বৃষ্টিস্নাত কলিকাতা
নমস্কার বন্ধুরা,
ভারতীয় আবহাওয়া দপ্তর সম্প্রতি জানিয়েছে মৌসুমী জলবায়ু নিয়মে ব্যতিক্রম করে ১ সপ্তাহ আগে ভারতে ঢুকে পড়ছে। সেটা জানান পাওয়া গিয়েছে প্রায় সপ্তাহ খানেক আগে থেকে। বাড়ি যখন গিয়েছিলাম তখন প্রতিদিন অনেকটা সময় বৃষ্টির সম্মুখীন হয়েছি। যখন কলকাতা এলাম সেই সময়ও সারাক্ষণ বৃষ্টি আর বৃষ্টি। কলকাতায় বৃষ্টি, গ্রামের বৃষ্টি থেকে অনেকটা ভিন্ন। গ্রামের বৃষ্টির মধ্যে আছে মাটির সোঁদা গন্ধ, আছে শীতলতা, আর আছে হাঁটু গেড়ে যাওয়ার মতন কাদা। কলকাতায় খুব বৃষ্টি হয়ে গেলে জল জমে যায় সেখানে মাঝে মধ্যে বাস ডুবে পর্যন্ত দেখা গিয়েছে। হাঃ হাঃ। করোনার পরের বছর তেমন বহুবার প্রচুর দেখতে পাওয়া গিয়েছে। বেশ কয়েকবার বাস এবং ছোটখাটো ট্যাক্সিগুলোকে ডুবে যেতে হয়েছে। সেসব না হয় অন্য কথা।
কলকাতায় ফিরে আসার পর থেকে ছুটে বেড়াচ্ছি কাজের জন্য। রাস্তায় অল্প বৃষ্টি পেয়েছি তবে খুব একটা সমস্যা হয়নি। বরং অত্যন্ত গরম থেকে বেঁচেছি। গতকালকে কাজের জন্য বেরিয়েছিলাম সেই সময়ে কলকাতার ভিন্ন রূপ দেখলাম। ওই যে বলেছিলাম কলকাতার রূপ রয়েছে। সেটার মধ্যে কখনো জল জমে থাকা আছে, রাস্তায় নোংরা বালির স্তর আছে, এবং সুন্দরী তিলোত্তমা আছে। বৃষ্টি শেষের পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ।
যখন ঘর থেকে বেরিয়ে ছিলাম সেই সময়ে আকাশটা হালকা মেঘলা থাকলেও আশপাশে এক গুমোট গরম ভাব ছিল। সেটার জন্য সারাদিনই বেশ কষ্ট পেতে হয়েছে তবে একটু বেলা এগিয়ে যেতেই ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো, যা দুপুর হতে হতে ঝমঝমিয়ে শুরু হলো। ধীরে ধীরে বিকেল হতে মেঘ পরিষ্কার হয়ে গেলো, সুন্দর আবহাওয়া আর পরিস্কার আকাশ। যেখানে কাজ করতে যাই, তার ঠিক পাশে একটি বড় অফিস রয়েছে। তার ছাদে ওঠা যায় না ঠিকই তবে বেশ কয়েকবার বিভিন্ন মিটিং এর সময়ে তাদের সিঁড়িতে এসে বসি। মূলত তাদের অফিসের কজন স্টাফদের তাদের সাথে সুসম্পর্ক গড়ে উঠেছে তাই এই সুবিধাটা পাই। আসলে মেঘ কেটে গেলে কলকাতার এক অপরূপ দেখতে পাওয়া যায়, যেটা উপরে না উঠলে দেখতে পাওয়া যায় না।
যেটা ভাবার সেটাই,দেখতে পেয়েছি। কলকাতার পরিষ্কার আকাশের তলায় যে রূপ, সেটা সত্যি অন্য কলকাতার সাথে পরিচয় করিয়ে দেয়।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS

Upvoted! Thank you for supporting witness @jswit.