লিডসে মারাত্মক ব্যাটিং বিপর্যয়!
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল দক্ষিণ আফ্রিকা আর ইংল্যান্ড এর মধ্যে ওয়ানডে সিরিজ শুরু হয়েছে। এর কিছুদিন আগে অস্ট্রেলিয়ার সাথে দক্ষিণ আফ্রিকার সিরিজ শেষ হয়েছে। এখন বর্তমানে ইংল্যান্ড এর সাথে গতকাল প্রথম ম্যাচে শোচনীয় খারাপ খেলা হয়েছে। আমার ঠিক মনে পড়ছে না কবে এত খারাপ খেলা দেখেছি ৫০ ওভারের ম্যাচে। তবে ইংল্যান্ড এর যে পিচে খেলা হয়েছে, তা একদমই সুবিধার ছিল না। কারণ ওদের আসলে এই পিচে এক এক সময় খারাপ পরিস্থিতি তৈরী হয়।
বিশেষ করে বিগত কিছু ম্যাচে এই পিচে ড্রামেটিক মুহূর্তের সাক্ষীও আছে। এদের এই পিচ অনুসারে উইকেট বেশিরভাগ সময়েই সিম আর সুইং বোলারদের জন্য মারাত্মক সহায়ক। এখানে এমনিতেও স্বাভাবিক ভাবে যেকোনো পিচে প্রথম ১০-২০ ওভারে নতুন বল হিসেবে দারুণ মুভ করে, ফলে বোলাররা, বিশেষ করে সুইং বোলাররা ভালো সুবিধা পায় উইকেট নেওয়ার ক্ষেত্রে। এমনিতেও তারা এই টার্গেট নিয়েই শুরু করে। এই পিচে আবার একদম শুকনো অবস্থায় পরিস্থিতি অন্যরকম অর্থাৎ দ্বিতীয় ধাপে যারা ব্যাটিং করবে, তাদের ক্ষেত্রে রান তোলা বা চেজ করা দারুণ সহায়ক হয়।
শুকনো হলে ব্যাটসম্যানদের সবদিক থেকে দারুণ সুবিধা মেলে আবার আবহাওয়া খারাপ অর্থাৎ মেঘলা অবস্থায় এই পিচে বোলারদের দারুণ সুবিধা, এখানে এই পিচে স্পিনারদের তেমন কোনো সুবিধা নেই। এই ম্যাচে ঠিক সেই ঘটনা ঘটেছে অর্থাৎ এই পিচে আবহাওয়ার হেরফের এর কারণে প্রথমে যারা ব্যাটিং করেছে, তাদের পুরো ডুবে গেছে ম্যাচ। দক্ষিণ আফ্রিকা সাধারণত এই পিচের অবস্থা বিবেচনা করে টস জিতে পরে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। সেই হিসেবে দক্ষিণ আফ্রিকা বোলিং এর সাথে সাথে ফিল্ডিং খুব জোরালো আকারে করেছে।
ইংল্যান্ড প্রথমেই হেবাচ্যাকা খেয়ে গেছে। ওপেন করতে এসে এক স্মিথ একটু মোটামুটি খেলছিলো, কিন্তু পরপর এইভাবে ঝড়ের বেগে আউট হবে এটা অকল্পনীয় ছিল। এদের ব্যাটিং নিয়ে তেমন কিছু বলার নেই, কারণ কারো কোনো রান নেই, সবাই এসেছে আর ফিরে গিয়েছে। একটা ব্যাটসম্যানও একটু টিকতে পারিনি। সবাই ক্যাচ আউট হয়েছে অর্থাৎ সেই প্রথম ১০-২০ ওভারে সব উইকেট তুলে নিয়েছে। বল নতুন আর তার উপর সুইং করেছে মারাত্মক। মাত্র ১৩১ রান, মানে এত লো স্কোর মনে হয় এর আগে কখনো হয়নি ইংল্যান্ড এর ক্ষেত্রে।
তবে ক্রিকেট ইতিহাসে ৫০ রানেও অলআউট হওয়ার রেকর্ড আছে, যেটা হয়তো সবাই জানেন। এটা বাংলাদেশ আর ওয়েস্টইন্ডিজ এর সময় হয়েছিলো। তো যাইহোক, এই রান আর কি খেলবে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ধাপে ব্যাট করতে নেমে অর্থাৎ চেজ করতে নেমে ওপেনেই তো ম্যাচ নির্ধারণ হয়ে গিয়েছে। মার্করম যে মার মেরেছে ওদের, তাতে এই রান ২০ ওভারে সমাপ্ত হয়ে গিয়েছে। ওপেনার দুজনেই এই রান তুলে দিয়েছে। লাস্ট পর্যায়ে ব্রেভিস ৬ মেরে ম্যাচ শেষ করে। প্রথম থেকে ভালো খেলে যেই রান করুক না কেনো, শেষ মুহূর্তে যে ১ রান বাকি থাকলেও ৬ বা ৪ মেরে জিতিয়ে দেয়, সেই আকর্ষণটা আরো বেশি থাকে। তো যাইহোক দক্ষিণ আফ্রিকা প্রথম ম্যাচ সহজেই জিতে যায়।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


@winkles, what a fantastic recap of the South Africa vs. England ODI match! I really appreciate your analysis of the pitch conditions and how they impacted the game. Your point about the swing bowlers having an advantage in the first innings due to the pitch moisture is spot-on. It's clear you have a great understanding of the nuances of cricket.
I especially enjoyed your description of how South Africa capitalized on the conditions after winning the toss. And the way you described the openers chasing the runs in the second innings really paints a picture for the reader!
For those who haven't followed the match, @winkles provides excellent insights into the game's dynamics. I encourage everyone to share their thoughts on the match and the author's observations in the comments below. Did you agree with South Africa's decision to bowl first? What are your predictions for the rest of the series? Let's discuss!