শারদীয়া দুর্গাপুজো ২০২৫ ( পর্ব ৪ )
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles
আজকে আপনাদের সাথে দুর্গা পুজোর কিছু আলোকচিত্র শেয়ার করে নেবো। গত পর্বে ছোটো আকারের কিছু পুজো শেয়ার করেছিলাম। তো লাস্ট ওইটা দেখার পরে আমরা চলে গিয়েছিলাম সাউথ কলকাতার দিকে। আর সাউথ কলকাতার প্রথম যেটা দেখা পড়ে, সেটা হলো বালিগন্জ এর এক ডালিয়া এভারগ্রীন। এমনিতেও অন্য জায়গায় দেখা যায়, কিন্তু আমি প্রতিবারই এই জায়গা থেকে দেখা শুরু করি। প্রতিবার এই জায়গাটায় বেশ ভালো ভালো থিমের মাধ্যমে পুজো উদযাপন করা হয়ে থাকে। এইবারও দারুণ একটা চমক নিয়ে এসেছিল।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles
এক ডালিয়া এভারগ্রিন ক্লাবের দুর্গাপুজোর থিম ছিল — “তামিলনাড়ুর অরুণাচলেশ্বরার মন্দির”। এরা যেখানের কোনো বিখ্যাত মন্দির এর সমন্বয়ে বিষয়টা তৈরী করতে চায়, সেখানের বিষয়টা হুবহু তুলে ধরার চেষ্টা করে। বিষয়গুলো এমন হয় যে, যারা এইসব মন্দিরে যেতে পারে না, তাদের জন্য দেখার একটা ভালো সুযোগ করে দেয়। আসলে এইসব অনেক দূরে, ফলে অনেকের অনেক কারণে যেয়ে ওঠা হয় না। এই বছর লাইটিং এর বিষয়টা নতুন করে কিছু বলবো না, ছবিতে দেখে নিতে পারবেন।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles
আসলে প্রতিবার ভিন্ন লাইটিং এর ডিজাইন আনলেও বিষয়টা একই ক্যাটাগরি এর মধ্যে পড়ে যায়। তো যাইহোক, লাইটিং দেখতে এমনিতেও ভালো লাগে পুজোর সময়ে সর্বোপরি বলতে গেলে। তো এইসব প্রথম থেকে দেখতে দেখতে প্যান্ডেল এর মূল আকর্ষণ তথা যে মন্দিরের আদলে তৈরী করেছে, সেটা দেখছিলাম। একদম যেনো কোনো অংশে কম ছিল না, পুরো নিখুঁত ভাবে তৈরী করেছিলো। সাউথ কলকাতার দুর্গা পুজো মানে চোখ ধাঁধাঁনো বিষয়। কত উচ্চতা ছিল, সেটা বলতে পারব না, কিন্তু উচ্চতা যথেষ্ট করেছিলো। প্যান্ডেল এর গায়ে সম্পন্ন ভাবে সমস্ত ডিজাইন তৈরী করেছিলো নিখুঁত ভাবে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles
বিভিন্ন দেব, দেবী, ঋষি ইত্যাদি আরো নানা বিষয় ফুটিয়ে তুলেছিল। সবথেকে সামনের ডিজাইনটা ছিল আকর্ষণীয় আর মুগ্ধ করার মতো। এরপর আস্তে আস্তে ভেতরের দিকে গেছিলাম। এখানে প্রথমে যে ঝাড়বাতি ছিল, সেটা প্রতিবারই ব্যবহার করে থাকে। আসলে প্যান্ডেল এর ক্ষেত্রে যদি ভেতরের ডিজাইন এর মধ্যে একটু ঝাড়বাতি দেওয়া হয়, তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগে। আর এই ঝাড়বাতি তুলনামূলক অনেকটা বড়ো।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles
এছাড়া ভেতরের ডিজাইন আরো মুগ্ধ করার মতো ছিল। দেয়ালের সমস্ত ডিজাইন এর মধ্যে শ্রী কৃষ্ণ সহ আরো বিভিন্ন দেব দেবীর ছবি রয়েছে। এই ডিজাইনগুলো আমরা বেশ খানিকক্ষণ ধরে দেখছিলাম। আসলে ডিজাইন সবকিছু হাতের কাছে। এইগুলো যেভাবে তৈরী করেছে, তাতে মুগ্ধ নয়নে বারবার দেখতে ইচ্ছে করে। যাইহোক, এরপরে মায়ের মূর্তির সামনে থেকে দর্শন করে আমরা বেরিয়ে গেছিলাম। বেশ ভালো করেছিলো এবারও।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
অও,প্রত্যেকটি প্যান্ডেলই ভীষণ সুন্দর ছিল।বালিগন্জ এর পূজা দেখে ভালো লাগলো।বিশেষ করে "তামিলনাড়ুর অরুণাচলেশ্বরার মন্দিরের" থিমটি বেশ আকর্ষণীয় ছিল।সাউথের পূজা প্যান্ডেল দেখার সুযোগ পেলাম,ধন্যবাদ দাদা।