এলোমেলো আলোকচিত্র ( পর্ব ৫৬ )

in আমার বাংলা ব্লগ10 days ago
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

আজকে আপনাদের সাথে কিছু এলোমেলো আলোকচিত্র শেয়ার করে নেবো। এই আলোকচিত্রগুলো তুলেছিলাম বর্তির বিলের থেকে। এখানে জলে কিছু নৌকার দৃশ্য দেখা যাচ্ছে। এখানে এইরকম নৌকার দৃশ্য এর আগে দুটি পোস্টে শেয়ার করেছিলাম। এখানে আগে যেমন বলেছিলাম যে, নৌকায় করে বর্ষাকালে সবাই ঘুরতে পছন্দ করে। বিশেষ করে শহরের লোকজন। তবে এখানে আরো একটা বিষয় আছে, যেমন- এখানে এরা আসলে শুধু কিন্তু নৌকা চালায় না, এরা মাছ ধরার কাজটাই মেইন করে আর তার পাশে এই পেশাটা বেছে নিয়েছে। তবে এই নৌকায় করে ঘুরে বেড়াতে বেড়াতে আরেকটা মজার বিষয় হলো, শাপলা তোলা। এর মতো আসলে আর আনন্দের বিষয় হয় না নৌকায় করে ঘোরা আর এইসব তোলা।

Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্রগুলো তুলেছিলাম গ্রামের দিক থেকে। তবে এটি বাংলাদেশের একটি অজানা গ্রাম। যেদিন গ্রামের দিকে গিয়েছিলাম, সেদিন বিলের দিকে গিয়েছিলাম। গ্রামের এই সবুজে ঘেরা প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে আমার মনটা আনন্দে ভরে যায়। আর সেই সময় ছিল একেবারে ধান কাটা বা মাঠের থেকে উঠানোর সময়। মাঠের সোনালী পাকা ধানের দৃশ্য যেনো আরো বেশি মনমুগ্ধকর লাগে। আর সবথেকে ভাল লাগে এই পরিস্থিতিতে বিলের পথে যদি ধান কাটার দৃশ্যগুলো দেখা যায়। আমি জাস্ট এখানে গিয়ে শুধু প্রাকৃতিক দৃশ্য দেখে হারিয়ে গিয়েছিলাম সবুজতার মাঝে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্রগুলো তুলেছিলাম ময়দান এর ভেতর থেকে। শীতের বিকেলে ময়দান এর ভেতরে সবথেকে বেশি সৌন্দর্য উপভোগ করা যায়। ময়দান এর মাঠ আসলে অনেক বড়ো একটি মাঠ, এখানে এই ময়দান গড়ের মাঠ নামেও পরিচিত। এখানে বিকেলে গেলে অনেক প্রকারের বিষয় দেখা যায় অর্থাৎ যে যার মতো জায়গা তৈরী করে নিয়ে খেলাধুলা করতে থাকে এবং সেটা যেকোনো কিছু। আবার এখানে ঘোড়ার পিঠে যদি উঠে ঘুরতে চাওয়া হয়, তাও ঘোরা যায়। এখানে ঘোড়ায় চড়ার প্রশিক্ষণও অনেক সময় দিয়ে থাকে। এখন ময়দান এর অবস্থা খুব খারাপ অর্থাৎ বৃষ্টির জেরে ঘাস উঠে তেমন একটা পরিবেশ ভালো নেই।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্র তুলেছিলাম বই মেলা থেকে। এর আগেও একবার একটি পোস্ট করেছিলাম এই বই মেলা নিয়ে। বই মেলা বলতে আমাদের লোকাল বারাসত এর দিকে একটা হয়ে থাকে ছোটো করে,যেটা গত দুই বছর ধরে হচ্ছে। দ্বিতীয় দিন আমরা সবাই গিয়েছিলাম আর যদিও এখানে বই মেলায় তেমন বই বেশি একটা উঠিনি, তাও মোটামুটি ৪০-৫০ টার উপরে বই কেনা হয়েছিলো। এখানে বই মেলা হলেও আসলে বেশি মজার জন্য আয়োজন করা। এইসব কিছু করলে একটা রাতের দিকে বিনোদনের মাধ্যমে সবাইকে মজা দিয়ে থাকে। আসলে ছোটো পরিসরে হওয়া সত্বেও অনেক ভালো করেছিলো প্রথমবারের তুলনায়।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  
 9 days ago 

আপনার তোলা ফটোগ্রাফি গুলি দেখে বিমোহিত হয়ে গেলাম দাদা। নদীর ফটোগ্রাফি এবং সব সোনালী ধান ক্ষেতের ফটোগ্রাফি এগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সবথেকে বড় বিষয় হলো আপনার পোষ্টের প্রত্যেকটা আলোকচিত্র বর্ণনা গুলি খুবই সুন্দর হয়েছে।

 8 days ago 

নদীর পাড়ের দৃশ্যগুলো খুবই সুন্দর হয়েছে। এরকম দৃশ্য দেখতে অনেক ভালো লাগে। আর বইমেলায় যেতেও সত্যি অনেক ভালো লাগে। আপনার শেয়ার করা ফটোগ্রাফি দেখে ভালো লাগলো দাদা।

 8 days ago 

কিছুদিন আগে আমাদের এখানেও বইমেলা অনুষ্ঠিত হয়েছিল। বই মেলায় গিয়ে চমৎকার ছবি তুলেছেন দাদা। আর চমৎকার ছবিগুলো দেখেও ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।