দিল্লীর পিচে ভারতের ব্যাটে-বলে অসাধারণ ম্যাজিক!
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গত ১০ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত ইন্ডিয়া আর ওয়েস্ট ইন্ডিজ এর মধ্যে দ্বিতীয় টেস্ট সিরিজ খেলা হয়েছে। আগেরটাও ইন্ডিয়া জিতেছিল আর সেটা আহমেদাবাদের মাঠে হয়েছিল। এই ম্যাচটা দিল্লীর পিচে খেলা হয়েছে। ইন্ডিয়া এই সিরিজে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল। ইন্ডিয়ার অবস্থান তো বলতে গেলে টেস্টে বরাবরই ভালো অবস্থান রয়েছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এর বর্তমান অবস্থা মারাত্মক খারাপ, সেটা টেস্ট হোক ওয়ানডে। ওদের একমাত্র টি২০ স্কোয়াড ভালো ছিল,সেটাও নড়বড়ে হয়ে গেছে। বর্তমানে কিছু কিছু ভালো টিম গাইড এর অভাবে হারিয়ে যাচ্ছে ক্রিকেট ইতিহাসের থেকে।
এই ওয়েস্ট ইন্ডিজ বিগত সময়ে অর্থাৎ সচিন এর আমলের থেকে কি ভয়ানক টিমটাই ,বড়ো বড়ো টিমের সাথে টেক্কা। সেখানে তাদের এই অবস্থা দেখলে সত্যিই খারাপ লাগে। তো যাইহোক, আসলে ইন্ডিয়া আগে ব্যাটিং করে মারাত্মক অবস্থা তৈরি করেছিল। ইন্ডিয়ার টেস্ট ওপেনার বেশ হার্ড আছে, যাইস্বল বরাবরই ওপেনে ভালো ব্যাটিং করে যাচ্ছে ইতোমধ্যে। প্রথম ইনিংসে তার ক্রিকেট ক্যারিয়ারে বেস্ট ব্যাটিং করেছে। যদিও কোনো ছয় এর বাউন্ডারি বের করতে পারেনি, কিন্তু ৪ মেরেছে অসংখ্য আর সাথে সিঙ্গেল। আসলে টেস্ট সিরিজ কিন্তু এইরকমই হয়ে থাকে, ডিফেন্স আর সিঙ্গেল এর উপরে রান। তাহলে দীর্ঘক্ষণ টিকে থাকা যায়।
ভালো রান করেছিল, একাই ১৭৫ রানের বিশাল একটা রান করে গিয়েছিলো। রাহুল সাথে থাকলেও বেশিক্ষন টিকতে পারেনি, পরে সুদর্শন বেশ ভালো পার্টনারশীপ করেছিল ৮৭ রানের। মোটামুটি এখানে একটা ভালো রানের গড় দেখা গিয়েছিলো। এরপর গিল এসে আরো একটা বড়ো রানের পার্টনারশীপ করে দেয়। আরো সাথে দুইজনের গড় রান মিলিয়ে সর্বমোট প্রথম ইনিংসে ৫১৮ রান দিয়ে ডিক্লায়ার দিয়ে দেয় ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজ এর ব্যাটসম্যান সব কুলদীপ যাদবের কাছে ধরা খেয়ে যায়। এই রান আর তুলতে পারেনি কেউ, এরপর ২৪৮ রানের একটা গড়পত্তায় রান তোলে।
ফলে অনেক রানের লিড এখনো থেকে যায় এবং ইন্ডিয়া পরে ডিসাইড করে, তারা আগে দ্বিতীয় ইনিংসে ব্যাট করবে না। পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজ এই বাকি রানটা যেটুকু টার্গেট দিতে পারে, সেটাই তারা ব্যাটিং করবে। তবে দ্বিতীয় ইনিংসে মোটামুটি ভালো ব্যাটিং করেছিল, ১২৪ রানের একটা ভালো টার্গেট দিতে পেরেছিলো। সুদর্শন আর রাহুল দুইজনেই তুলে দিয়েছিলো এই রান। ফলে সহজেই ইন্ডিয়া এই দ্বিতীয় টেস্টও জিতে যায়।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

