অনূর্দ্ধ-১৯ ম্যাচে ভারতীয় কিশোরদের অনবদ্য জয়!

in আমার বাংলা ব্লগ7 days ago
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

INDIA U-19 WINS SERIES 2-0.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। বর্তমানে অনুর্দ্ধ১৯ এর ম্যাচ খেলা হচ্ছে। যেটা গত ৭ তারিখে দ্বিতীয় ম্যাচটা হয়েছে। যদিও এই অনুর্দ্ধ১৯ এর ম্যাচগুলো সব টেস্ট সিরিজের মতোই খেলা হয়ে থাকে। এই ম্যাচগুলো হয়ে থাকে সাধারণত যেমনটা আমাদের দেশে রঞ্জি ট্রফি এর ম্যাচগুলো হয়ে থাকে। সেইরকমই কিছুটা, তবে এটা বাইরের দেশের সাথে হয়ে থাকে অনুর্দ্ধ১৯ এর ম্যাচগুলো। এখানে আমাদের ইন্ডিয়ার সেই কম বয়েসী বৈভব খেলছে। এখান থেকেই মূলত পরবর্তী প্লেয়ারদের পারফরম্যান্স অনুযায়ী জাতীয় দলে সিলেক্ট করা হয়ে থাকে। প্রতি বছরই সিলেকশন হয়ে থাকে ইন্ডিয়ায়।

আর অস্ট্রেলিয়ার সাথে এই ম্যাচ একটা বড়ো ম্যাচ, কারণ এটা জাতীয় দলের হোক বা এই অনূর্ধ্ব১৯ এর ম্যাচ খেলা হোক না কেনো, এখানে অস্ট্রেলিয়ার টিমকেও যেভাবে তৈরি করে আমাদের ইন্ডিয়ার টিমকেও সেইভাবে তৈরি করে। ফলে আর কারো সাথে খেলায় তেমন রোমাঞ্চ না আসলেও এদের সাথে খেলায় একটা আলাদা উত্তেজনা কাজ করে। যাইহোক, খেলাটা অস্ট্রেলিয়ার মাটিতেই হচ্ছে আর অস্ট্রেলিয়া আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে থাকে। এটা টেস্ট ম্যাচের একটা কমন ব্যাপার বরাবরই, কারণ টেস্ট ম্যাচে আগে ব্যাটিং করলে রানটা একটু বেশি করার সুযোগ থাকে। কারণ তারা ইচ্ছা করলে পরবর্তী দিনের লাঞ্চ বা তারপরেও অল্প সময়ে খেলার সুযোগ পায়।

অনেক সময় দেখা যায়, যতক্ষণ না তারা ডিক্লেয়ার দেয় উঠে আসার, ততক্ষন চলতে থাকে। তবে অস্ট্রেলিয়ার ওপেনের থেকে তেমন কোনো সুবিধা ছিল না রান করার। ভারতের বোলিং এর সামনে প্রথম থেকেই বিদ্ধস্ত অবস্থা, একের পর এক উইকেট পড়তেই থাকে। ভালোই ধরা দিয়েছিলো অস্ট্রেলিয়াকে, প্রথম ইনিংসে রানই করতে দেয়নি। একমাত্র তাদের কিপার শেষে এসে কিছুটা রান করতে পেরেছিলো বলে একটু লজ্জাজনক রানের হাত থেকে বেঁচেছিল, নাহলে ১০০ রানও হতো না। আর টেস্টে যদি ১০০ রান না করা যায়, তাহলে এটা একটা গোটা টিমের কাছে, কোচের কাছে লজ্জাজনক বিষয়।

যদিও এমনিতে এই পিচটা ব্যাটিং এর দিক থেকে অতটা সুবিধার ছিল না, একমাত্র বোলাররা সুবিধা পেয়েছে বেশি। ইন্ডিয়াও শুরু করলেও আসলে সেইরকম কারো দিক থেকে সন্তোষজনক ব্যাটিং পরিলক্ষিত করা যায়নি। তাও তারা এই রান চেজ করে ৩৫ রানের লিড দিয়েছিলো। কিন্তু তেমন বিশেষ কিছু লাভ হয়নি এই দ্বিতীয় ইনিংসে, কারণ অস্ট্রেলিয়া এই দ্বিতীয় ইনিংসে আরো জঘন্য ব্যাটিং করেছে। রান চেজ করে মাত্র ৮৪ রানের টার্গেট দিয়েছিলো। ইন্ডিয়ার এই রান তুলতে বেশিক্ষন সময় লাগেনি। খেলা মোটামুটি ২ দিনে শেষ হয়ে গেছে। এটাকে একপ্রকার বলা যায় শর্টেস্ট টেস্ট সিরিজ। ইন্ডিয়া আগেরটাও জিতেছে আর এটাও জিতে একপ্রকার ম্যাচের ২-০ তে ব্যালান্স ভালো আছে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png