সহজেই পাকিস্তানকে শিকার করে ফেললো!
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
Image Created by AI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল এশিয়া কাপের একটা বড়ো ম্যাচ ছিল। আর এটা স্বাভাবিক ইন্ডিয়া-পাকিস্তান ম্যাচ মানেই একটা বাড়তি উত্তেজনা দর্শকদের মাঝে। গতকাল দুবাই এর পিচে এই খেলাটা হয়েছে আর এই পিচটা আবু ঢাবি পিচের মতো না। এই দুবাই এর পিচে ব্যাটিং অনেকটা ফাস্ট আবার অন্যদিকে স্পিনারদের জন্য একটু সুবিধা আছে। পাকিস্তান হিসেবে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে ভুলও করিনি। তবে পাকিস্তান এর এই যে টিম, তা একদম নতুন আর অভিজ্ঞতা একদম কম।
সে যাইহোক, ব্যাটিং করতে নেমে পাকিস্তান সত্যি বলতে একেবারে ঢলে পড়ে। রান তো যেনো একদম টেস্ট সিরিজের মতো হচ্ছে। প্রথম ওভারেই বুমরাহ এর বলে ধরা খেয়ে যায়। প্রথম ৩-৪ ওভারে রান ২৭-২৮, রান রেট পুরো ৫ এর নিচে। এই খেলার ধরণ দেখে বুঝতে পেরেছিলাম ১০০ এর মধ্যে আটকে যাবে। পাওয়ার প্লে ওভার গোড়াতেই স্পিনারদের রাজত্ব শুরু হয়ে যায়, বিশেষ করে অক্ষর কুমার আর কুলদীপ যাদব। তবে ওদের ওপেন এর একজন ব্যাটসম্যান মোটামুটি একটু খেলে দিয়েছিলো, ফলে শেষ পর্যন্ত টেনেটুনে কিছুটা রানের দৌড় গোড়ায় পৌঁছেছিল । কুলদীপ বেশ ভালো বল করেছিলো। লাস্ট মুহূর্তে এসে পরপর দুটো আউট করার পরে হ্যাট্রিক এর চান্স পেয়েছিলো।
কুলদীপ বেশ ভালো একটা সেল্ফ ক্যাচ পেয়েছিলো, তবে ওটা ধরা যেতো, কারণ বেশি স্পিড ছিল না আর বেশি দূরত্বেও বল যায়নি। হাতের তালুতে লাগার কারণে বল পিছলে যায়। এটা খেলার মাঝে সাধারণ বিষয়, কারণ অনেক সহজ ক্যাচ মিস হয়ে যায়। পাকিস্তানকে কোণঠাসা করে ফেলেছিল এরা পুরো। তবে পাকিস্তান শুধু রিভিউ নিয়েছে ফালতু ফালতু, দুটো হয়তো সফল হয়েছে আর বাকি সব মিস, আউট জেনেও ইচ্ছা করে রিভিউ করেছে। লাস্ট এর দিকে যে ৪-৫ ওভারে রান উঠেছে, সেটা কিন্তু কিছু ভুল বলের কারণে, হার্দিক যদি ওখানে ইর্য়কার বল করতো, তাহলে পরপর কয়েকটা ৬ যেতো না।
তাও একদিকে ভালো হয়েছে যে, রান না করলে এই রানে আর কি খেলবে। আজকের দিনে দাঁড়িয়ে এইরকম পিচে যদি ১২৮ রানের টার্গেট দেয়, তাহলে টিমের কি অবস্থা। এই রান ইন্ডিয়া যে দুই বাড়ি দিয়ে তুলে দেবে, তা পাকিস্তানের ব্যাটিং শেষে ভেবে নিয়েছিলাম। ইন্ডিয়া ব্যাটিং করতে নেমে প্রথম ওভার থেকেই শর্ট খেলা শুরু করে দিয়েছে, বিশেষ করে অভিষেক। এই একটা মাথা গরম প্লেয়ার, ডিফেন্স বিষয়টা তার ক্যাটাগরিতে নেই বললেই চলে। প্রথম ৩ ওভার পুরো মারাত্মক মেরে গিয়েছে, তবে অভিষেক যে বলে আউট হয়েছে, ওই শর্ট খেলার দরকার একদমই ছিল না।
তবে যদি আরেকটু জোরে মারত, তাহলে বাউন্ডারি ওভার হয়ে যেতো। সে যাইহোক, রান মোটামুটি যেটা তোলার, সে কাজ করে দিয়েছিলো। বাকি পরে সূর্যকুমার আর তিলক করে দিয়েছিলো। তিলক এর পরে বোল্ড আউটটা আশানুরূপ ছিল না, কারণ বল বুঝতেই পারেনি, যে ওটা অফ স্ট্যাম্প-এ গিয়ে লাগবে। যদিও ওটা গুগলি ছিল। ১৫ ওভারে ম্যাচ বেরিয়ে গেলো আর সেই সাথে এখনো পর্যন্ত সর্বোচ্চ নেট রান রেট এর তালিকায় ইন্ডিয়া।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

