শারদীয়া দুর্গাপুজো ২০২৫ ( পর্ব ১ )
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
আজকে আপনাদের সাথে দুর্গা পুজোর এইবারের কিছু দৃশ্য একটি প্যান্ডেল এর মাধ্যমে শেয়ার করে নেবো। প্রথম দিন আমি আর সৈকত কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম বাইক নিয়ে। প্রথমে নর্থ লাইনে কিছু পুজো দেখব বলে নর্থ লাইনের দিকে চলে গিয়েছিলাম। কিন্তু নর্থ লাইনে প্রবেশ করার সাথে সাথে এতো জ্যাম ছিল যে, কি বলবো। তাও মোটামুটি ৪৫ মিনিট পরে একটা প্যান্ডেল এর কাছে পৌঁছে গিয়েছিলাম। আমার এইজন্য বরাবর নর্থ কলকাতা রোডের থেকে সাউথ কলকাতার রোড বেশি ভালো লাগে যাতায়াত এর ক্ষেত্রে। কারণ সাউথ লাইনে জ্যাম কম থাকে তুলনামূলক।
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
যাইহোক, আমরা প্রথমে যে প্যান্ডেল দেখেছিলাম, সেটা ভগবতী পার্কের। এই পার্কের পুজো তেমন বেশি বড়ো আকারে না হলেও মোটামুটি ভালই করে। এই বছর প্যান্ডেল করেছে অনেক আকর্ষণীয়ভাবে। এইবার ৭৬ তম বর্ষে পদার্পণ করেছে। এই প্যান্ডেল পুরোপুরি একটি মন্দির এর উপর ভিত্তি করে তৈরী করা অর্থাৎ ডিজাইন করেছে এইরকম ভাবে। এর ডিজাইনগুলোতে বিভিন্ন মিশ্রিত ক্যাটাগরির ডিজাইন দেখা গিয়েছে। যেমন- এখানে আধুনিক আলোকসজ্জা, কাঠ এবং বাঁশের উভয় ব্যবহার।
![]() |
---|
Photo by @winkles
এছাড়া উপরের অংশের দিকে তিনটি যে গম্বুজ এর মতো ডিজাইন গড়ে তোলা হয়েছে, তা আসলে প্রকৃতপক্ষে একটা ডোম আকৃতির মতো দেখাচ্ছে এবং এটির গঠন অনেকটা শঙ্খের মতো। প্যান্ডেল এর প্রবেশ মুখের উপর এবং নিচে ডিজাইন সবথেকে বেশি সুন্দর হয়েছে। তাছাড়া এর মেইন যে দৃশ্যটা ফুটে উঠেছে, তা হলো কালার। হালকা সোনালী কালার এর মাধ্যমে এবং কিছুটা মাটির রঙের মিশ্রণে হওয়ায় এটি একটা ঐতিহ্যবাহী ডিজাইন-এ রূপান্তরিত হয়েছে। এছাড়া একটা বিষয় দেখবেন যে, এখানে যে তিনটি ডিজাইন শঙ্খের মতো করেছে, তার চূড়ায় সূর্যের কিরণ এর মতো কিছুটা তৈরী করা।
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
বাইরের দেয়াল গুলোতে বেশ কিছু স্থাপত্য তুলে ধরেছে। যেমন-এখানে কারো নৃত্যের দৃশ্য, আবার কারো বাদ্যযন্ত্র বাজানোর দৃশ্য। মোটামুটি গ্রামীণ জীবন এবং তার ঐতিহ্যকে তুলে ধরেছে এর মাধ্যমে। প্যান্ডেল এর ভেতরের দৃশ্যটা আরো বেশ ভালো ডিজাইন এর মাধ্যমে অর্থাৎ লাইট এর ডিজাইনটা খুবই সুন্দর করেছে। লাইট এর স্থানগুলো বক্স আকারে অর্থাৎ বর্গাকার স্টাইলে তৈরী করা। আর এর প্রত্যেকটিতে বিভিন্ন কালার এর লাইট স্থাপন করা হয়েছে। দেখতে বেশ আকর্ষণীয় লাগছিল। আর মায়ের মূর্তির ডিজাইনও ভালো করেছিলো। মোটামুটি এটাই ছিল এই প্যান্ডেল এর কারুকার্য।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


@winkles, what a fantastic glimpse into the Durga Puja celebrations in Kolkata! Your photos truly capture the artistry and detail of the Bhagwati Park pandal. The temple-inspired design with its blend of modern lighting and traditional materials like bamboo is striking. I especially loved your descriptions of the colors and the shonk-shaped domes. The pictures of the architecture really bring the scene to life.
It's interesting to hear about the traffic challenges getting to North Kolkata – a true testament to the popularity of these pujas! Thanks for sharing this immersive experience. I hope others will share their own Durga Puja experiences in the comments below!