ময়ূরের সাদা-কালো ম্যান্ডেলা ডিজাইন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্টটি করেছিলাম একটি ম্যান্ডেলা আর্ট। এর আগে বিভিন্ন বস্তুর উপর কেন্দ্র করে ম্যান্ডেলা আর্ট করেছিলাম। অনেকদিন কোনো প্রাণীকে কেন্দ্র করে ম্যান্ডেলা আর্ট করা হয় না। তাই এই তারিখ ভাবলাম কোনো একটা প্রাণীকে কেন্দ্র করে ম্যান্ডেলা আর্ট করা যাক। তো এই ম্যান্ডেলা আর্ট করার জন্য বেছে নিয়েছিলাম একটি ময়ূরের ম্যান্ডেলা আর্ট। ময়ূর প্রাণীটা আসলে দেখতে যেমন সৌন্দর্যের দিক থেকে অসাধারণ, তেমনি যদি এই প্রাণীটিকে আরো ডিজাইনের মাধ্যমে এঁকে ফুটিয়ে তোলা যায়, তাহলে এর বাহ্যিক সৌন্দর্য্য আর দারুন ফুটে উঠবে। ময়ূরের মেইন সৌন্দর্য্যটা প্রকাশ পায় তার পাখনা আর লেজের মহিমায়।
এই দুটি স্থানের ডিজাইনে একটু ভালো নজর দিলে আকর্ষণটা আর বাড়ে।আমি এখানে ম্যান্ডেলা ডিজাইনের ক্ষেত্রে বেশ কিছু সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন এই পাখনা আর লেজের দিকটায় তৈরি করেছিলাম। এই ডিজাইনগুলোতে যদি কালারের মাধ্যমে ফুটিয়ে তোলা যেত, তাহলে আরো ভালো সৌন্দর্যটা প্রকাশ পেতো। তবে কালারিং এর মাধ্যমে সৌন্দর্যটা ভালো দেখতে লাগলেও, অনেক সময় সাদা-কালোর ডিজাইনে একটা আলাদা আকর্ষণ লুকিয়ে থাকে। তো যাইহোক, এই সাদা-কালোর মাধ্যমে ময়ূরের ম্যান্ডেলা আর্টটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম। আর আশা করি আপনাদের কাছেও এই ম্যান্ডেলা ডিজাইনটা ভালো লাগবে।
![]() |
---|
☀উপকরণ:☀
আর্ট পেপার |
---|
বোর্ড |
স্কেচ পেন্সিল |
মার্কার পেন |
রাবার |
✔এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---
![]() |
---|
❖প্রথম ধাপে- একটি ময়ূরের আর্ট সুন্দর ভাবে তৈরি করে নিয়েছিলাম। এরপর লেজের দিক সহ বিভিন্ন স্থানে বিভিন্ন ধরণের ম্যান্ডেলার ডিজাইনে পরিপূর্ণ করে নিয়েছিলাম।
![]() |
---|
❖দ্বিতীয় ধাপে- পাখনা সহ অন্যান্য যেসব ম্যান্ডেলা ডিজাইন লেজের দিকে করেছিলাম, সেখানে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ডিজাইন তৈরি করে দিয়েছিলাম।
![]() |
---|
❖তৃতীয় ধাপে- মার্কার পেনের কালী দিয়ে ময়ূরের সম্পূর্ণ বডিতে তৈরি করা ম্যান্ডেলা ডিজাইনে গাঢ় করে দিয়েছিলাম। এছাড়া এখানে আরো কিছু ছোট ছোট ডিজাইন ঘাড় এবং বুকের দিকে করে দিয়েছিলাম।
![]() |
---|
❖চতুর্থ ধাপে- বডির আশেপাশে আরো কিছু ম্যান্ডেলা ডিজাইনে মার্কার পেনের কালী দিয়ে গাঢ় করে দিয়েছিলাম।
![]() |
---|
❖পঞ্চম ধাপে- বাকি থাকা লেজের দিকের সম্পূর্ণ ম্যান্ডেলা ডিজাইনে মার্কার পেনের কালী দিয়ে গাঢ় করে অঙ্কনটি এখানেই সমাপ্ত করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


Upvoted! Thank you for supporting witness @jswit.
@winkles, this peacock mandala is absolutely stunning! The intricate detail you've achieved, especially in the feathers, is truly captivating. I love how you've broken down the process with clear steps and photos - it's so helpful and inspiring for other artists. The contrast between the white and black really makes the design pop. Have you considered experimenting with color in future mandalas? Either way, keep up the fantastic work! I'm looking forward to seeing more of your art! Which animal will you choose to create a mandala next?
ময়ূরটি দেখতে খুবই চমৎকার হয়েছে দাদা। অনেক আকর্ষণীয় লাগছে দেখতে। ম্যান্ডেলা ডিজাইন আর্ট গুলো খুবই সুন্দর লাগে দেখতে। অসাধারণ একটি আর্ট শেয়ার করেছেন দাদা।
ম্যান্ডেলা আর্ট অংকন করতে আমি অনেক বেশি পছন্দ করি। এমনকি ম্যান্ডেলা আর্ট গুলো দেখতেও আমার কাছে খুব ভালো লাগে। এরকমভাবে সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট অঙ্কন করার জন্য দক্ষতার প্রয়োজন সব থেকে বেশি হয়ে থাকে। তেমনি আপনিও নিশ্চয়ই দক্ষতাকে কাজে লাগিয়ে এই সুন্দর আর্টটি সম্পূর্ণ করেছেন। পুরোটা জাস্ট মনোমুগ্ধকর ছিল। সাদা কালো ম্যান্ডেলা আর্ট গুলো আমি বেশি পছন্দ করি। আপনার এই নিখুঁত হাতের কাজের প্রশংসা তো করা লাগছে।
সাদাকালো এমন আর্ট দেখতে আমার ভীষণ ভালো লাগে। সাদাকালো এমন ময়ূরের ওপর ম্যান্ডেলা আর্ট দেখে ভীষণ ভালো লাগলো। অনেক সুন্দর এবং নিখুঁতভাবে আপনি তৈরি করেছেন এই আর্টটি। তাই দেখতে অসম্ভব সুন্দর লাগছে।
এটা একেবারেই ঠিক দাদা সাদা কালো ম্যান্ডালা আর্ট এর মধ্যে আলাদা একটা সৌন্দর্য আছে। আপনার আজকের আকাঁ সাদা কালো ম্যান্ডালা আর্টটি বেশ সুন্দর হয়েছে। ম্যান্ডালা আর্ট করার ক্ষেত্রে যত সুক্ষ ডিজাইন করা যায় আর্ট দেখতে তত সুন্দর হয়। আপনিও বেশ সুক্ষ ডিজাইন করেছেন তাই আর্টটি এতো সুন্দর লাগছে। ধন্যবাদ দাদা আর্টটি শেয়ার করার জন্য।
ওয়াও আপনার আর্ট দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এমন সুন্দর হয়েছে ময়ূরের ম্যান্ডেলা আর্টটি যা দেখে মন ভালো হতে বাধ্য। ভীষণ সুন্দর এবং মায়াবী হয়েছে ময়ূরের চোখটি। সত্যি রঙ ছাড়া এমন সাদাকালো আর্ট দেখতে ভীষণই ভালো লাগে।