বর্ষপূর্তিতে $PUSS 🐾🚀
নমস্কার বন্ধুরা,
ঠিক এক বছর আগে যাত্রা শুরু। তারিখ ২৩ আগস্ট, সাল ২০২৪ $PUSS তার যাত্রা শুরু করে আজ এক বছরের পথচলা পূর্ণ করলো। আর বিগত এক বছরে $PUSS শুধুমাত্র একটি ক্রিপ্টোকারেন্সি হিসেবেই নয়, বরং এক নতুন দৃষ্টিভঙ্গির প্রতীক হয়ে উঠেছে। ক্রিপ্টো জগতে যখন বেশিরভাগ কয়েন কেবল হাইপ কেন্দ্রিক হয়, সেখানে $PUSS কে আমরা আলাদা অবস্থান তৈরি করার চেষ্টা করেছি। যেখানে পুরো ক্রিপ্টোকারেন্সি জগতে কোন একটি কয়েনের বিশেষ কাজ খুঁজতে গেলে প্রায় আতশ কাঁচের প্রয়োজন হয়। সেখানে $PUSS বিগত এক বছরের প্রচেষ্টায় নিজের সক্ষমতা ধীরে ধীরে একটি ইউটিলিটি কয়েনে পরিণত হচ্ছে।
যদিও শুরুটা অনেক কঠিন ছিল এবং সত্যি কথা বলতে গেলে এখনো পথ বেশ কঠিন। প্রথমে ধাক্কাটা সামলাতেই অনেকটা সময় কেটে গিয়েছে তারপরে ধীরে ধীরে একটা একটা করে স্তর বানাতে হয়েছে। সেই জন্যই আজকে $PUSS এর ভিত কিছুটা হলেও শক্ত করতে পারা গিয়েছে। সত্যি কথা বলতে বর্তমান সময়েও এখনো অনেকে রয়েছেন যারা আসলেই সার্বিক রূপে ভালো চান না। সেসব অন্য কথা। $PUSS কিছুটা থিতু হলে লক্ষ্য হলো, কমিউনিটি ভিত্তিক গড়ে তোলা হবে। সত্যিকারের ব্যবহার বানানো হবে। বিনিয়োগকারী সক্রিয়ভাবে ব্যবহার করতে পারবে। শুরুটা আনন্দের ছলে হলেও $PUSS কয়েনের সাথে যুক্ত হয়েছে pussteem.com, abb-curation.com এবং steemit-id.com। যার মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি কেবল পাম্প ডাম্প নয়, বরং ব্যবহার যোগ্য এসেট।
বর্ষপূর্তির এই মুহূর্তে পেছনে তাকালে বোঝা যায়, শুরুটা ছিল অনেকটা স্বপ্নের মতো। কিন্তু আজ তা বাস্তবে রূপ নিচ্ছে। আগামী দিনে $PUSS কয়েন শুধু একটি ডিজিটাল কয়েন হয়েই থাকবে না, বরং মানুষের সমন্বয়ে গড়ে এক বিকল্প কয়েন রূপে হয়ে ওঠার বিশেষত্ব রাখে। আমার কাছে এই সবগুলো অভিজ্ঞতা একদম নতুন। জীবনে ইচ্ছে ছিল কোন কয়েনের সাথে কিছু সময় হলেও তার জন্ম কাল থেকেও যুক্ত থাকব। সেরকমই এক অভিজ্ঞতা আবার হলো। দাদা ছিল বলেই সবটা সম্ভব হয়েছে। এত ওঠানামা, সহ্য করার জন্য অনেক শক্ত মানুষের প্রয়োজন হয়। যেটা আমরা পেয়েছি।
প্রথম বর্ষপূর্তি কেবল উদযাপন নয়, বরং $PUSS নিয়ে আত্মবিশ্বাসের প্রতীক। আমরাও যে করে দেখাতে পারি সেটার এক প্রমাণ স্বরূপ। জানিনা ভবিষ্যতে কি হবে তবে এত ভালো অভিজ্ঞতা সত্যিই সারাটা জীবন মনে থাকবে।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS

Upvoted! Thank you for supporting witness @jswit.
Wow, @kingporos! This post is fantastic! It's so inspiring to see the journey of $PUSS over the past year. Celebrating a cryptocurrency's anniversary, especially one that's striving to be more than just hype, is truly commendable. The evolution from a simple meme token to a utility coin, integrated with platforms like pussteem.com and steemit-id.com, showcases real dedication and vision.
I'm particularly impressed by the emphasis on community and practical use. It's refreshing to see a project aiming to create a valuable asset for its investors. Thank you for sharing this milestone with the Steemit community! I'm excited to see what the future holds for $PUSS. I am resteeming this post so more people can engage with your content! Best of luck!