প্রথম ম্যাচেই বিধ্বস্ত হংকং!

in আমার বাংলা ব্লগ15 hours ago
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

एशिया कप 2025_ अफ़ग़ानिस्तान बनाम हांगकांग.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতদিন থেকে এশিয়া কাপ খেলা শুরু হয়ে গিয়েছে। এশিয়া কাপ বর্তমানে একটা গুরুত্বপূর্ন ম্যাচ হয়ে উঠেছে, কারণ এখন শুধু অল্প কয়েকটা টিম না, এখন সাথে আরো বেশ কিছু এশিয়ার নতুন টিম যুক্ত হয়েছে। তবে এতে তেমন অসুবিধার কিছু নেই, কারণ সব নতুন আর তাদের অভিজ্ঞতা খুবই কম এখনো। তবে নতুন হিসেবে যে একদম খারাপ খেলছে তা কিন্তু না, বেশ ভালোই বড়ো বড়ো টিমের সাথে খেলছে আর ভালো রানও করছে।

আফগান কিন্তু বেশি পুরোনো দল না হলেও এদের অবস্থা বড়ো কোনো টিমের থেকে কম না। আর আগে এশিয়া কাপ রোটেশন অনুযায়ী ভারত, বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যে হতো। কিন্তু বর্তমানে কয়েক বছর দুবাই এর মাঠে খেলা হচ্ছে, এটাও একপ্রকার ভালো উভয় টিমের জন্য। এখন এই ম্যাচটা আবু ঢাবি তে খেলা হয়েছে আর উভয়ের জন্য একদম উপযুক্ত একটা পিচ, কারণ একদিকে ব্যাটসম্যানরাও রান করতে পারবে আবার বোলাররাও উইকেট নিতে পারবে। এই পিচে প্রথম দিকে কিছুটা হলেও ব্যাটসম্যানদের সুবিধা দিয়ে থাকে।

তবে এই মাঠে রান করা একটু মুশকিল আছে আবার। কারণ এখানে বাউন্ডারি অনেক বড়ো আর আউটফিল্ড স্লো। চার বের করতে পারলেও ছয় বের করা তেমন একটা সহজ বিষয় না। তবে হিসেবে যাইহোক, এতে প্রথম চান্স-এ একবার যারা প্রথমে ব্যাট করে রান করতে পারবে, তাদের সুবিধা বেশি। কারণ পরে আউটফিল্ড স্লো হয়ে যাওয়ায় এখানে রান করা মুশকিল হয়ে যায় আর বোলার দের সুবিধাও বেশি থাকে। আর আফগান এর কাছে বেশি ভালো বোলার আছে, ফলে এতে আরও সুবিধা বেশি ছিল। এখানে আফগান বুদ্ধি করে আগে ব্যাট নিয়ে ভালো করেছে হিসেবে।

ওপেনার হিসেবে শুরুটা একজন ভালো করেছিলো, কিন্তু গুরবাজ ধুম করে শর্ট খেলতে গিয়ে ক্যাচ তুলে বসে। মাঠ এমনিতেই বড়ো আর তারপর একটু সেট না হয়ে শর্ট খেলতে গেলেই ক্যাচ উঠবে। আর এইসব মাঠে বেশিরভাগ শর্ট খেলতে গিয়েই আউট হতে হয়। পরপর দুইজন আউট হয়ে গেলেও নবী এসে একটু সঙ্গ দিয়েছিলো। মোটামুটি এদের রান ধরলে এখানেই অনেকটা রান দ্রুত তৈরী করে ফেলেছিল। রানের ঘাটতি ওপেন এর ওই একজনই কভার করে ফেলেছিল। এরপর আজমাতুল্লাহ নামের একজন এসে আরো দ্রুত ৫০ রান জুড়ে দিয়ে হংকং এর মতো টিমের সামনে ১৮০+ রানের বিশাল পাহাড় তুলে ধরে।

এই রান ওদের কাছে ২৫০ রানের সমান বলতে গেলে। তা যাইহোক, হংকং চেজ করতে নেমে হতাশাগ্রস্থ হয়ে পড়ে, শুরুতেই রানের বদলে উইকেট যেনো ঝপ ঝপ করে পড়তে থাকে। মাত্র একজন ছাড়া আর কারো রান নেই, টেনেটুনে কোনোমতে অর্ধেক রান তুলতে পেরেছিল আর বাকি অর্ধেক রানে হেরেছে। প্রথম ম্যাচে আফগান জিতে গেলো, হিসেবে সহজ টিম পড়েছে একদম। তাও হংকং এদের সামনে এইটুকু খেলেছে মানে অনেক ভালো খেলেছে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png