এলোমেলো আলোকচিত্র ( পর্ব ৫৫ )

in আমার বাংলা ব্লগ18 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

আজকে আপনাদের সাথে কিছু এলোমেলো আলোকচিত্র শেয়ার করে নেবো। এই ছবির সাথে সাথে কালী পুজোর সমস্ত মুহূর্ত শেষ হয়ে যাবে। তো সব শেষে ওই একই প্যান্ডেল এর এই দৃশ্যগুলো তুলেছিলাম। এখানে কালী মায়ের কিছু দৃশ্যের মুহূর্ত রয়েছে। যদিও এখানে মূর্তিটি ছোটো আকারে তৈরী করা, কিন্তু সবকিছু মিলিয়ে সাজানোর কারণে দেখতে আরো বেশি সুন্দর লাগছে। সম্মিলিত ভাবে মায়ের মুখ এবং শিব ঠাকুরের মূর্তিটি দারুণ লাগছে। আর সাথে ব্যাকগ্রাউন্ড এর যে নকশা, তাতে আরো বিষয়টা সুন্দর ফুটে উঠেছে। এছাড়াও মায়ের মূর্তির পাশে দেওয়ালে বেশ কিছু নকশা করা আছে, যা ঝুড়ি এর মাধ্যমে ফুটিয়ে তুলে ধরা হয়েছে। এখানে ডিজাইন এর সাথে সাথে পুতির বিষয়টাও অ্যাড করেছে। সব মিলিয়ে দেখতে অসাধারণ লাগছে। এইটা ছোটো একটা কালী মায়ের যে পুজো করা হয়ে থাকে, সেখানে লাগানো, যাতে মণ্ডপ এর সৌন্দর্যটা দারুণ লাগে।


Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্র তুলেছিলাম মায়াপুর থেকে। এখানে এই সৌন্দর্যটা অসাধারণ লাগে, বিশেষ করে বিকেলের মুহূর্তে। এখানে এই পদ্ম ফুলের মতো যে ডিজাইনগুলো করা আছে, এইগুলো দেখতে এমনিতেই খুবই সুন্দর লাগে। তবে এর সৌন্দর্য শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ না, যখন জল এর ফোয়ারা দেখা যায় এগুলোর মাধ্যমে, তখন বিষয়টা আরো বেশি সুন্দর লাগে। বিকেলের মুহূর্তে এটা একটা অসাধারণ দর্শনীয় স্থান। এখানে বিকেলে এইটা দেখার জন্য অনেক মানুষের ভিড় জমে। তবে বেশিরভাগ ক্ষেত্রে সব সেলফিতে বেশি ব্যস্ত থাকে। তবে আমার কাছে এই বিষয়গুলো চোখের সামনে দেখে বেশি ভালো লাগে, কারণ এইরকম সৌন্দর্য বা মুহূর্তগুলো ফিল করতে পারলে দারুণ লাগে।


Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্র তুলেছিলাম বই মেলা থেকে। এটা আমাদের বারাসত চত্বরে হয়ে থাকে। তবে কলকাতার মতো এতো বড়ো করে হয় না। কলকাতায় যেমন এক মাস ধরে হয়, তেমন এখানে ৪-৫ দিনের মধ্যে শেষ হয়ে যায়। তবে এখানে যেটা হয়, সেটা হলো সাংস্কৃতিক অনুষ্ঠান বেশি হতো। বেশ মজা হতো তবে, বলতে গেলে এই বই মেলার মূল যে আকর্ষণ ছিল, সেটা এই গান এর মাধ্যমে। যদিও এখানে বই মেলাটা বারাসতে বেশিদিন শুরু হয়নি, মাত্র দুই বছরের মতো হচ্ছে চালু হয়েছে। এখনো জনপ্রিয় হতে ২-৩ বছর লাগবে। আর হিসেবে এরিয়া একটু বড়ো না করলে বই মেলা আসলে ঠিক জমে না।

এই ভিডিওটা করেছিলাম একটি অনুষ্ঠানে। তবে এটা সাধারণত কোনো সাধারণ গানের আসর। আসলে ঠিক মনে পড়ছে না, কারণ অনেকদিন আগে এইটা দেখেছিলাম একটি মাঠের মধ্যে হচ্ছিলো। তবে অসম্ভব ভিড় হয়েছিলো এই গান শোনার জন্য। যেহেতু কলকাতার থেকে গানের লোক নিয়ে এসেছে। আর আসরটা আসলে জমেছিল ভালোই। আমি, সৈকত আর নীলয় গেছিলাম সন্ধ্যার পরপর। বেশ আনন্দ হয়েছিলো ওই মুহূর্তটা । যদিও গানটা গিয়েছিলো যার যার অনুগ্রহতে । তবে সব মিলিয়ে মোটামুটি বেশ ভালো ছিল।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png