রোমাঞ্চকর এবং থ্রিলার ম্যাচ!
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল সুপার ৪ এর লাস্ট ম্যাচ ছিল ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে। ভারত অলরেডি ফাইনালে গত ম্যাচে জিতে চলে গিয়েছিলো, কিন্তু শ্রীলঙ্কার সাথে এই ম্যাচটার যদিও কোনো ভ্যালু নেই অর্থাৎ উভয় পক্ষের টোটালি নেই। কারণ ভারত ফাইনালে আর শ্রীলঙ্কা হেরে বসে আছে সব। ফলে এরাও জিতলে কোনো লাভ নেই। তবে বিষয়টা খেলার মজা নেওয়ার মধ্যে আছে। এই ম্যাচের ভ্যালু না থাকলেও এই ম্যাচটাই মনে হয় এশিয়া কাপের সব ম্যাচের মধ্যে সেরা ম্যাচ ছিল। যেমন রোমাঞ্চকর, তেমনি থ্রিলার। বর্তমানে ইন্ডিয়ার এই টি২০ স্কোয়াডে ফিল্ডিং খুব খারাপ হয়ে গেছে, কিন্তু ব্যাটে বেশ ভালো শক্ত অবস্থানে আছে। গতকাল ম্যাচটাও দুবাইয়ে খেলা হয়েছে।
আগের ৩ টা ম্যাচ এই দুবাইয়ে খেলা হলেও খুব স্লো পিচে খেলা হয়েছিল। আর সাধারণত এই পিচটা স্লো পিচ হিসেবেই পরিচিত। কিন্তু আজকের ব্যাটিং দেখে মনে হলো এটা একটা বিধ্বংসী ব্যাটিং। এটা উভয় পক্ষের দিক থেকে। যাইহোক, গত তিনটা ম্যাচে টানা টসে হেরেছে ইন্ডিয়া আর এই হারা মানেই ভয় করে, কারণ জিতলে আগে কোনোদিন ব্যাটিং নেবেই না, আর সেক্ষেত্রে সবাই জানে এই পিচে আগে ব্যাটিং করে কোনো সুবিধা পাওয়া যাবে না। এই ম্যাচেও ইন্ডিয়া টসে হেরে যায় আর আগে ব্যাটিং করতে পাঠায়। তবে আগে ব্যাটিং করতে আসলেও অভিষেক বরাবরের মতো যে বিধ্বংসী ব্যাটিং শুরু করেছিল, সেটাই আবারো এই ম্যাচে পুনরাবৃত্তি।
মারাত্মক ফর্মে আছে এই অভিষেক। মাত্র ৩১ টা বল খেলেছে, কিন্তু সেটা যেন আগুন ঝরা ব্যাটিং। গিল আর সূর্যকুমার খেলতেই পারেনি, পরপর আউট। বর্তমানে ক্যাপ্টেইন সূর্যকুমারের কোনো ফর্ম নেই আর ক্যাপ্টেন্সি আগের মতো হচ্ছেই না, যেন তালগোল পাকিয়ে গিয়েছে। পরে তিলক বর্মা, স্যামসন এসে ভালো পার্টনারশীপ করে দিয়ে গিয়েছে। এই পর্যন্ত এশিয়া কাপের ম্যাচগুলোতে এই সর্বপ্রথম ২০০ ক্রস করেছে। আগে ব্যাটিং করে এই পাহাড় সমান রান একটা বড়ো বিষয়। তবে এখানে এই রান দেখে কেউ ভাবতে পারেনি শ্রীলঙ্কা এই রান চেজ করে ফেলবে। শেষের দিকে তো একটা থ্রিলার ওভারে পরিণত হয়েছিল। শ্রীলঙ্কা ব্যাটিং করতে এসে এক নিশাঙ্কা আর পেরেরা যেন তুফান তুলে দিয়েছিলো।
শর্ট দেখেইতো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। শুধু এই দুইজনে ম্যাচ শেষ করে দিয়েছিলো, দুইজনের গড় পার্টনারশীপ ১৬৫ এর কাছে। আর রান তো নেই বললেই চলে। সেখানে লাস্টে এরা আউট হয়ে গেলে একটা সুযোগ এসেছিলো জেতার, কিন্তু এই টানাপোড়নে ম্যাচ শেষ পর্যন্ত টাইড হয়ে যায়। অবশেষে এই ম্যাচ সুপার ওভারে পৌঁছায়। যদিও এই সুপার ওভারে ইন্ডিয়ার সাথে জিততে পারেনি। সুপার ওভারে শ্রীলঙ্কা একদম অবস্থা বেহাল, কারণ মাত্র ২ রান করতে পেরেছিলো। আর ইন্ডিয়া প্রথম ১ বলেই ম্যাচ বের করে দেয়। ফাইনালে আবার একটা লড়াই আসতে চলেছে পাকিস্তানের সাথে, দেখা যাক কি হয়।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

