পিজ্জাময় বৃষ্টির রাত
নমস্কার বন্ধুরা,
মাঝরাতে অর্ডার করবার ইচ্ছে হলো। যদিও ইচ্ছাটা প্রশমন করার অনেক প্রচেষ্টা আমার দ্বারা চলছিল কিন্তু শেষমেষ ভয়াবহ বৃষ্টির ফাঁদে সহ্য করতে পারলাম না। কলকাতায় বহু সময় পরে বৃষ্টিহীন একটা গরম দিন। সারাদিন বেশ ভালোই ঘাম হয়েছে, কখনো হাঁটতে গিয়ে, কখনো বসে বসেই। সে নাহয় এক ভিন্ন প্রসঙ্গ। রাতে যখন বাড়ি ফিরছিলাম সেই সময়ও আকাশ বেশ পরিষ্কার ছিল, অন্তত আমার পথের বেশিরভাগটা। বাড়ি ঢোকার কিলোমিটার দূর আগে থেকে হালকা ঝিরঝির বৃষ্টির পেলাম ঘরের ঠিক সামনে পৌঁছতে পৌঁছতে সে কি ঝমঝমিয়ে বৃষ্টি। ভাগ্যিস বাড়ি ঝিরঝিরে বৃষ্টি থাকাকালীনই পৌঁছে গেছিলাম সেজন্য জামা কাপড় অল্প ভিজলেও সেভাবে ব্যাগপত্র ভেজে নি। অল্প ভিজেই মনটা কোন গরম খাবারের ইচ্ছে করছিল।
ঘরে ঢুকে বৃষ্টির জলে ভিজে অল্প শীত করছিল সেই সাথে যেভাবে ঝড়-ঝাপটা দেব বৃষ্টি হচ্ছিল নিমেষের মধ্যেই আশপাশটা এতটা ঠান্ডা হয়ে গেল যে বাধ্য হয়েই জোমাটো খুলে বসলাম। ঘাটতে ঘাটতে মনে হল যে পিজ্জা অর্ডার করলে কেমন হয়। ভাবার সাথে সাথেই গুনে বেচে কয়েক মিনিটের মধ্যে পিজ্জা অর্ডার করে বসলাম। দুখানা ভেজ পিজ্জা আরেকটা চিকেন পেপার বারবিকিউ। মাঝের অপেক্ষাটা যেন কিছুতেই যাচ্ছিল না। অন্যদিনের তুলনায় একটু বেশি সময় লাগলো। যেখানে মিনিট পনেরো কুড়ির মধ্যেই অর্ডার বাড়ি এসে হাজির হয়ে যায় সেখানে প্রায় ৫০ মিনিট লেগে গেল বাড়ি আসতে। যখন পৌঁছেছে তারপর অপেক্ষা করিনি।
তিনখানা পিজ্জা বাক্স বেশ ভারী ছিল। প্রথম দুটো বিচার করলাম যেটা ছিল ক্লাসিক। ডোমিনোজের ক্লাসিক পিজ্জাতে সাধারণ পিজ্জা তার উপরে চিজ ও টমেটো সসের আস্তরণ। স্বাদ বেশ ভালোই। গরবা গরম পিৎজার ওপরে ডমিনোজের দেওয়া চিলি ফ্লেক্স আর ওরেগানো ছড়িয়ে দিয়ে মগ্ন হয়ে গেলাম। কয়েক মিনিটের মধ্যে দু-দুটো পিজ্জা সাবরে দিয়ে আমার একটিমাত্র ননভেজ পিজ্জা, যা কিনা চিকেন পেপার বারবিকিউ। চিকেন টুকরোগুলো বেশ ঝাল ঝাল। আমার উদর পূর্তীর সাথে মনের খিদাটাও কিছুটা হলেও কমিয়ে দিতে পারল।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS

@kingporos, নমস্কার! আপনার মাঝরাতের পিজ্জা বিষয়ক পোস্টটি দেখে জিভে জল চলে এলো! বৃষ্টির রাতে গরম গরম পিজ্জার লোভ সামলানো কঠিন, সেটা আমিও বুঝি। ছবিগুলো দেখে পিজ্জাগুলোর স্বাদ যেন অনুভব করতে পারছি। বিশেষ করে চিকেন পেপার বারবিকিউ পিজ্জাটার বর্ণনা শুনে লোভ সামলানো দায়!
বৃষ্টি ভেজা রাতে আপনার পিজ্জা খাওয়ার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার পোস্টটি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি বিশেষ স্থান করে নিয়েছে। এরকম আরও আকর্ষণীয় পোস্টের অপেক্ষায় থাকলাম। আপনার অন্যান্য বন্ধুদেরও এই পোস্টে আমন্ত্রণ জানাচ্ছি, যাতে তারাও এই সুস্বাদু অভিজ্ঞতার ভাগীদার হতে পারে।
পিজ্জার ফটোগ্রাফি গুলো দেখে তো লোভ সামলাতে পারছি না দাদা। পিজ্জা আমার খুবই পছন্দ। তাছাড়া বৃষ্টির সময় বাসায় বসে বসে পিজ্জা খাওয়ার মজাই আলাদা। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।