সাকুলেন্টস এবং ক্যাকটাস

in আমার বাংলা ব্লগ2 days ago
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

Succulent Garden with Natural Light.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে উদ্ভিদের বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। এখানে উদ্ভিদের বিষয়ে বলতে গেলে দুটি আলাদা উদ্ভিদ কিন্তু আবার একই উদ্ভিদ। ক্যাকটাস আর সাকুলেন্টস এর বিষয়ে আলোচনা করবো। বর্তমানে এই উদ্ভিদগুলো এখন প্রায় সবারই ঘর বাড়িতে একটা আলঙ্কারিক উদ্ভিদ হিসেবে বিবেচিত। এখন অনেক বাড়িতেই বা যেকোনো ডেকোরেশন এর ক্ষেত্রে সাজানো গোছানো ঘরের এক কর্নারে বা জানলার পাশে, বেলকনিতে যদি এই উদ্ভিদগুলো রাখা হয়, তাহলে এর সৌন্দর্যে পরিবেশটা আরো সুন্দর হয়ে ওঠে। মূলত এর সবুজতার কারণে আরো বেশি ভালো লাগে। এই দৃশ্য দেখলেই যেন প্রেমে পড়ে যেতে হয়। বর্তমানে এই উদ্ভিদগুলো এইসব ক্ষেত্রে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

আর সব থেকে বড়ো বিষয় হলো, এই উদ্ভিদগুলো কম যত্নে টিকে যায়। আর এর দৃশ্যটা এতো আকর্ষণীয় লাগে দেখতে মনকে মুহূর্তের মধ্যে আকৃষ্ট করে তোলে। তাছাড়া এই উদ্ভিদগুলোর কদর পরিবেশে সতেজতা আনার ক্ষেত্রেও দিন দিন বেড়েই চলেছে। এইবার এই দুটি উদ্ভিদের মধ্যে একটা গভীর পার্থক্য। আছে কারণ ক্যাকটাস তো আছেই, কিন্তু এই সাকুলেন্টসও আবার একধরণের ক্যাকটাসের মতো দেখতে। অনেকেই কিন্তু এই ধারণাটাই করে থাকে যে সাকুলেন্টস মানেই ক্যাকটাস। তবে বিষয়টা হলো- সব ক্যাকটাস সাকুলেন্টস হলেও সব সাকুলেন্টস ক্যাকটাস না। এই দুটির মধ্যে অনেক পার্থক্য আছে। এখন তাহলে বিষয়টার মধ্যে কি পার্থক্য থাকতে পারে!

আসলে সাকুলেন্টস বলতে এমন একটা উদ্ভিদকেই বোঝায়, যাদের পাতা, কান্ড এবং মূলের মধ্যে জল সংরক্ষণ করার ক্ষমতা থাকে। কিছু উদাহরণ দিলে আপনার সহজেই বুঝতে পারবেন, কারণ এইগুলো আমাদের অনেক পরিচিত। এর মধ্যে একটি অন্যতম জনপ্রিয় হলো aloe vera . তাছাড়া jade এবং echeveria উদ্ভিদও আছে এর মধ্যে। আর ক্যাকটাস হলো এমন এক ধরণের সাকুলেন্টস, যাদের বডিতে কাঁটাযুক্ত থাকে। আর এইসব উদ্ভিদ শুষ্ক অঞ্চলেই নিজেদের ভালো খাপ খাইয়ে টিকে থাকতে পারে। এইগুলো যদিও আমাদের এদিকে পাইনা, যেমন- golden barrel, opuntia ইত্যাদি। এই হলো পার্থক্য। এরা সব ক্যাকটাস হলেও পার্থক্য আছে এদের মধ্যে।

এই উদ্ভিদগুলোর সূর্যের আলোটা বেশ প্রয়োজন পড়ে, ফলে এদের বেশিরভাগ ক্ষেত্রে একটু জানালার পাশেই রাখাই ভালো। অন্যান্য উদ্ভিদের ক্ষেত্রে যেমন মাঝে মধ্যে জল দিতে হয়, এই ক্যাকটাসের ক্ষেত্রে সেটা দেওয়ার প্রয়োজন পড়ে না। যদি একেবারে মাটি শুকিয়ে যায়, তখন দিলেই হয়। তবে জল জমে থাকলে আবার সমস্যা হয় এক্ষেত্রে। তবে ক্যাকটাসের মধ্যে এক aloe vera ঔষধে গুনে ভরপুর। আর বাকি যেসব ক্যাকটাস আছে, তাতে ঔষধি গুন্ না থাকলেও বেশ আকর্ষণীয় আকর্ষণীয় নামে বিখ্যাত। তবে আমার কাছে সৌন্দর্যের দিক থেকে golden barrel ক্যাকটাস ভালো লাগে, কারণ গোল আকৃতির কাঁটাযুক্ত এই উদ্ভিদ দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি সৌন্দর্যমন্ডিত। সহজেই মনকে মোহিত করে তোলে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.