এলোমেলো আলোকচিত্র 📷
নমস্কার বন্ধুরা,
আবার আপনাদের সামনে হাজির হয়ে পড়েছি আরো একটি এলোমেলো আলোকচিত্র পোস্ট নিয়ে। যদিও প্রতি সপ্তাহে আমার একটা করে আলোকচিত্রে পোস্ট করবার ইচ্ছে কিন্তু সেটা কিছুতেই হচ্ছে না। আট দিন পরে আমার মনে পড়ছে এই সপ্তাহে আলোচিত্র পোস্ট করতে হবে। বিগত দু সপ্তাহের মতোই এই সপ্তাহেও যে সমস্ত ছবি আপনাদের সামনে তুলে ধরব সেগুলি বছরের বিভিন্ন সময় তোলা সেই সাথে বিভিন্ন স্মৃতির সাথে সেগুলো জড়িত। সত্যি বলতে কোন ছবি শুধু তুলতে হবে বলে তুলেছি, আবার কিছু ছবি ভালো লাগা থেকেই তুলেছি। পরে যখন ছবি বাছাই করতে বসলাম তখন ভালো লাগা থেকেই ছবিগুলো পছন্দ হলো।
সমুদ্রের সূর্য অস্ত যাওয়া সবসময়ই এক মনোরম দৃশ্য। গত বছরে যখন বালেশ্বর গিয়েছিলাম সেই সময়ে বিখ্যাত চাঁদিপুর সমুদ্র সৈকতে বেড়াতে যাই। সেখানের বৈশিষ্ট্য অদ্ভুত, সমুদ্রের ভাটা হলে প্রায় কয়েক কিমি দূরে জল চলে যায়। আবার জোয়ারের সময় জল ফিরে আসে সেখানেই যখন সমুদ্রতটের দিকে ফিরছিলাম সেই সময়ে সূর্য অস্ত যাচ্ছিল। আহা সে কি সুন্দর দৃশ্য।
ধোকলা একটি সুপরিচিত গুজরাটি খাবার। সেই সাথে কলকাতায় খাস্তাকচুরি বলেও একটি বস্তু পাওয়া যায়। তবে এদের থেকেও যেটা বেশি ভালো লাগে সেটা ধোকলার সাথে পাওয়া সেদ্ধ করা কাঁচা লঙ্কা। এটা ঝাল কম হল স্বাদ হয় মারাত্মক রকমের ভালো।
বাড়িতে শীতের সময় বাবা বেশ কিছু ফুলের গাছ লাগান যখনই শীত শুরু হয় রাস্তাঘাটে যেসব বিভিন্ন ফুলের চারা নিয়ে যেসব মানুষ বসেন তাদের থেকেই দু-একটা চারা কিনে বাবা বাড়িতে যত্ন শুরু করে। সেই ফুলের মধ্যে থেকেই ডালিয়া বিশাল মাপে ফুটে উঠেছিল। সেই সাথে ফুলের রংটা, অপূর্ব।
দূরযাত্রার শ্রেণীর এক সময়ে আমার দু মাস অন্তর অন্তর মাঝেমধ্যেই হতো। দিনের ট্রেনে যাত্রা অন্তত রাতের ট্রেনে যাত্রা এটাতো আমার একটা নিত্যনৈমিত্তিক ব্যাপার এর মধ্যেও পড়ে যায়। আর দিনের যাত্রার যে বিষয়টা আমার সবচাইতে নিশ্চিত থাকে সেটা হল ডিম সিদ্ধ খাওয়া। দাম কম, মানে খুব ভালো সাথে পেট অনেকক্ষণ ভরে থাকে।
গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব সার্বজনীনের মন্ডপ ছিল পুরাতন শহরের এক খুব প্রয়োজনীয় যান, রিকশা। যা আজ হারিয়ে যেতে বসেছে। পুরো মণ্ডপ ছিল এক বৃহত্তর রিকশা। যা আসন হয়েছিল মন্ডপের মধ্য, তাতে অধিষ্ঠিতা হয়েছেন মা দুর্গা স্বয়ং সাথে রয়েছে তার সন্তানরা।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS

Upvoted! Thank you for supporting witness @jswit.
সমুদ্রে সূর্যাস্ত এ যেন এই অন্যরকম অভূতপূর্ব দৃশ্য। ফুলের ফটোগ্রাফি টা বেশ দারুণ ছিল। ডিম সিদ্ধ জিনিসটা আমার বেশ পছন্দের। সবমিলিয়ে দারুণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।