বড়ো ব্যবধানে জয় ভারতের!
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
Image Created by AI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। সাম্প্রতিক এশিয়া কাপের পরে টেস্ট সিরিজ শুরু হয়েছে ইন্ডিয়া আর ওয়েস্টইন্ডিজ এর মধ্যে। এই খেলাটা ইন্ডিয়াতে আমেদাবাদে। ইন্ডিয়ার মোটামুটি আগে টেস্ট স্কোয়াডে যে টিম ছিল, সেটাই বহাল আছে। তবে ওয়েস্টইন্ডিজ এর টিমের অবস্থা খুবই খারাপ। কারণ বর্তমানে তাদের না আছে টেস্ট টিম আর না আছে ওয়ানডে টিম। টি২০ তে যাইহোক আছে, কিন্তু তাও আগের থেকে খারাপ অবস্থায় আছে। যাইহোক, টেস্ট এর বিষয়ে আসি, টেস্ট ক্রিকেটে তাদের এই অবস্থায় ইন্ডিয়ার এই টিমের সাথে একদম সিরিয়াসলি বললে বাচ্চাদের সাথে খেলার মতো। আর আমেদাবাদের এই পিচে রান করাটা কোনো ব্যাপার না, কারণ সবসময় রানের জন্য উপযুক্ত একটা পিচ।
তাও যাইহোক, এখানে ওয়েস্টইন্ডিজ টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে খারাপ করিনি, কারণ এতে রান যেহেতু করা যায়, সেক্ষেত্রে এটা যেকোনো টিমের জন্য একটা ভালো সুযোগ বেশি রান করার। ৪৫০-৫০০ রান এই পিচে অনায়াসে করা যায় সেইভাবে খেললে। কারণ এর আগেও দেখেছি সেটা অস্ট্রেলিয়া টিম হোক বা ইংল্যান্ড টিম, সবাই মোটামুটি ভালো পারফর্ম করেছে এই আমেদাবাদের পিচে, বরং একটা বেস্ট কনটেস্ট সম্পন্ন ম্যাচ হয়ে থাকে ইন্ডিয়ার সাথে ৫৫০-৬০০ রানের মধ্যে। তো এখানে ওয়েস্টইন্ডিজ আগে ব্যাট করতে এসে বেকায়দা চাপের মুখে পড়ে যায় ওপেনার ব্যাটসম্যান থেকে শুরু করে। বুমরাহ আর সিরিজ যেন তাদের উপর ভূমিকম্পের মতো আছড়ে পড়েছে।
উইকেট বুমরাহ একটা নেওয়ার পরে টানা পরপর ৪ টা উইকেট সিরাজ নিয়ে নেয়। একটা ব্যাটসম্যানও দাঁড়াতে পারেনি ওখানে, বুমরাহ এর থেকেও সিরাজের চাপ বেশি ছিল, কিন্তু বুমরাহ বেশি উইকেট না পেলেও চাপের মুখে ঠেলে রেখেছিলো। টেস্ট ম্যাচে বাউন্ডারির থেকে সিঙ্গেল বেশি হয়, আর সেই সিঙ্গেলই যেন নিতে তাদের হিমশিম খেতে হয়েছে। ১০ টা ব্যাটসম্যানের একজনও ৫০ পার করতে পারেনি। ফলে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ হয় ১৬২ রানের, যা ইন্ডিয়ার কাছে বাঁ হাতের খেলার মতো রান। বলার উপেক্ষা রাখে না, রাহুল এসে তাদের বলে ব্যাটে কেহের ফেলানোর মতো অবস্থা, সেঞ্চুরি করে তারপর আউট হয়েছে।
দুই একজন ফল্ট খেললেও মাত্র ৩ জন ব্যাটসম্যান যা করে দিয়ে গেছে, তাতে আর লাগে না। ধ্রুব জুয়েল আর জাডেজা সবাই সেঞ্চুরি করেছে। আর বর্তমানে জাডেজা এমন একজন প্লেয়ার হয়েছে, যে ব্যাটে-বলে সমানে যেকোনো প্রেসারে বা যেকোনো পরিস্থিতিতে ব্যাট করতে পারে। মাত্র ৩-৪ জনের সংগ্রহিত রান দাঁড়ায় সাড়ে ৪০০। এই নিয়ে প্রায় ৩০০+ রানের টার্গেট দিয়ে দেয়। আবারো দ্বিতীয় ইনিংসে ওয়েস্টইন্ডিজের একই হাল। এইবার সিরাজ আর জাডেজার শিকার হয়েছে তারা। ১৪০ রানের অনেক বড়ো ব্যবধানে হেরেছে তারা। এতে ইন্ডিয়ার টেস্ট তালিকায় আরো স্ট্রং করেছে।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

