছে বেশ হতাশা ও বিস্ময়কর ছিল।কারণ আমি যতদূর জানি আপনারা মাঝে মাঝে ভালোই খেলাধুলা করেন কিন্তু এই বিস্ময়কর হারটি কেমন যেন মনে হলো আমার।ভিডিওটি ভালো হয়েছে।আশা করি ভবিষ্যতের টুর্নামেন্টে আপনারাই জিতবেন।শুভকামনা রইলো আপনার টিমের জন্য।

 4 years ago 

মাঝে মধ্যেই হয় যে, যারা আমাদের বিপক্ষে ছিলো তারা তো পেশাদার। তাই আমাদের ৪ টে ম্যাচ হারা ছাড়া উপায় ছিলো না। 😆

 4 years ago 

খেলায় হারজিত আছে এক দল জিতবে একদল হারবেই,এটাই নিয়ম। তবে খুবই খারাপ লাগলো যে আপনারা মাত্র ৪৫ রানে অল আউট হয়েছেন, এটা সত্যি মেনে নেওয়া যায় না। তার পরেও আমি বলব আপনারা ধৈর্য হারাবেন না এবং কনফিডেন্স নিয়ে পরবর্তীতে ভালো করবেন, এই দুয়াই রইলো ক্রিকেট খেলা আমার খুবই ভালো লাগে। আমিও মাঝে মাঝে ক্রিকেট খেলি।

 4 years ago 

পরবর্তীতে ভালো প্র্যাক্টিস না করে টুর্নামেন্টে খেলাই হবে না নইলে আবার গো হারা হারবো।

 4 years ago 

সত্যি বলতে দাদা খেলায় আসলেই হার জিত আছে।হ্যাঁ কিছুদিন আগেই তো দেখলাম আপনারা জয়লাভ করেছেন। অনেক আনন্দ যখন করেছিলেন সেদিন।মন খারাপ করার কোন দরকার নাই। একবার না পারিলে দেখো শতবার এমন একটা কথা আছে চেষ্টা চালিয়ে যেতে হবে।

 4 years ago 

ওই জয়লাভ তো নিজেদের মধ্যে ছিলো 😆। ১০০০০ টাকা টুর্নামেন্ট, আমরা যা বাজে খেললাম আর হয়তো এইভাবে খেলা ধরা হবেনা।

 4 years ago 

🤭🤭🤭🤭😅

 4 years ago 

খেলাধুলায় হার-জিত থাকবেই তবে একটা ম্যাচ হারার পর কতটা খারাপ লাগে সেটা আমি জানি। ২০১৮ সালের ক্রিকেট মৌসুমটা ঠিক আপনাদের মতই পার করেছিলাম। যার কারণে আমার একটু বাস্তব অভিজ্ঞতা আছে। আশা করি পরবর্তীতে রুখে দাঁড়াবেন এবং ভালো পারফর্মেন্স করবেন। পরবর্তী ম্যাচ গুলির জন্য অনেক অনেক শুভকামনা রইল দাদা।

 4 years ago 

পুরো মরসুম হারের মধ্যে দিয়ে গেলে তো দলই ভেঙে যাবে। আমি টানা দুটো টুর্নামেন্ট হেরেছি তবে টুর্নামেন্টের সব ম্যাচ হারিনি কোথাও। এইবার সেটার প্রথম ছিলো।