কালীপুজো ২০২৪ ( পর্ব ১১ )
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
আজকে আপনাদের সাথে কালীপুজোর আরো কিছু আলোকচিত্র শেয়ার করে নেবো। তো গত পর্বে যে প্যান্ডেলের আলোকচিত্র শেয়ার করেছিলাম, ওখান থেকে প্রায় মাইল ৫ এর মতো দূরে আরো একটি পুজো দেখতে গিয়েছিলাম। ওখানে হরিশ নগর নামের একটি জায়গায় অর্থাৎ একটি মাঠে বেশ ভালো পুজো হয়ে থাকে। প্রতিবারই বেশ ভালো ভালো আয়োজন করে থাকে। তবে এই বছর পুজোটা তেমন বেশি একটা ভালো লাগেনি আমার কাছে। কারণ গতবার অসম্ভব সুন্দর একটি পুজোর আয়োজন করেছিল, সম্ভবত আদিবাসীদের নিয়ে কিছু একটা করেছিল। কিন্তু এইবার আগেরবারের মতো এতটা ভালো লাগেনি। তবে নতুনত্বের মাধ্যমে কিছু কিছু বিষয় এখানে উল্লেখ করেছিল, যেগুলো আবার আকর্ষণীয় এবং সৌন্দর্যমন্ডিত ছিল।
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
প্যান্ডেলটি অনেকটা ভিতরে নিয়ে গেলেও তার আগে বাইরে বেশ কিছু ছোটোখাটো বিষয়ের মাধ্যমে দর্শনার্থীদের মন কেড়েছে। আমার কাছে বিষয় আবার খুব ভালো লেগেছে, এখানে মূলত দুটি ডিজাইন খুব ইউনিক ভাবে সাজিয়ে তুলেছিল। যেমন-এখানে একটা বড়ো পাখার মতো দৃশ্য তৈরি করেছিল। এই পাখার গায়ে আবার নানা ধরণের ডিজাইন ছিল। ডিজাইনগুলো যেন দেখে অনেকটা আলংকারিক ডিজাইনের মতো লাগছিলো। যদিও এটি একটি বাঁশের গায়ে কাপড় আর সুতোর সমন্বয়ে তৈরি করেছিল। এছাড়া এখানে আরো একটা আকর্ষণীয় ব্যাপার ছিল, যেটা এই ডিজাইনের মতোই দৃশ্যটা প্রতিস্থাপন করেছিল।
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
এখানে কলসির একটা দারুন ডিজাইন তৈরি করেছিল। এইগুলো কিন্তু একধরণের দড়ি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এই কলসির ডিজাইনে ফুটিয়ে তুলেছিল। এটাই সব থেকে বেশি আকর্ষণীয় লাগছিলো। বিষয়টা একদম তৈরি করেছিল অবিকল একটি কলসির মতো দেখতে শুধু দড়ি উপয়োগ করে। বাইরের ডিজাইন যতটুকু করেছিল, তাতে অনেক সৌন্দর্যের বিষয় ছিল। এছাড়া তার আশেপাশে যেসব ডিজাইন করেছিল, সেটাও আলাদা এক সৌন্দর্যমন্ডিত ছিল। যেমন, এখানে কিন্তু সব ডিজাইনে এই পাখার মতো ডিজাইন তৈরি করেছিল।
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
আর সারিবদ্ধভাবে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছিলো। মূলত এই পুজোতে বাইরের আকর্ষণটাই সবমিলিয়ে অনেক চমকপ্রদ ছিল। এছাড়া আরো কিছু ভিন্ন ভিন্ন ডিজাইনের মাধ্যমে পরিপূর্ণ করে তুলেছিল। এরপর আস্তে আস্তে মন্ডপের দিকে এগিয়ে চলে গেছিলাম, ওখানে মণ্ডপের সম্মুখের ডিজাইন অসাধারণ করেছিল। মায়ের মূর্তির ওখানটাও অনেক ফুলের চাকতি এইসব তৈরি করেও ডিজাইনে পরিপূর্ণ করেছিল। যাইহোক, সবমিলিয়ে এই স্থানের পুজোটা এই ছিল।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


Upvoted! Thank you for supporting witness @jswit.