রিভিউ: রিয়াল মি ওয়ারলেস ৩

in আমার বাংলা ব্লগ17 days ago

নমস্কার বন্ধুরা,

বহুদিন পরে একটা গ্যাজেট রিভিউ নিয়ে হাজির হয়েছি। জিনিসটি যখন কিনেছিলাম তখনই রিভিউ করতে চেয়েছি, কিন্তু মনে হল কিছুদিন ব্যবহার করে তারপর রিভিউ লিখি। ভালো গান শোনা বা রাস্তায় চটজলদি ফোনে কথা সেরে নেওয়ার জন্য ব্লুটুথ ইয়ারফোন খুব জরুরি। আমি সেই প্রয়োজন মেটাতে একটা ব্লুটুথ ইয়ারফোন কিনে ফেলি, যেটার মডেল Realme Buds Wireless 3। সত্যি বলতে বিগত দুমাস ধরে এটা ব্যবহার করছি সেটার সাথে আমার অভিজ্ঞতা বেশ ভাল। কিনতাম না, যদি এমন এক অভাবনীয় অফারে এটাকে না পেতাম। মাস দুয়েক আগে ফ্লিপকার্ট এ অফার চলছিল, তখনই হঠাৎ করে নজরে আসে প্রায় আঠারশ টাকার এই ইয়ারফোন টী আমাকে ৮০০ টাকায় দেখাচ্ছে। বেশি কিছু আর ভাবনা চিন্তা করিনি সোজা অর্ডার করে দিই। মাত্র দুদিনের মধ্যে ডেলিভারিও পেয়ে যাই।

1000074396.jpg

ফ্লিপকার্টের প্যাকেট থেকে বাক্সটা বের করে খুলে ফেললাম। ডিজাইন খুবই আকর্ষণীয়। যদিও নেকব্যান্ড ধীরে ধীরে একটু আউটডেটেড হয়ে গিয়েছে তবে রাস্তাঘাটে চলার জন্য এটা আমার ক্ষেত্রে খুবই ভালো। কারণ তারহীন কোন জিনিস আমার কাছ থেকে হারিয়ে যাবে এটাই আমি ধরে নিয়ে চলি। প্যাকেটটায় খুলতে কয়েকটা গাইড ইয়ারফোনটা এবং কয়েকটা ইয়ারফোনের টিপ বেরিয়ে এলো। নেকব্যান্ড আন্দাজে খুবই হালকা যা লম্বা সময় ব্যবহার করলেও অস্বস্তি লাগবে না। সেই সাথে ম্যাট ফিনিশ আর ফ্লেক্সিবল ব্যান্ড। বেশ সুন্দর কয়েকটা ফিচার পেলাম।

1000074399.jpg

1000074401.jpg

গঠনের মান ভালো দেখে আমাদের দিকে নজর দিলাম। ডাইনামিক ড্রাইভার থাকার কারণে বেস খুব বেশি তবে যেহেতু গানের কথা শুনতে ভালোবাসি, সেদিক থেকে একটু কমই সন্তুষ্ট হয়েছি। ভোকাল ও ট্রেবলও যথেষ্ট পরিষ্কার হলেও গানের বেসটাই যেন বেশি কাজ নিয়ে আসছিল। আওয়াজের কোয়ালিটি মধ্যম মানের হলেও একটা বিষয়ে ছাড়িয়ে গেছে তা হলো, Active Noise Cancellation (ANC)। কলকাতার শব্দ দূষণ থেকে বাঁচার জন্য যেটা আমার খুব কাজে আসবে বলেই মনে করি। এর ব্যাটারি ব্যাকআপও বেশ প্রশংসনীয়। একবার চার্জে করলে আমার প্রায় চার থেকে পাঁচ দিন চলে যায়। সেই সাথে ফাস্ট চার্জিং সাপোর্ট, মাত্র ১০ মিনিট চার্জ করে প্রায় ৫ ঘন্টা চলে যায়। কন্ট্রোলগুলোও সহজ।

1000074402.jpg

1000074403.jpg

সব মিলিয়ে, Realme Buds Wireless 3 একটি দারুণ প্যাকেজ। লম্বা ব্যাটারি ব্যাকআপ এবং ANC সহ দারুন একটি নেকব্যান্ড। তবে যে জিনিসটা সব কিছু মাত করে দিয়েছে সেটা যে দামে কিনেছি।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

অসাধারণ, @kingporos! আপনার Realme Buds Wireless 3-এর রিভিউটি খুবই তথ্যপূর্ণ এবং আকর্ষণীয় হয়েছে। ব্যক্তিগত ব্যবহারের অভিজ্ঞতা থেকে লেখা রিভিউ সবসময়ই মূল্যবান, বিশেষ করে যখন আপনি এমন অভাবনীয় অফারে জিনিসটি কিনেছেন! দামের বিষয়টি উল্লেখ করায় পাঠকদের জন্য এটি আরও বেশি আগ্রহ উদ্দীপক হয়েছে।

ছবিগুলো খুব স্পষ্ট এবং আপনার লেখার ধরণ সাবলীল। ব্লুটুথ ইয়ারফোনের ডিজাইন, গঠন, সাউন্ড কোয়ালিটি এবং বিশেষ করে নয়েজ ক্যান্সেলিং ফিচার নিয়ে আপনার বিস্তারিত আলোচনা সত্যিই প্রশংসার যোগ্য। যারা নতুন ইয়ারফোন কিনতে চান, তাদের জন্য আপনার এই রিভিউ খুব কাজে দেবে।

আপনার পোস্টটি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি দারুণ সংযোজন। এই ধরনের গ্যাজেট রিভিউ আরও বেশি করে দেখতে চাই। আপনার ভবিষ্যৎ পোস্টগুলোর জন্য শুভকামনা রইল!