একটা ধ্বংসাত্মক পারফরম্যান্স!

in আমার বাংলা ব্লগ2 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000058564.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গত পরশু দক্ষিণ আফ্রিকা আর ইংল্যান্ড এর মধ্যে তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচ ছিল। এমনিতেই এই সিরিজ দক্ষিণ আফ্রিকা জিতে নিয়েছে। তারপরেও এই ম্যাচ যেনো কিছুটা ঐতিহাসিক ম্যাচের মতো হয়েছে। দক্ষিণ আফ্রিকা হারলেও এই ম্যাচে তেমন কোনো ইফেক্ট পড়বে না, তবে হ্যাঁ পয়েন্ট তালিকায় ইফেক্ট পড়ে, যদি খুব বেশি রানে হারে। তবে ইংল্যান্ড কিন্তু এই ম্যাচে মরণপণ চেষ্টা করেছে জেতার জন্য, কারণ এটা হারলে পুরো হোয়াইটওয়াশ হয়ে যাবে। পুরো ম্যাচে নীল খাওয়া মানে বড়ো টিমের কাছে একটা লজ্জাজনক হার।

এর আগে একটা ম্যাচ নিয়ে বলেছিলাম, সেটা সম্ভবত দক্ষিণ আফ্রিকা আর কাদের যেনো একটা ম্যাচ ছিল, সেটাতেও একদম সেম এইরকম পরিস্থিতির খেলা হয়েছিলো। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা টস জিতে পরে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় । আসলে এই ম্যাচটা যে পিচে খেলা হয়েছে, তা অত্যন্ত ব্যালান্সড একটা পিচ ছিল। এমনিতে নিউ বলে পেসারদের ক্ষেত্রে সবসময় সুযোগ থাকে ব্যাটসম্যানদের কাবু করার জন্য। এক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার পেসার বোলাররা একটু সুযোগ কাজে লাগাতে পারলেও পরের দিকে ম্যাচ যতো অগ্রসর হয়েছে, ততোই ব্যাটসম্যানদের সুবিধা হয়েছে।

ব্যাটসম্যানরা যেনো ধ্বংসলীলা শুরু করে দিয়েছিলো। এমনিতেই এই ম্যাচের শুরু থেকে অর্থাৎ বিশেষ করে ১০ ওভারের পরের থেকে বিধ্বংসী ব্যাটিং করেছে ইংল্যান্ড এর ব্যাটসম্যানরা। স্মিথ বেশ ভালো শুরু করেছিলো। ডাকেটও দারুণ বিধ্বংসী ব্যাটসম্যান, মোটামুটি এ যদি এই ম্যাচে থেকে যেতো, তাহলে দক্ষিণ আফ্রিকার বোলারদের কাঁদিয়ে ছাড়ত। এমনিতেই গোটা ম্যাচে কাঁদিয়ে ছেড়েছে। স্মিথ যেটুকু সময় ওপেনে খেলে গিয়েছে, ততটুকু সময়ে বিধ্বংসী ব্যাটিং হয়েছে। অবশেষে ফুল শর্ট খেলতে গিয়ে মহারাজের বলে ক্যাচ তুলে দেয়, যদিও বলটা অনেক বেশি ঘূর্নন ছিল আর শর্ট পিচ ছিল। যাইহোক ওপেন এর দিকে স্মিথ যা খেলার খেলে দিয়েছে, তবে সাথে রুট এর সঙ্গ পেয়েছিলো ভালো।

রান ঝড়ের বেগে দ্রুত গতিতে উঠেছে পরের দিকে। রুট টানা খেলে গিয়েছে আর সেঞ্চুরি করে আরেকটা মাইলফলক অর্জন করেছে। এখানে সাথে আরো একজন যেকব ব্যাথেল দারুণ খেলে গিয়েছে। যেকব এর খেলা এর আগে তেমন আমি দেখিনি, কিন্তু এই ম্যাচে যেনো একটা বিধ্বংসী সিরিজ খেলে দিয়েছে। মোটামুটি এরা তো সবাই একটা ভালো রানের পর্যায়ে নিয়ে তুলে দিয়েছিলো, কিন্তু লাস্ট ফিনিশিং ছিল অসাধারণ অর্থাৎ বাটলার এসেও প্রতিটা বলে মেরেছে। ফলে চূড়ান্ত ফলাফল হয়েছে পাহাড় সমান রান, এই রান চেজ করা এমনিতেই তো মুশকিল আর ইংল্যান্ড যে চাপ দিয়েছে বল এবং ফিল্ডিং এর দিক থেকে, তাতে দক্ষিণ আফ্রিকা প্রথম দিকেই কুপোকাত।

এইরকম অবস্থা যে কারো অন্তত ৩০ টা রান পার হয়নি। ইংল্যান্ড মারাত্মক সিরিয়াস খেলেছে লাস্ট ম্যাচ। একদম ৫০ ওভারের ম্যাচ ২০ ওভারে শেষ। মাত্র ৭২ রানের এই ইনিংস, একটা অকল্পনীয় ম্যাচ ছিল এটা দক্ষিণ আফ্রিকার জন্য। এটা কেউ আশা করতে পারেনি যে, ৪০০ রানের টার্গেট-এ এমন ম্যাচ হবে। পুরো ৩৪২ রানে গো-হারা যাকে বলে। ইংল্যান্ড গত দুই ম্যাচে যা খেলেছে, তার থেকে এই ম্যাচে সব পরিপূর্ণ করে ফেলেছে অর্থাৎ পয়েন্ট এই একটা ম্যাচেই পূরণ করে ফেলেছে। কিন্তু এখানে দক্ষিণ আফ্রিকা সিরিজ জিতলেও লাস্ট ম্যাচে পয়েন্ট নষ্ট করে ফেলেছে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Absolutely fantastic post, @winkles! It's great to see such passionate sports analysis on Steemit. Your breakdown of the South Africa vs. England ODI match is incredibly engaging, especially how you highlighted the turning points and key performances of players like Smith, Root, and Baethal.

The way you captured the intensity of England's performance and the unexpected collapse of South Africa is compelling. Your concluding thoughts on the match's impact on the series and point standings are spot-on. It's posts like these that make the Steemit community vibrant and engaging.

Keep up the excellent work! I'm eager to read more of your sports analyses and perspectives. To other readers, what were your thoughts on this match? Share your opinions and let's discuss in the comments!