অর্থপূর্ণ ব্যস্ততা!
নমস্কার বন্ধুরা,
কর্ম এবং কাজের সাথে ব্যস্ত থাকা নিয়ে দুটি পোস্ট লিখি। যা আমার ভাবনা, আজকে সেই বিষয়টার আরো কিছু গভীরে চলেছি। ব্যস্ত থাকা মানেই কি সত্যি এগিয়ে যাওয়া? আমার দৃষ্টিতে, উত্তরটা খুবই সহজ। আমি মনে করি, যদি ব্যস্ততা অর্থপূর্ণ হয়, যদি তার পেছনে কোনো উদ্দেশ্য কিংবা কাজটির গুরত্ব থাকে, তাহলে সেটাই আমাদের জীবনের গতি বাড়াতে পারে। অলস সময় কাটানোয় যেমন আত্মবিশ্বাস ক্ষয়ে যায়, তেমনি আবার অর্থহীন ভাবে ব্যস্ত থাকাও মানুষকে ক্লান্ত করে তোলে। তাই ব্যস্ত থাকতে হলেও দরকার উদ্দেশ্য, দরকার অর্থপূর্ণ ভাবনা।
জীবনে ব্যস্ত থাকার মানে শুধুমাত্র কাজের পাহাড় হাতে নিয়ে নয়, বরং নিজের লক্ষ্যে প্রতিদিন গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়া। আমি যখনই প্রতিদিন কিছু না কিছু শিখি, একটা ছোট কাজও শেষ করি, তখনই আমি অনুভব হয় যে আমি ‘চলছি’, কাজের তালে এগিয়ে চলেছি। আর সেই চলার মাঝেই লুকিয়ে আছে এগিয়ে যাওয়ার আনন্দ। জীবনের সাথে যত এগোচ্ছি ততই যেন মনে হচ্ছে ব্যস্ত থাকার মধ্যেই বেশি আনন্দ, বেশি সুখ।
অর্থপূর্ণ কাজের মধ্যে ডুবে থাকলে নিজের জন্য তো ভালো হয় তেমনি আরো কিছু বিষয়ে উপকার পাওয়া যায়। আমার অভিজ্ঞতা থেকেই বলতে পারি, ব্যস্ত থাকলে মনের দুশ্চিন্তা অনেক কমে যায়। বাজে চিন্তা ভাবনা মাথায় খুবই কম আসে। কথায় আছে, "অলস মস্তিষ্ক শয়তানের আখড়া"। ফাঁকা মনে আমাদের মধ্যে আজেবাজে চিন্তারা ঘনিয়ে আসে। অযথা চিন্তা ভর করে, সেখান থেকে ধীরে ধীরে আসে হতাশা, উদ্বেগ। কিন্তু কাজে নিজেকে ডুবিয়ে রাখলে, সব কিছুর থেকেই দূরে থাকা যায়। জীবনের কাজের সাথে নিজের কিছু পছন্দ খুঁজে সেটাতেও ব্যস্ত থাকা যায়। বয়স অনুসারে, কেউ পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকুক, কেউবা লেখালেখি করে, যারা ভালো ছবি তুলতে পারে তারা ছবি তুলুক। সেগুলোর মিশেলে মানসিক ভাবে শান্তি খুঁজে পাওয়া যায়। আমার ক্ষেত্রে যেমন আমার বাংলা ব্লগ নিয়ে ব্যস্ত থাকায় আমি আর্থিক ভাবে অনেক স্বাবলম্বী হয়েছি, কাজের প্রতি ভালোবাসা জন্মেছে, ব্লকচেনের মতো টেকনোলজিতে কাজ শিখছি, সেই সাথে আমার নিজের প্রতি আত্মসম্মান বেড়েছে, মানসিক ভাবে শান্ত আছি। তাই কাজ শুধু, কাজের জন্যই নয়। কাজ হোক ভালবাসার।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
Upvoted! Thank you for supporting witness @jswit.