ব্রেভিসের বিধ্বংসী ব্যাটিং ঝড়!

in আমার বাংলা ব্লগ6 days ago
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

Dewald Brevis Celebrates Century Victory.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। এই মুহূর্তে অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকার মধ্যে টি২০ সিরিজ খেলা চলছে। যার প্রথম ম্যাচটি গতদিন পরশু হয়ে গিয়েছে এবং তাতে অস্ট্রেলিয়া ভালো ব্যাটিং এবং ফিল্ডিং এর বিনিময়ে দারুন জিত অর্জন করে ফেলে। গতকাল এই সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচ খেলা হয়েছে। এই ম্যাচটি একটা রোমাঞ্চকর ম্যাচের মতো খেলা হয়েছে। এই ম্যাচে অস্ট্রেলিয়া টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল, আসলে ডারউইন এর পিচে নরমালি যদি রেকর্ড দেখা যায়, তাহলে এখানে ৯০ শতাংশ ব্যাটিং এর দিকে সাপোর্টিড।

অস্ট্রেলিয়া এমনিতেই তারা বোলিং এর ক্ষেত্রে যা ভালো করে তা খারাপ না, কিন্তু ফিল্ডিং তাদের বেশ কড়া থাকে। বিশেষ করে ম্যাক্সওয়েল এরা বেশ উড়ে উড়ে ঝাঁপ দেওয়ায় পারদর্শী। তো যাইহোক, সাউথ আফ্রিকা আগে ব্যাটিং করতে নেমে একপ্রকার কিছুটা হতাশা মূলক ব্যাটিং করে। সাউথ আফ্রিকার যে দুইজনকে বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে দেখা যায়, এই দুই ম্যাচেই তাদের ব্যাটিং পারফরম্যান্স ভীষণ ডাউন। মূলত ওপেনে এসে তাদের এই হতাশা মূলক ব্যাটিং এর জন্য রান রেট ভীষণ খারাপ থাকে।

তারপরে যে ব্যাটসম্যান আসলো, তার অবস্থাও অনেকটা একই। সাউথ আফ্রিকার বলা যায় প্রথম ৭ ওভার রান একদম তলানিতে ছিল। দেখে মনে হচ্ছিলো, এই রান ১২০ তে গিয়ে আটকে যাবে। তবে এই ম্যাচের রূপ যে মাত্র ৫-৬ ওভারের মধ্যে চেঞ্জ হয়ে যাবে, সেটা ভাবা যায়নি। আসলে কথিত আছে, গোল বলের কথা কিছুই বলা যায় না। আর তার থেকে বড়ো কথা কখন কোন ব্যাটসম্যান বিধ্বংসী হয়ে ওঠে তা বলা মুশকিল। তেমনই ব্রেভিস নামের একজনই পুরো ম্যাচের রূপ বদলে ফেলে।

এসেই যেনো বাউন্ডারি আর বাউন্ডারি, মাঝে মাঝে যেনো বোলাররাই দিশেহারা হয়ে যাচ্ছে যে কোথায় আর কোন ফরম্যাটে বল করলে আটকানো যায় । কিন্তু এমনভাবে শুরু করেছে, সে থামার নাম নেই, পুরো বিধ্বংসী ব্যাটিং যাকে বলে । যেখানে রান হচ্ছিলো না, সেই রান কিভাবে ২০০ ছাড়িয়ে গেলো, তা একটা সাউথ আফ্রিকার কাছে দুঃস্বপ্নের মতো ছিল। একাই ৬০% রান কভার করেছে। ১২৫ রান করেও অপরাজিত ছিল এই ব্যাটসম্যান। তো যাইহোক, অস্ট্রেলিয়ার সামনে একটা বিশাল রানের টার্গেট খাড়া করে দিয়েছিলো।

এই পিচ যতোই ভালো হোক না কেনো, এই রান একটা ব্যাটসম্যানদের উপরে পেসার সৃষ্টি করে। অস্ট্রেলিয়া চেজ করতে নেমে সব পরপর যেনো ধস নামার মতো অবস্থা। মিশেল মার্শ খেলছিলো মোটামুটি, কিন্তু সেও টিকে থাকতে সক্ষম হয়নি। তার পরের থেকে গণ হারে ধস নামতে শুরু করে। এক ডেভিড একটু রান করে, তবে সেটাও কোনো কার্যকরী রান ছিল না। একদম বাজে ফর্মে খেলা হচ্ছে সব। ম্যাক্সওয়েল এর অবস্থা বর্তমানে খুবই খারাপ।

ফ্লপ খেলছে প্রত্যেকটা ম্যাচ। এর একটা সুবিধা হচ্ছে, ব্যাটিং এ এই মুহূর্তে কিছু পারফর্ম করতে না পারলেও বল হাতে আর ফিল্ডিং বেশ ভালো করছে। তো যাইহোক, অনেকটা রানে হারতে হয়েছে এই ম্যাচ অস্ট্রেলিয়াকে । ১৭ ওভারেই ইনিংস শেষ হয়ে যায়। সমতা এক হওয়ায় একটা ভালো হয়েছে যে, পরের ম্যাচটা দুই টিমই ভালো খেলবে আর জেতার জন্য আপ্রাণ চেষ্টা করবে সিরিজ হাতে নিতে হলে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Absolutely electrifying cricket analysis, @winkles! আপনার লেখাটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো! You've perfectly captured the rollercoaster of emotions from that Australia vs. South Africa T20 match. Dewald Brevis's explosive innings truly turned the game on its head – a proper game-changer!

The way you describe the shifts in momentum and the individual performances is captivating. It's great how you highlight both the batting brilliance and the fielding prowess. That Maxwell catch must have been something!

This post is a must-read for any cricket fan. What are your predictions for the final match of the series? I'm eager to hear what others think about Brevis's future in international cricket! Let's discuss!