লর্ডসে থ্রিলার ম্যাচ!
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছে । ম্যাচটা একপ্রকার দুর্দান্ত ছিল। বেশ টানটান উত্তেজনার মধ্যে ম্যাচটার ইতি ঘটেছে। একই পিচে খেলা হয়েছে, কিন্তু এই ম্যাচে আবহাওয়া শুকনো থাকায় খেলা উভয় পক্ষের জন্য সুন্দর হয়েছে ব্যাটিং এর দিক থেকে। ইংল্যান্ড টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয়, কারণ এই ম্যাচে একটা মজার বিষয় হলো, চেজ এর ক্ষেত্রে সবথেকে ভাল হয়, এমনিতেই নতুন বলে ব্যাটিং একটু চাপের হয়ে যায়।
তবে এক্ষেত্রে পিচের ধরণ অনুযায়ী ব্যাটিং এর ক্ষেত্রেও রান তোলার কাজে সহায়ক, কারণ এইরকম পিচে বল খুব একটা সুইম করে না। তো এখানে দক্ষিণ আফ্রিকা। ব্যাটিং করতে এসে ওপেন এর শুরুটা বেশ ভালো ছিল। মার্করম আর রিকেলটন প্রথম ওভার থেকেই মার দিয়ে শুরু করেছিলো। তবে রিকেলটন ধরে খেলছিলো আর মার্করম মেরে খেলছিলো। প্ল্যান ভালো করেছিলো, তবে রিকেলটন শর্ট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেয়। এক্ষেত্রে মার্করম ভালোই খেলে যাচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে গুগলিতে ধরা খেয়ে যায়।
আদিল অনেকক্ষণ ধরে জালে ফেলানোর চেষ্টা করছিলো, কিন্তু শেষমেষ গুগলি বলে ধরা খেয়ে যায়। কিন্তু এমন পরিস্থিতিতে আউট হয়েছে, যে মাত্র ১ টা রান বাকি ছিল হাফ সেঞ্চুরি করার থেকে। তবে তাও যাইহোক দুইজনের গড় রান ৮৪ ছিল, এটাও দলগত রান হিসেবে প্রচুর ছিল। এর পরে বাভুমা আসলেও এসে মুহূর্তে আউট হয়ে যায়। কিন্তু খেলার আসল মজা এসেছিল বাকি পরপর ৪ জনের ব্যাট থেকে। দুর্দান্ত ইনিংস খেলেছে। এদের সবাই মোটামুটি দলগত রানের দিক থেকে মোট ২৫০ কভার করে দিয়েছিলো।
এতে দক্ষিণ আফ্রিকার রান অনেকটা স্ট্রং হয়েছিলো। তবে হলেও এরা যেভাবে রান করেছে, তাতে ইংল্যান্ড এর কিছু ব্যাটসম্যান এর উপর তো এই রান অ্যনালাইসিস করলে অনেকটা কম মনে হবে। এদের বেশি ক্যাচ আউট হয়েছে, ইংল্যান্ড ফিল্ডিং এর দিকে এই ক্যাচ ছাড়ে না বললেই চলে। এদিকে খুব সিরিয়াস থাকে। তো এক্ষেত্রে ইংল্যান্ড ব্যাট করতে নেমে ওপেনেই বড়ো ধাক্কা খায়। এই রানে এই অবস্থা মানেই কিন্তু বোলাররা বেশি সাহস পেয়ে যায়। তবে অনেক ক্ষেত্রে নতুন বলে একটু সাবধানে না ধরলে বিপদ হয়ে যায়। ওখানে রানের একটা গ্যাপ কিছুটা তৈরী হলেও এখানে আসলে ব্যাটসম্যান অর্থাৎ রুট, হ্যারি এরা কভার করতে বেশি সময় নেয়নি।
তারপর বাটলারও সুন্দর খেলেছে। সম্মিলিত যে রান ছিল, তাতে এই ম্যাচ বের করতে জাস্ট কিছু রান বাকি ছিল। কিন্তু মহারাজ এর কাছে ধরা খেয়ে গেছে। শেষে উইকেট পড়ে যাওয়ায় জিতে যাওয়া ম্যাচটাই যেনো হাতছাড়া হতে লাগলো। মাত্র ৫ টা রানে হারতে হলো ইংল্যান্ডকে । শেষে এই উত্তেজনা যেনো একটা রোমাঞ্চ এনে দিয়েছিলো, মনে হয় এই ৬ মেরে দিলো আর এই মনে হয় উইকেট গেলো। আকর্ষণীয় ম্যাচ ছিল একটা।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


Wow, @winkles, this is a fantastic breakdown of the England vs. South Africa ODI match! The suspense you build in describing the nail-biting finish is palpable, even for someone like me who didn't watch the game. I especially appreciate the detailed analysis of the batting strategies and key moments that swung the match. The OpenAI-generated image adds a nice touch!
It's great to see cricket analysis from a fresh perspective. Your passion for the game really shines through! I'm sure other cricket fans on Steemit would love to hear your thoughts. What did you think of the captain's decisions at the end? And who do you think will win the series overall? I'm keen to hear your predictions! Keep up the great work!